থার্মোডায়নামিক্স অ্যান্ড হিট ইঞ্জিনস MCQ
241. যদি Q.SQ/T>0 তাহলে ঐ সাইক্লিক প্রসেসটি হবে-
রিভার্সিবল
ইরিভার্সিবল
অসম্ভব
কোনোটিই নয়
242. কার্নোট (Carnot) চক্রে সর্বোচ্চ দক্ষতা (Efficiency) হয় কীসে?
পেট্রোল ইঞ্জিনে
ডিজেল ইঞ্জিনে
গ্যাস টারাবাইনে
নিভার্সিবল ইঞ্জিনে
243. একটি কার্নট ইঞ্জিনের সিংকের তাপমাত্রা 27°C। এটির দক্ষতা 25% হলে উৎসের তাপমাত্রা কত?
227°C
327°C
127°C
27°C
244. একটি কার্নোট ইঞ্জিন 650K ও 310K কাজ করে। এটার দক্ষতা কত?
50%
52.31%
30%
45%
245. একটি গ্যাসীয় সিস্টেমে 1103 শক্তি প্রয়োগ করা হলো এবং এটির আভ্যন্তরীণ শক্তি 40J পরিমাণ বৃদ্ধি পেল। বাহ্যিক কাজের পরিমাণ-
150J
70J
110J
40J
246. মলিয়ার ডায়াগ্রামের সাহায্যে কী প্রকাশ করা হয়?
এনট্রপি ও এনথালপির সম্পর্ক
সুপ্ততাপের সম্পর্ক
স্টিমের সম্পর্ক
স্টিমে জলীয় বাষ্পের সম্পর্ক
247. ০°C তাপমাত্রায় পানির এনট্রপি কত ধরা হয়?
1
-1
10
248. এনট্রপি কোন ডায়াগ্রাম থেকে পাওয়া যায়?
P-V ডায়াগ্রাম
T-S ডায়াগ্রাম-
P-h ডায়াগ্রাম
T-h ডায়াগ্রাম
249. কার্নোট সাইকেলের দক্ষতা নির্ভর করে কীসের উপর?
তাপমাত্রার সীমা
প্রেসার রেশিও
অ্যয়তন সংকোচন রেশিও
কাট অফ রেশিও
250. গ্যাসে যখন তাপ শোষিত হয় তখন এনট্রপির পরিবর্তন কী হবে?
পজিটিভ
নেগেটিভ
পজিটিভ বা নেগেটিভ
কোনোটিই নয়
251. কার্নোট সাইকেলের দক্ষতা বাড়ে কীভাবে?
সর্বোচ্চ তাপমাত্রা বাড়ালে
সর্বোচ্চ তাপমাত্রা কমালে
সর্বনিম্ন তাপমাত্রা বাড়ালে
সর্বনিম্ন তাপমাত্রা কমালে
252. পদার্থের একক ভরের মোট তাপের পরিমাণকে কী বলে?
এনট্রপি
এনট্রপি
এনথালপি
কোনোটিই নয়
253. গ্যাসের আণবিক গতির সাথে যে শক্তি নিহিত -
গতিশক্তি
অভ্যন্তরীণ শক্তি
এন্ট্রপি
এনথালপি
254. কার্নোট-চক্র নিম্নলিখিত কোন প্রক্রিয়া নিয়ে গঠিত?
দুইটি সমচাপ এবং দুটি রুদ্ধতাপ প্রক্রিয়া
দুইটি সমআয়তন এবং দুটি রুদ্ধতাপ প্রক্রিয়া
দুইটি সমতাপ এবং দুইটি রুদ্ধতাপ প্রক্রিয়া
একটি সমচাপ, একটি সমায়তন এবং দুটি রুদ্ধতাপ প্রক্রিয়া
255. কার্নোট সাইকেলে রুদ্ধ তাপ প্রসারণ (Adiabatic Expansion) কতটি?
১টি
২টি
৩টি
৪টি
256. এনথালপির সমীকরণ কোনটি?
H= E+PV/J
E+H = PV/J
PV/H =EJ
H =E- PV/J
257. ইরিভার্সিবল সাইক্লিক প্রসেসের শর্ত কোনটি?
Q.SQ/T=0
Q.SQ/T<0
Q.SQ/T>0
কোনোটিই নয়
258. নিচের কোনটি এন্ট্রপির সমীকরণ?
P/T
dQ /T
dQ /T
T/ dQ
259. আন্তঃশক্তির যোগফল এবং চাপ ও আয়তনের গুণফল হলো-
সম্পাদিত কাজ
এনট্রপি
এনথালপি
কোনোটিই নয়
260. কোন সাইকেলকে র্যাঙ্কিন সাইকেলের পরিমিত (Modified) সাইকেল বলা হয়?
অটো সাইকেলকে
কার্নোট সাইকেলকে
ডিজেল সাইকেলকে
ভেপার সাইকেলকে