Image
কম্পিউটার MCQ
61. ফায়ারওয়ালের প্রাথমিক কাজ কী?
সমস্ত আগত ট্রাফিক নেটওয়ার্কে ঢুকতে না দেওয়া
সমস্ত আগত ট্রাফিক নেটওয়ার্কে ঢুকার অনুমতি দেওয়া।
আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করা।
সমস্ত নেটওয়ার্ক ট্রাফিক এনক্রিপ্ট করা।
62. DVD এর চেয়ে বেশি Data store করা যায় কোনটিতে?
CD Rom
Floppy
Blue Ray Disk
Red Ray Disk
63. নিচের কোনটি Spyware-এর উদাহরণ?
Key loggers
Avast
Norton
Kasparasky
64. (2FA)16 এই হেক্সাডেসিমেল সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করুন:
(762)8
(1372)8
(228)8
(1482)8
65. ২ কিলোমিটার মেমোরি address করার জন্য কতটিন address লাইন দরকার?
10
11
12
14
66. www (world wide web) এর জনক কে?
বিল গেটস
স্টিভ জবস
টিম বার্নাস লি
জেফ বেজোস
67. কম্পিউটারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে কোন যন্ত্র?
কী বোর্ড
মাদার বোর্ড
সিপিইউ
মাউস
68. নিচের কোনটি ALU-এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয়?
Register
Flags
ROM
RAM
69. CPM এর পূর্ন অভিব্যক্তি কি?
Common Project Method
Common Path Method
Critical Project Method
Critical Path Method
70. নিচের কোনটি কম্পিউটারের একটি মেমরি ডিভাইস?
র‍্যাম
মনিটর
পাওয়ার সাপ্লাই
প্রসেসর
72. কোনটি আউটপুট ডিভাইস?
মাউস
প্রিন্টার
কি বোর্ড
স্ক্যানার
73. সাধারণত কোন ধরনের মেমোরি ব্যবহৃত হয়?
RAM
হার্ডডিস্ক ড্রাইভ
ফ্লাশ মেমোরি
অপটিকাল ডিস্ক ড্রাইভ
74. DBMS-এর পূর্ণরূপ কী?
Data Backup Management System
Database Management Service
Database Management System
Date of Binary Management System
75. GPU-এর পূর্ণরূপ কী?
Graph Processing Unit
Graphic Processing Unit
Graphics Processing Unit
Geographical Processing Unit
76. মোবাইল ফোনে ব্যবহৃত SIM-এর পূর্ণ অভিব্যক্তি কী?
Subscriber Identity Module
Subscriber Identification Mechanism
Subscriber Identity Method
Subscriber Identification Management
77. COMPUTER এন্টি ভাইরাস কি?
সফটওয়্যার
ম্যালওয়ার
হার্ডওয়্যার
সিস্টেম সফটওয়‍্যার
78. বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
দুইস্তর
তিনস্তর
চারস্তর
পাঁচস্তর
79. IPv4-এর নিচের কোনটি Google DNS Server-a এর IP Address?
8.8.7.6
8.7.8.6
8.8.8.6
8.8.8.8
80. কম্পিউটারে তথ্য সংরক্ষণের ক্ষুদ্রতম একক কি?
বিট
বাইট
কিলোবাইট
মেগাবাইট