ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর MCQ
261. বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের। নাম-
ইউনিভ্যাক
এনিয়াক
পিডিপি
এডস্যাক
262. অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়-
সুপার কম্পিউটার
হাইব্রিড কম্পিউটার
মাইক্রোকম্পিউটার
মিনি কম্পিউটার
263. দুই ইনপুট-বিশিষ্ট X-OR gate-এর output '0' হবে যখন input-সমূহের-
একটি '1' এবং অপরটি '0' হয়
দুটিই '1' হয়
দুটিই '0' হয়
খ অথবা গ
264. কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয়-
মাদারবোর্ড
লজিক ইউনিট
মনিটর
কন্ট্রোল ইউনিট
265. বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার-
আইবিএম-৩৬০ সিরিজ
আইবিএম-১৬২০ সিরিজ
আইবিএম-১৬০০ সিরিজ
আইবিএম-৪৩০০ সিরিজ
266. কোনটির গতি বেশি?
DTL
TTL
ECL
CMOS
267. লগারিদমের প্রবর্তন করেন-
নিউটন
প্রসপার একার্ট
জন মাউসলি
জন নেপিয়ার
268. আধুনিক কম্পিউটারের জনক হিসেবে পরিচিত-
ব্লেইজ প্যাস্কেল
ফন নয়ম্যান
চার্লস ব্যাবেজ
লেডি এডা অগাস্টা
269. ১ বাইটে বিটের সংখ্যা কত?
৮
১৬
১
৩২
270. কোনটি কম্পিউটারের মস্তিষ্কস্বরূপ?
ফ্লপি ডিস্ক
মেমরি
সিপিইউ
মনিটর
271. OSI মডেলে স্তর কয়টি?
৪টি
৫টি
৬টি
৭টি
272. CAT 6 cable ব্যবহৃত হয়ে থাকে-
পাওয়ার সার্কিটে
control সার্কিটে
নেটওয়ার্ক সার্কিটে
টেলিফোন সার্কিটে
273. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়-কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়-
মাউস
স্ক্যানার
বাস
ইনফরমেশন সুপার হাইওয়ে
274. IC উদ্ভাবন করেন-
জে এস কিলবি
রবার্ট হুক
আবাকাস
জন ওয়াটসন
275. ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক বর্তনী হলো একটি অতি-
সাধারণ বর্তনী
সহজ বর্তনী
ছোট এক টুকরা সিলিকনের টুকরার ওপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী
সস্তা দামের বর্তনী
276. কম্পিউটার ভাইরাস হলো-
এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
কম্পিউটারের যন্ত্রাংশে কোথাও শর্টসার্কিট
কম্পিউটারের যন্ত্রাংশের মাঝে জমে থাকা ধুলা
কম্পিউটারের কোনোও যন্ত্রাংশ সার্কিট ঢিলা হওয়া
277. প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়-
ট্রানজিস্টর
আইসি
মাইক্রোপ্রসেসর
বায়ুশূন্য ভাল্ভ
278. 10101 সংখ্যাটির সমতুল্য ডেসিমেল সংখ্যা হলো-
21
54
30
109
279. একটি কম্পিউটার-এর printer port-কে নিম্নলিখিত কোন কাজে ব্যবহার করা যেতে পারে?
Printing-এর কাজে
Data acquisition-এর কাজে
Control-এর কাজে
উপরের সবগুলো
280. একটি microcontroller-এর সঙ্গে মিল রয়েছে এমন নিকটবর্তী বস্তু হলো-
Microprocessor
computer
electronic controller
PLC