ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর MCQ
241. কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয়-
প্রিন্টার
মাউস
মডেম
প্লটার
242. ডি-মরগ্যান উপপাদ্য অনুযায়ী (A+B+C) ̅ =?
A ̅ . B ̅. C ̅
ABC
A + BC
AB + C
243. Static RAM-এর Packing density Dynamic RAM-এর চেয়ে-
বেশি
সমান
কম
244. Computer-এর প্রধান Memory, Microprocessor- এর ভেতরে থাকে, কথাটি-
সত্য
মিথ্যা
দুটোই হতে পারে
কোনোটিই সত্য নয়
245. Supercomputer, mainframe-এর চেয়ে-
কম শক্তিশালী
বেশি শক্তিশালী
সমান শক্তিসম্পন্ন
কোনোটিই সত্য নয়
246. পুনঃপুন যোগের মাধ্যমে গুণের উপায় উদ্ভাবন করেন-
লাইবনিৎস
প্যাস্কেল
শিকার্ড
এডা
247. দুই ইনপুটবিশিষ্ট অর (OR) গেইট-এর আউটপুট শূন্য হয় যখন - হয়।
উভয় ইনপুটই শূন্য
যে-কোনো একটি ইনপুট শূন্য
উভয় ইনপুট '1'
যে-কোনো একটি ইনপুট '1'
248. কোনটি আলফানিউমেরিক কোড?
হেক্সাডেসিমেল
বিসিডি
অকট্যাল
এসকি
249. কোনটি কম্পিউটার নেটওয়ার্ক নয়?
MAN
LAN
CAN
WAN
250. বাইনারি 10000-কে ২-এর কমপ্লিমেন্ট করলে পাওয়া যায়।
00001
01111
11111
10000
251. ডি-মরগ্যান উপপাদ্য অনুযায়ী (A.B) ̅ =?
A+B
A
A.B
A ̅ + B ̅
252. এক কিলোবাইটে বিটের সংখ্যা-
১০০টি
১০২৪টি
১০০০টি
১০০০ × ৮টি
253. RAM কথাটি হলো-
Red Access Memory
Random Access Memory
Random Access Multiplexer
কোনোটিই সত্য নয়
254. পঞ্চম প্রজন্ম কম্পিউটারের প্রধান বিশেষত্ব-
বৃহৎ সহায়ক স্মৃতি
কৃত্রিম বুদ্ধিমত্তা
প্যারালাল প্রসেসিং
বহনযোগ্যতা
255. কোনটি ইউনিভার্সাল যুক্তি গেইট?
এন্ড গেইট
ন্যান্ড গেইট
নট গেইট
এক্স-অর গেইট
256. Static RAM-এর Packing density Dynamic RAM-এর চেয়ে-
বেশি
সমান
কম
কোনোটিই সত্য নয়
257. তথ্যপ্রযুক্তির জন্য অপরিহার্য-
উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা
উন্নত মুদ্রণযন্ত্র
অনুবাদক প্রোগ্রাম
কোনোটিই নয়
258. বিসিডি কোডে বিটের সংখ্যা-
২টি
৪টি
৮টি
১৬টি
259. Primary memory-এর Speed auxiliary memory- এর চেয়ে-
কম
বেশি
সমান
কোনোটিই সত্য নয়
260. যুক্তি অ্যালজেবরার উদ্ভাবক কে?
জর্জ বুল
প্যাস্কেল
নিউটন
এডা আগাস্টা