Image
জাতিসংঘ MCQ
1. World Intellectual Property Organisation (WIPO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ব্রাসেলস, বেলজিয়াম
লন্ডন, যুক্তরাজ্য
জেনেভা, সুইজারল্যান্ড
প্যারিস, ফ্রান্স
2. WIPO এর পূর্ণাঙ্গ রূপ কী?
ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রপার্টি অর্গানাইজেশন
ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন
ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্লেয়ার অর্গানাইজেশন
ওয়ার্ল্ড ইন্টেলিজেন্স প্রপার্টি অর্গানাইজেশন
3. International Telecommunication Union (ITU) এর সদর দপ্তর কোথায়?
জেনেভা, সুইজারল্যান্ড
রোম, ইতালি
বার্লিন, জার্মানি
ব্যাংকক, থাইল্যান্ড
4. UNESCO পূর্ণরূপ কী?
United Nations Emergency Social and Cultural Organization
United Nations Essential Scientific and Community Organization
United Nations Educational, Scientific and Cultural Organization
United Nations Establishment for Social and Cultural Organization
5. জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা UNODC-র প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
রোম
ভিয়েনা
জেনেভা
পিটসবার্গ
6. 'ভেটো' ক্ষমতার অধিকারী কোন কোন রাষ্ট্র?
জাতিসংঘের সাধারণ পরিষদের সকল সদস্য রাষ্ট্র
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সকল সদস্য রাষ্ট্র
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রসমূহ
জাতিসংঘের মহাসচিব
7. World Health Organization (WHO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত? / বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়—
ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র
জেনেভা, সুইজারল্যান্ড
রোম, ইতালি
প্যারিস, ফ্রান্স
8. জাতিসংঘের ১৯৩তম দেশ কোনটি?
দক্ষিণ সুদান
সার্বিয়া
মন্টিনিগ্রো
ভ্যাটিকান সিটি
9. বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থার মহাপরিচালক কে?
ড্যারেন টাং (সিঙ্গাপুর)
কামিল ইদ্রিস (সুদান)
লি জিমিং (চীন)
ফ্রান্সিস গুরি (অস্ট্রেলিয়া)
10. 'Glimpses of World History' বইটি কে লিখেছেন?
রবীন্দ্রনাথ ঠাকুর
ইন্দিরা গান্ধী
জওহরলাল নেহেরু
কার্ল মার্কস
11. WIPO এর মহাপরিচালক কে?
ড্যারেন টাং (সিঙ্গাপুর)
কামিল ইদ্রিস (সুদান)
লি জিমিং (চীন)
ফ্রান্সিস গুরি (অস্ট্রেলিয়া)
12. কত সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পোলিওমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করে?/ বিশ্ব স্বাস্থ্য সংস্থা পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করে ---
১৯৭৮
১৯৮০
১৯৮৬
১৯৮৮
13. প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়—
১ ডিসেম্বর
১ এপ্রিল
৭ এপ্রিল
৭ ডিসেম্বর
14. বিশ্ব মেধাসম্পদ দিবস পালিত হয়---
২৫ জানুয়ারি
২৬ জানুয়ারি
২৫ এপ্রিল
২৬ এপ্রিল
15. World Meteorological Organization (WMO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত? / বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
জেনেভা, সুইজারল্যান্ড
রোম, ইতালি
16. কত সালে জাতিসংঘ সমুদ্র আইন স্বাক্ষরিত হয়েছিল?
১৯৭৯ সালে
১৯৮২ সালে
১৯৮৩ সালে
কোনোটিই নয়
17. কোনটি জাতিসংঘের অঙ্গসংগঠন নয়?
EU
ILO
UNDP
WFP
18. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
বান কি মুন
কফি আনান
আন্তোনিও গুতেরেস
বুত্রোস ঘালি
19. International Maritime organization (IMO) এর সদর দপ্তর কোথায়--
ভিয়েনা, অস্ট্রিয়া
প্যারিস, ফ্রান্স
মুম্বাই, ভারত
লন্ডন, যুক্তরাজ্য
20. 'WHO' কী নিয়ে কাজ করে? / World Health Organization (WHO) কী নিয়ে কাজ করে?
টেলিযোগাযোগ
নারী ক্ষমতায়ন
স্বাস্থ্য
ব্যবসা