Image
ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসর MCQ
221. "লজিক গেইটের আউটপুট HIGH হবে, যদি কমপক্ষে এর একটি ইনপুট LOW হয়”-এই উক্তিটি নিম্নের কোন গেইটের ক্ষেত্রে সত্য?
EX-OR
NAND
NOR
OR
223. তথ্যে বা সংখ্যায় ভুল নির্ণয় করার জন্য কোন কোড ব্যবহৃত হয়?
বাইনারি কোড
BCD কোড
Hamming কোড
Excess-3 কোড
225. নিম্নের কোনটির স্পিড সবচেয়ে বেশি?
ক্যাশ মেমরি
মেইন মেমরি
ভার্চুয়াল মেমরি
চৌম্বক মেমরি
227. "লজিক গেইটের আউটপুট HIGH হবে, যদি কমপক্ষে এর একটি ইনপুট HIGH হয়”-এই উক্তিটি নিম্নের কোন গেইটের ক্ষেত্রে সত্য?
NAND
AND
OR
EX-OR
228. "লজিক গেইটের আউটপুট LOW হবে, যদি কমপক্ষে এর একটি ইনপুট HIGH হয়”-এই উক্তিটি নিম্নের কোন গেইটের ক্ষেত্রে সত্য?
AND
NAND
OR
NOR
232. দুই ইনপুট-বিশিষ্ট NAND gate-এর output '0' হবে যখন input-সমূহের-
একটি 1 এবং অপরটি '০' হয়
দুটিই '0' হয়
দুটিই ' 1 ' হয়
খ অথবা গ
234. একটি AND গেইটের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
সবগুলো ইনপুট LOW হলে আউটপুট HIGH হবে
সবগুলো ইনপুট HIGH হলে আউটপুট HIGH হবে
সবগুলো ইনপুট HIGH হলে আউটপুট LOW হবে
কোনোটিই নয়