Image
MCQ
201. স্ট্রোক হিসাবে ইঞ্জিনকে কত ভাগে ভাগ করা যায়?
২ ভাগে
৩ ভাগে
৪ ভাগে
৫ ভাগে
202. 'আদর্শ গ্যাসের অন্তর্নিহিত শক্তির পরিবর্তন তাপমাত্রা পরিবর্তনের সমানুপাতিক'- এটি কোন সূত্র?
অ্যাভোগ্রাডোর
বয়েল'স
জুল
চার্লস
204. IC ইঞ্জিনে সিলিন্ডারের ভিতর জ্বালানি দহনের ১৪২ পর যে শক্তি উৎপন্ন হয় সেটি কী?
BHP
IHP
FHP
উপরের কোনোটিই নয়
205. কোনো যন্ত্রের যান্ত্রিক দক্ষতা বলতে বুঝায়।
প্রয়োগকৃত বল ও প্রাপ্ত বলের অনুপাত
প্রাপ্ত বল ও প্রয়োগকৃত বলের অনুপাত
প্রাপ্ত বল ও প্রয়োগকৃত বলের সমষ্টি
প্রাপ্ত বল ও প্রয়োগকৃত বলের গুণফল
206. গ্যাস টারবাইনের কার্যক্রম মূল্যায়নের জন্য নিচের কোন চক্রটি ব্যবহৃত হয়?
কার্নেটি (Carnot)
অটো (Otto)
জুল (Joule)
ডিজেল (Diesel)
207. অন্তর্দহন (IC) ইঞ্জিনের যান্ত্রিক দক্ষতা (Mechanical efficiency) কোনটি?
IHP/BHP
BHP/IHP
BHP/FHP
FHP/BHP
208. হিট ইঞ্জিন যান্ত্রিক শক্তি উৎপাদন করে কোন প্রক্রিয়ায়?
জ্বালানি →তাপ→ কাজ
তাপ →জ্বালানি →কাজ
কাজ →তাপ →জ্বালানি
কোনোটিই নয়
209. স্ট্রিলিং সাইকেলের দক্ষতা কোন সাইকেলের থেকে কম?
কার্নোট সাইকেল
অটো সাইকেল
জ্বল সাইকেল
লেনুরির সাইকেল
210. গ্যাস টারবাইনে নিম্নলিখিত কোন থার্মোডাইনামিক সাইকেল ব্যবহৃত হয়?
অটো সাইকেল
ইরিকশন সাইকেল
ডিজেল সাইকেল
ব্রেটন সাইকেল
211. অটো সাইকেলের তুলনায় ডিজেল সাইকেলের দক্ষতা কী হয়?
সমান
বেশি
কম
কোনোটিই নয়
212. স্ট্রিলিং এবং ইরিকশন সাইকেল উভয়ই কোন প্রসেস?
রিভার্সেবল প্রসেস
ইরিভার্সেবল প্রসেস
এডিয়াবেটিক প্রসেস
কোনোটিই নয়
213. নিচের কোনটি ইরিভার্সিবল সাইকেল?
কার্নোট
স্ট্রিরিলিং
এরিকসন
কোনোটিই নয়
214. "তাপ এবং যান্ত্রিক দক্ষতা পরস্পর পরিবর্তনশীল।"- এ অনুজ্ঞাটি প্রতিপাদন করেন কে?
বয়েল
চার্লস
জুল
গে-লুসাক
215. হিট ইঞ্জিন যান্ত্রিক শক্তি উৎপন্ন করে কীভাবে?
তাপ গ্রহণের মাধ্যমে
তাপ বর্জনের মাধ্যমে
তাপ গ্রহণ ও বর্জনের মধ্যমে
উপরের কোনোটিই নয়
216. এয়ার লক কোন ইঞ্জিনের ফুয়েল সিস্টেমে ঘটে?
পেট্রোল ইঞ্জিনের
ডিজেল ইঞ্জিনের
গ্যাস ইঞ্জিনের
EFI ইঞ্জিনের
217. স্ট্রিলিং সাইকেল গঠিত হয় কীভাবে?
দুইটি স্থির আয়তন এবং দুইটি আইসেন্ট্রপিক প্রসেসে
দুইটি স্থির চাপ এবং দুইটি আইসোথার্মাল প্রসেসে
দুইটি স্থির আয়তন এবং দুইটি আইসোথার্মাল প্রসেসে
কোনোটিই নয়
218. একই ক্ষেত্রে সর্বোচ্চ চাপ এবং তাপমাত্রায়-
ডিজেল সাইকেলের চাইতে অটো সাইকেল বেশি দক্ষ
অটো সাইকেলের চাইতে ডিজেল সাইকেল বেশি দক্ষ
অটো ও ডিজেলের চাইতে ডুয়েল সাইকেল বেশি দক্ষ
অটো ও ডিজেলের চাইতে ডুয়েল সাইকেল কম দক্ষ
219. ডুয়েল কম্বাশন সাইকেলের দক্ষতা নির্ভর করে কীসের উপর?
কাট-অফ রেশিও
কম্প্রেশন রেশিও
কাট-অফ রেশিও এবং কম্প্রেশন রেশিও
কোনোটিই নয়
220. জুল সাইকেলের দক্ষতা কেমন?
কার্নোট সাইকেলের চেয়ে বেশি
কার্নোট সাইকেলের চেয়ে কম
কার্নোট সাইকেলের সমান
কোনোটিই নয়