Image
MCQ
242. কার্নোট-চক্র নিম্নলিখিত কোন প্রক্রিয়া নিয়ে গঠিত?
দুইটি সমচাপ এবং দুটি রুদ্ধতাপ প্রক্রিয়া
দুইটি সমআয়তন এবং দুটি রুদ্ধতাপ প্রক্রিয়া
দুইটি সমতাপ এবং দুইটি রুদ্ধতাপ প্রক্রিয়া
একটি সমচাপ, একটি সমায়তন এবং দুটি রুদ্ধতাপ প্রক্রিয়া
243. যে প্রক্রিয়ার কোনো কার্যনির্বাহক বস্তুকে এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তন করে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায় না, তাকে কী বলে?
রিভার্সিবল প্রসেস
ইরিভার্সিবল প্রসেস
প্রবাহমূলক প্রসেস
কোনোটিই নয়
245. মলিয়ার ডায়াগ্রামের সাহায্যে কী প্রকাশ করা হয়?
এনট্রপি ও এনথালপির সম্পর্ক
সুপ্ততাপের সম্পর্ক
স্টিমের সম্পর্ক
স্টিমে জলীয় বাষ্পের সম্পর্ক
247. পদার্থের একক ভরের মোট তাপের পরিমাণকে কী বলে?
এনট্রপি
এনট্রপি
এনথালপি
কোনোটিই নয়
248. যে প্রক্রিয়ার কোনো কার্যনির্বাহক বস্তুকে এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তন করে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যায়, তাকে কী বলে?
প্রবাহমূলক প্রক্রিয়া (Flow Process)
রিভার্সিবল প্রসেস
ইরিভার্সিবল প্রসেস
কোনোটিই নয়
249. একটি গ্যাসীয় সিস্টেমে 1103 শক্তি প্রয়োগ করা হলো এবং এটির আভ্যন্তরীণ শক্তি 40J পরিমাণ বৃদ্ধি পেল। বাহ্যিক কাজের পরিমাণ-
150J
70J
110J
40J
250. গ্যাসের আণবিক গতির সাথে যে শক্তি নিহিত -
গতিশক্তি
অভ্যন্তরীণ শক্তি
এন্ট্রপি
এনথালপি
251. একটি কার্নট ইঞ্জিনের সিংকের তাপমাত্রা 27°C। এটির দক্ষতা 25% হলে উৎসের তাপমাত্রা কত?
227°C
327°C
127°C
27°C
252. গ্যাসে যখন তাপ শোষিত হয় তখন এনট্রপির পরিবর্তন কী হবে?
পজিটিভ
নেগেটিভ
পজিটিভ বা নেগেটিভ
কোনোটিই নয়
253. যদি Q.SQ/T>0 তাহলে ঐ সাইক্লিক প্রসেসটি হবে-
রিভার্সিবল
ইরিভার্সিবল
অসম্ভব
কোনোটিই নয়
254. সম্প্রসারিত বা সংকুচিত আদর্শ সূত্র PVn = C প্রসেসে যদি পরাবৃত্তীয় হয়, তাহলে n সমান কত?
1
1.4
8
257. আন্তঃশক্তির যোগফল এবং চাপ ও আয়তনের গুণফল হলো-
সম্পাদিত কাজ
এনট্রপি
এনথালপি
কোনোটিই নয়
259. এনট্রপি কোন ডায়াগ্রাম থেকে পাওয়া যায়?
P-V ডায়াগ্রাম
T-S ডায়াগ্রাম-
P-h ডায়াগ্রাম
T-h ডায়াগ্রাম