থার্মোডায়নামিক্স অ্যান্ড হিট ইঞ্জিনস MCQ
261. তাপমাত্রা স্থির পলিট্রপিক সূচক (n)-এর ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
n=0
n= ɑ
n=1
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: স্থির তাপমাত্রা বা সমোষ্ণ প্রক্রিয়া: যে প্রক্রিয়ার ফলে গ্যাসের চাপ ও আয়তনের পরিবর্তন হয়, কিন্তু তাপমাত্রা ছিল থাকে, সেই প্রক্রিয়াকে সমোষ্ণ প্রক্রিয়া বলে। আদর্শ গ্যাসেন সমোষ। পরিবর্তনের ক্ষেত্রে চাপ ও আয়তন বয়েলের সূত্র দিতে নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ, PV = ধ্রুবক।
∆T = 0; তাপমাত্রা স্থির (Constant = T)/ (Isothermal)/n= Boyle's Law, Po
P∞1/V
262. আয়তন স্থির পলিট্রপিক সূচক (n)-এর ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
n=0
n=ɑ
n=1
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: স্থির আয়তন বা সমআয়তন প্রক্রিয়াঃ যে প্রক্রিয়ায় কোনো গ্যাসের আয়তন স্থির রেখে এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তিত হয়, তাকে স্থির আয়তন বা সমআয়তন প্রত্রিনয়া বলে। এ প্রক্রিয়া গে- লুসাক বা চাপীয় সূত্র দিয়ে নিয়ন্ত্রিত হয়।
Greek word: Isochoric
ISO-CHORIC; 150 is Same Equal Constant CHORIC is Space Volume
AV-0. আয়তন স্থির (Constant V)
/(Isometric/lsochoric)/a = ɑ
Gay-Lussac's law, P∞ T
263. কোনো বস্তুতে তাপ প্রয়োগ করে এর অবস্থা বা ধর্মের পরিবর্তন ঘটানোকে কী বলে?
থার্মোডাইনামিক্স প্রসেস'
থার্মোডাইনামিক্স সাইকেল
থার্মোডাইনামিক্স সিস্টেম
থার্মোডাইনামিক্স ল।
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: তাপগতিবিদ্যায় প্রক্রিয়া। যে পরিবর্তনের কারণে তাপগতীয়। স্থানাঙ্কের মান পরিবর্তন হয় সে পরিবর্তনকে তাপগতীয় প্রক্রিয়া বলে।
অথবা, যখন কোনো সিস্টেম বা বাবস্থা একটি সাম্যাবস্থা থেকে আর একটি সাম্যাবস্থায় তার অবস্থার পরিবর্তন ঘটায় তখন ব্যবস্থা ক্রমাগত ভাবে যে পথ অতিক্রম করে, তাকে তাপগতীয় প্রক্রিয়া বলে।
তাপ, গতিবিজ্ঞানের চক্র: কোনো কার্য নির্বাহক কস্তু পর পর কতকগুলো প্রতিবার ভিতর দিয়ে গমন করে পুনরায় যদি পূর্বের অবস্থায় ফিরে আসে তবে তাকে একটি চক্র বা আবর্ত বলা হয়।
264. আয়তন স্থির-এর তাপ সরবরাহ সমান-
mR(T2-T1)
mCv (T2-T1)
mCp (T2-T1)
mCp (T2+T1)
265. যে প্রক্রিয়ায় কোনো গ্যাস বা ভেপারের আয়তন স্থির রেখে এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তন হয়, তাকে কী বলে?
স্থির আয়তন বা সমায়তন বা আইসোকোরিক প্রক্রিয়া
স্থির চাপ বা সমচাপ বা আইসোবোরিক প্রক্রিয়া
স্থির তাপমাত্রা বা সমোষ্টি বা আইসোথার্মাল প্রক্রিয়া
কোনোটিই নয়
266. তাপগতি বিজ্ঞানের প্রক্রিয়াসমূহকে অর্থাৎ স্থির আয়তন স্থির চাপ, স্থির তাপমাত্রা, রুদ্ধ 'তাপ ইত্যাদি প্রক্রিয়াগুলোর সম্প্রসারণ ও সংকোচন একটিমাত্র সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়, তাকে কী বলে?
