Image
MCQ
242. কম্পিউটার এবং ফোন লাইনের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত হয়-
প্রিন্টার
মাউস
মডেম
প্লটার
244. পুনঃপুন যোগের মাধ্যমে গুণের উপায় উদ্ভাবন করেন-
লাইবনিৎস
প্যাস্কেল
শিকার্ড
এডা
245. তথ্যপ্রযুক্তির জন্য অপরিহার্য-
উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা
উন্নত মুদ্রণযন্ত্র
অনুবাদক প্রোগ্রাম
কোনোটিই নয়
247. Computer-এর প্রধান Memory, Microprocessor- এর ভেতরে থাকে, কথাটি-
সত্য
মিথ্যা
দুটোই হতে পারে
কোনোটিই সত্য নয়
251. দুই ইনপুটবিশিষ্ট অর (OR) গেইট-এর আউটপুট শূন্য হয় যখন - হয়।
উভয় ইনপুটই শূন্য
যে-কোনো একটি ইনপুট শূন্য
উভয় ইনপুট '1'
যে-কোনো একটি ইনপুট '1'
252. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়-কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়-
মাউস
স্ক্যানার
বাস
ইনফরমেশন সুপার হাইওয়ে
256. পঞ্চম প্রজন্ম কম্পিউটারের প্রধান বিশেষত্ব-
বৃহৎ সহায়ক স্মৃতি
কৃত্রিম বুদ্ধিমত্তা
প্যারালাল প্রসেসিং
বহনযোগ্যতা
260. Supercomputer, mainframe-এর চেয়ে-
কম শক্তিশালী
বেশি শক্তিশালী
সমান শক্তিসম্পন্ন
কোনোটিই সত্য নয়