ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর MCQ
201. সিকুয়েন্সিয়াল বর্তনীতে ব্যবহৃত স্মৃতি বর্তনী হলো-
RAM
রেজিস্টার
কাউন্টার
ফ্লিপ-ফ্লপ
202. তথ্য স্থানান্তরের সবচেয়ে গতিশীল রেজিস্টার কোনটি?
প্যারালাল-ইন-সিরিয়াল আউট
প্যারালাল-ইন-প্যারালাল আউট
সিরিয়াল-ইন-প্যারালাল আউট
সিরিয়াল-ইন-সিরিয়াল আউট
204. ফ্লিপ-ফ্লপ একটি-
মনোস্টেব বর্তনী
বাইস্টেবল বর্তনী
অ্যাস্টেবল বর্তনী
উপরের কোনোটিই নয়
205. কোনটি Non-volatile স্মৃতি?
EPROM
ROM
RAM
EEPROM
206. কারনু ম্যাপে সর্বোচ্চ চলকের সংখ্যা-
6
4
8
9
207. ফ্লিপ-ফ্লপে একই সময়ে কয়টি বিট সংরক্ষণ করতে পারে?
দুটি
একটি
N-সংখ্যক
চারটি
208. চারটি ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত রিপল কাউন্টারের সম্ভাব্য অবস্থা (State) কয়টি?
4
8
10
16
209. ডিজিটাল পদ্ধতিতে বাইনারি শব্দ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়-
বাইনারি বিট
ডিজিটাল সিগন্যাল
রেজিস্টার
RAM স্মৃতি
210. প্যারিটি জেনারেটরে চেক করা হয়-
একটি বিট
তিনটি বিট
দুটি বিট
চারটি বিট
211. কম ব্যয়বহুল রেজিস্টার কোনটি?
Serial-in serial out
Parallel parallel out
Serial-in parallel out
Serrial-in parallel out
212. পাঁচটি ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত রিং কাউন্টারের স্টেট কয়টি?
5টি
10টি
32টি
অসীম
213. A + A ̅ B-এর মান-
A+B
A ̅ B ̅
A ̅ + AB
A
214. দুটি Bit তুলনা করার জন্য নিম্নের কোন গেইটটি বেশি। উপযোগী?
AND
OR
NAND
EX-OR
215. সাধারণ চুম্বকীয় ক্যাসেটের সাথে তুলনা করা যায় নিম্নের কোনটি?
EPROM
ROM
RAM
FF
216. A(A ̅+ B)-এর মান-
A+ A ̅B
AB
A ̅+ B ̅
A ̅ B ̅
217. সংরক্ষিত শব্দকে ডানে, বামে ও সমান্তরালভাবে সরানোর জন্য ব্যবহৃত হয়-
রেজিস্টার
বাইনারি বিট
অ্যাকুমুলেটর
ROM স্মৃতি
218. যখন ফ্লিপ-ফ্লপ Reset অবস্থায় থাকে তখন এর আউটপুট হবে-
Q =0, Q ̅= 0
Q =1. Q ̅ = 1
Q =0, Q ̅ =1
Q =1, Q ̅ = ০
219. J-K ক্লিপ-ফ্লপ বর্তনীর নির্গমন মুখের অবস্থার পরিবর্তন ঘটে-
যখন J = 0, K = 1 হয়
যখন J = 1, K = 0 হয়
যখন J = 1, K = 1 হয়
যখন J = 0, K = 0 হয়
220. ফ্লিপ-ফ্লপ ব্যবহার হয়-
তথ্যের একটি বিট জমা করার জন্য
তথ্যের দুটি বিট জমা করার জন্য
তথ্যের একটি Nibble জমা করার জন্য
তথ্যের একটি বাইট জমা করার জন্য