MCQ
261. কোনটি কম্পিউটারের মস্তিষ্কস্বরূপ?
ফ্লপি ডিস্ক
মেমরি
সিপিইউ
মনিটর
262. একটি microcontroller-এর সঙ্গে মিল রয়েছে এমন নিকটবর্তী বস্তু হলো-
Microprocessor
computer
electronic controller
PLC
263. ১ বাইটে বিটের সংখ্যা কত?
৮
১৬
১
৩২
264. 10101 সংখ্যাটির সমতুল্য ডেসিমেল সংখ্যা হলো-
21
54
30
109
265. অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয়-
সুপার কম্পিউটার
হাইব্রিড কম্পিউটার
মাইক্রোকম্পিউটার
মিনি কম্পিউটার
266. IC উদ্ভাবন করেন-
জে এস কিলবি
রবার্ট হুক
আবাকাস
জন ওয়াটসন
267. দুই ইনপুট-বিশিষ্ট X-OR gate-এর output '0' হবে যখন input-সমূহের-
একটি '1' এবং অপরটি '0' হয়
দুটিই '1' হয়
দুটিই '0' হয়
খ অথবা গ
268. প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়-
ট্রানজিস্টর
আইসি
মাইক্রোপ্রসেসর
বায়ুশূন্য ভাল্ভ
269. CAT 6 cable ব্যবহৃত হয়ে থাকে-
পাওয়ার সার্কিটে
control সার্কিটে
নেটওয়ার্ক সার্কিটে
টেলিফোন সার্কিটে
270. কম্পিউটার ভাইরাস হলো-
এক ধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
কম্পিউটারের যন্ত্রাংশে কোথাও শর্টসার্কিট
কম্পিউটারের যন্ত্রাংশের মাঝে জমে থাকা ধুলা
কম্পিউটারের কোনোও যন্ত্রাংশ সার্কিট ঢিলা হওয়া
271. একটি কম্পিউটার-এর printer port-কে নিম্নলিখিত কোন কাজে ব্যবহার করা যেতে পারে?
Printing-এর কাজে
Data acquisition-এর কাজে
Control-এর কাজে
উপরের সবগুলো
272. লগারিদমের প্রবর্তন করেন-
নিউটন
প্রসপার একার্ট
জন মাউসলি
জন নেপিয়ার
273. কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলা হয়-
মাদারবোর্ড
লজিক ইউনিট
মনিটর
কন্ট্রোল ইউনিট
274. ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক বর্তনী হলো একটি অতি-
সাধারণ বর্তনী
সহজ বর্তনী
ছোট এক টুকরা সিলিকনের টুকরার ওপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী
সস্তা দামের বর্তনী
275. বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের। নাম-
ইউনিভ্যাক
এনিয়াক
পিডিপি
এডস্যাক
276. আধুনিক কম্পিউটারের জনক হিসেবে পরিচিত-
ব্লেইজ প্যাস্কেল
ফন নয়ম্যান
চার্লস ব্যাবেজ
লেডি এডা অগাস্টা
277. OSI মডেলে স্তর কয়টি?
৪টি
৫টি
৬টি
৭টি
278. কোনটির গতি বেশি?
DTL
TTL
ECL
CMOS
279. নিচের কোনটি operating system নয়?
MS-Word
Windows 98
DOS
LINUX
280. বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার-
আইবিএম-৩৬০ সিরিজ
আইবিএম-১৬২০ সিরিজ
আইবিএম-১৬০০ সিরিজ
আইবিএম-৪৩০০ সিরিজ