পরিস্রবণ প্রক্রিয়া
আইসোথার্মাল প্রক্রিয়া
প্রত্যবর্তক প্রক্রিয়া
পলিট্রপিক প্রক্রিয়া
267. আইসোথার্মাল প্রক্রিয়াতে কী ঘটে?
অন্তর্নিহীত শক্তি বাড়ে
অন্তর্নিহীত শক্তি কমে
অন্তর্নিহীত শক্তি অপরিবর্তিত থাকে
অন্তর্নিহীত শক্তি প্রথমে বাড়ে পরে কমে
268. যে প্রক্রিয়ার কোনো কার্যনির্বাহক বস্তুকে এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তন করে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় না, তাকে কী বলে?
রিভার্সিবল প্রসেস
ইরিভার্সিবল প্রসেস
প্রবাহমূলক প্রসেস
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ইরিভার্সেল প্রসেসঃ যে প্রক্রিয়ায় কোন কার্যনির্বাহক বস্তুকে এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তন করে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় না তাকে ইরিভার্সেল প্রসেস বলে। অর্থাৎ যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে না একে অপ্রত্যাবর্তক প্রক্রিয়া বলে।
অপ্রত্যাবর্তক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ নোট:
১। কর্মশীল সংস্থা প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে না।
২। এটা একটি দ্রুত প্রক্রিয়া।
৩। এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া।
৪। তাপগতীয় সাম্যাবস্থা বজায় রাখে না।
৫। অবক্ষয়ী ফলাফল দৃষ্ট হয়।
269. স্থির আয়তন, স্থির চাপ, রুদ্ধ তাপসহ সকল সিস্টেমের সম্প্রসারণ ও সংকোচন কোন সমীকরণ দ্বারা একত্রে স্থাপন করা সম্ভব?
পলিট্রপিক প্রক্রিয়া
স্থির তাপমাত্রা প্রক্রিয়া'
রিভারসিবল প্রক্রিয়া
কোনোটিই না
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: পলিট্রপিক (Poly অর্থ অনেক (Many), tropic অর্থ পরিবর্তন (change)] প্রসেসকে সাধারণ আইন সূত্র ও বলা হয়ে থাকে। তাপগতিবিজ্ঞানের প্রক্রিয়াসমূহকে অর্থাৎ স্থির আয়তন, স্থির চাপ, স্থির তাপমাত্রা, রুদ্ধতাপ ইত্যাদি প্রক্রিয়াগুলোর সম্প্রসারণ ও সংকোচন একটি মাত্র সমীকরণ দিয়ে প্রকাশ করা যায় তাকে পলিট্রপিক প্রক্রিয়া বলে।
Mathematically, PV = constant: যেখানে, n = পলিট্রপিক
সূচক (Polytrapic index)
270. কোন প্রক্রিয়ায় এনথালপির পরিবর্তন (∆H) শূন্য হয়?
তাপমাত্রা স্থির
চাপ স্থির
আয়তন স্থির
কোনোটিই নয়
271. রিভার্সিবল সাইক্লিক প্রসেসের শর্ত কোনটি?
Q.SQ/T=0
Q.SQ/T>0
Q.SQ/T>0
কোনোটিই নয়
272. যে প্রক্রিয়ার কোনো কার্যনির্বাহক বস্তুকে এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তন করে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়, তাকে কী বলে?
