272. ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক বর্তনী হলো একটি অতি-
ছোট এক টুকরা সিলিকনের টুকরার ওপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী
ব্যাখ্যা: ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক্স বর্তনী হলো অর্ধপরিবাহী উপাদানের উপরে নির্মিত অনেকগুলো অণুবিক্ষণিক ইলেকট্রনিক উপাদানের অত্যন্ত ক্ষুদ্র সমবায় বা বর্তনী, যাকে অতিক্ষুদ্র ও একটিমাত্র মণ্ডবিশিষ্ট যন্ত্রাংশ হিসেবে তৈরি করা হয়।