Image
গুরুত্বপূর্ণ সীমারেখা ও অঞ্চল MCQ
2. উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি?
17th Parallel (১৭তম অক্ষরেখা)
30th Parallel (৩০তম অক্ষরেখা)
18th Parallel (১৮তম অক্ষরেখা)
38th Parallel (৩৮তম অক্ষরেখা)
3. জার্মাণ আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি?
ডুরাল্ড লাইন
হিন্ডারবার্গ লাইন
ম্যাজিনো লাইন
ম্যাকমোহন লাইন
5. ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির সময় ভারত ও বাংলাদেশের মধ্যে নিরূপিত সীমারেখা-
র‍্যাডক্লিফ লাইন
ম্যাকমোহন রেখা
ডুরাল্ড রেখা
ম্যানারহিম রেখা'
6. 'ম্যাকমোহন লাইন' কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
চীন ও রাশিয়া
পাকিস্তান ও আফগানিস্তান
ভারত ও পাকিস্তান
চীন ও ভারত
7. ভারত ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইন-
ডুরাল্ড লাইন
র‍্যাডক্লিফ লাইন
এলওসি
ম্যাজিনো লাইন
8. ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির সময় ভারত ও পাকিস্তানের মধ্যে নিরূপিত সীমারেখা-
ম্যাকমোহন লাইন
ম্যানারহেইম লাইন
ডুরাল্ড লাইন
র‍্যাডক্লিফ লাইন
9. 'ডুরাল্ড লাইন' কি?
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা
ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমারেখা
উপরের কোনটিই নয়
ভারত ও চীনের মধ্যকার সীমারেখা
10. পাকিস্তান ও আফগানিস্তান-এর মধ্যে যে আন্তর্জাতিক চিহ্নিতকরণ রেখা আছে। সেটির নাম কি?
ডুরাল্ড লাইন
ম্যাকমোহন লাইন
তালেবান লাইন
র‍্যাডক্লিফ লাইন
11. মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা কোনটি?
সনোরা লাইন
ডুরান্ড লাইন
ম্যাকনামারা লাইন
হিন্ডারবার্গ লাইন
12. বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে এমন দুটি দেশের নাম হলো-
ভারত ও ভুটান
ভারত ও মায়ানমার
ভারত ও মালদ্বীপ
ভারত ও নেপাল
13. ভারত ও চীনের সীমান্ত রেখার নাম কি?
ম্যাকমোহন লাইন।
রেডলাইন
ডুরাল্ড লাইন।
র‍্যাডক্লিফ লাইন
14. র‍্যাডক্লিফ লাইন' কোন দু'টি দেশের চিহ্নিত সীমারেখা?
জার্মানি-ফ্রান্স '
উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়া
ভারত-চীন
ভারত-পাকিস্তান
15. 'ডুরাল্ড লাইন' কোন দুটি দেশের সীমান্ত রেখা?
বাংলাদেশ-ভারত
ভারত-চীন
পাকিস্তান-আফগানিস্তান
ভুটান-ভারত
17. North & South Korea are divided by the--
17th Parallel (১৭তম অক্ষরেখা)
30th Parallel (৩০তম অক্ষরেখা)
38th Parallel (৩৮তম অক্ষরেখা)
18th Parallel (১৮তম অক্ষরেখা)
18. 'ম্যাকমোহন লাইন' কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
India-Pakistan
India-China
China-Tibet
India-Bhutan
19. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ‌‌্যাকার সীমারেখা ----
ডুরাল্ড লাইন
ম্যাজিনো রেখা
৩৮তম অক্ষরেখা
ম্যাকমোহন লাইন
20. লাইন অব কন্ট্রোল' কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা?
ইসরাইল ও জর্ডান
দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া
চীন ও তাইওয়ান
ভারত ও পাকিস্তান