প্রবাহমূলক প্রক্রিয়া (Flow Process)
রিভার্সিবল প্রসেস
ইরিভার্সিবল প্রসেস
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: রিভার্সেবল প্রসেসঃ যে প্রক্রিয়ায় কোন কার্যনির্বাহকে বস্তুকে 'এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তন করে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় তাকে রিভার্সেবল প্রসেস বলে। যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি স্তরে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয় সেই প্রক্রিয়াকে প্রত্যাবর্তক প্রক্রিয়া বলে।
প্রত্যাবর্তক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ নোট:
১। কর্মশীল সংস্থা প্রাথমিক অবস্থায় ফিরে আসে।
২। এটা অতি ধীর প্রক্রিয়া।
৩। এটি একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া নয়।
৪। সংস্থা ভাপগতীয় সাম্যাবস্থা বজায় রাখে।
৫ । এ প্রক্রিয়ায় অবক্ষয়ী ফলাফল দৃষ্ট হয় না।
273. কৃতকাজ (W) শূন্য হয় কোন প্রক্রিয়ায়?
আয়তন স্থির
চাপ স্থির
তাপমাত্রা স্থির
কোনোটিই নয়।
274. পলিট্রপিক প্রক্রিয়ায় তাপ প্রবাহের সূত্র কোনটি?
Y-n/Y-1×workdone
Y-n/Y-1×P2.V2-P1.V1/(n-1)
Y-n/Y-1×mR(T2-T1)/(n-1)
সবগুলোই
275. কোনটি চাপের একক?
kg-m
N-m²
m/kg
kN/m²
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: প্রমাণ অবস্থায় চাপের একক, am
(ক) চাপের MKS-একক kg/ m²
(খ) চাপের FPS-একক lb/ʄt²
(গ) চাপের SI-একক, Pa N/ m² (MKS-বেস)
(ঘ) চাপের SI-একক, Dyne/c m² (CGS-বেস)
(ঙ) চাপের SI-একক, Poundal / ʄt² (FPS-বেস)
276. সম্প্রসারিত বা সংকুচিত আদর্শ সূত্র PVn = C প্রসেসে যদি পরাবৃত্তীয় হয়, তাহলে n সমান কত?
1
1.4
8
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: ॥ = । তখন PV = ধ্রুবক অর্থাৎ সম্প্রসারণ বা সংকোনটি স্থির তাপমাত্রা বা পরাবৃত্তীয়।
277. অভ্যন্তরীণ শক্তি (∆E) শূন্য হয় কোন প্রক্রিয়ায়?
চাপ স্থির
আয়তন স্থির
তাপমাত্রা স্থির
কোনোটিই নয়
278. চাপ স্থির পলিট্রপিক সূচক (n)-এর ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
n=0
n = a
n=1
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: Greek word: Isobaric
ISO-BORAS: ISO is Same Equal Constant: BORAS is Pressure
Total Pressure on the system is balanced.
AP = 0; চাপ স্থির (Constant = P)/(Isobaric)/a = 0
Charles's law, V∝T
279. কোন প্রক্রিয়ায় কোনো ভাপ প্রবাহ (H) হয় না?
পলিট্রপিক প্রক্রিয়ায়
রুদ্ধ তাগীয় প্রক্রিয়ায়
আয়তন স্থির প্রক্রিয়ায়
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার : যে প্রক্রিয়ার ফলে কোনো গ্যাস বা ভৈপারের চাপ ও আয়তনের পরিবর্তন হয় অর্থাৎ কাজ সম্পাদিত হয় কিন্তু ভিতরে কোনো তাপ প্রবেশ করতে পারে না বা বের হয়ে যেতে পারে না সেই প্রক্রিয়াকে প্রত্যাবর্তক রুদ্ধতাপ
280. এডিয়াবেটিক প্রসেসে PV" = C সমীকরণ। সমান কী হবে?
I
γ
8
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
থার্মোডায়নামিক্স mcq
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
ব্যাখ্যা: যখন ॥ = γতখন সম্প্রসারণ বা সংকোচনটি রুদ্ধতাপ। অর্থাৎ PVγ= ধ্রুবক।