MCQ
261. তাপমাত্রা স্থির পলিট্রপিক সূচক (n)-এর ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
n=0
n= ɑ
n=1
কোনোটিই নয়
262. "স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ ওই গ্যাসের পরম বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক" এটি কার সূত্র?
বয়েলের সূত্র
চার্লসের সূত্র
গে-লুসাকের সূত্র
জুলের সূত্র
263. কৃতকাজ (W) শূন্য হয় কোন প্রক্রিয়ায়?
আয়তন স্থির
চাপ স্থির
তাপমাত্রা স্থির
কোনোটিই নয়।
264. গে-লুসাক-এর মত অনুযায়ী স্থির চাপে সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কেমন?
কম
বেশি
সমান
কোনোটিই না
265. স্থির আয়তন, স্থির চাপ, রুদ্ধ তাপসহ সকল সিস্টেমের সম্প্রসারণ ও সংকোচন কোন সমীকরণ দ্বারা একত্রে স্থাপন করা সম্ভব?
পলিট্রপিক প্রক্রিয়া
স্থির তাপমাত্রা প্রক্রিয়া'
রিভারসিবল প্রক্রিয়া
কোনোটিই না
266. কোন প্রক্রিয়ায় কোনো ভাপ প্রবাহ (H) হয় না?
পলিট্রপিক প্রক্রিয়ায়
রুদ্ধ তাগীয় প্রক্রিয়ায়
আয়তন স্থির প্রক্রিয়ায়
কোনোটিই নয়
267. বয়েল ও চার্লস-এর সূত্র সংযুক্তভাবে প্রকাশ করা যায় কোনটি দ্বারা?
P1 P1/ T1 = P2V2/T2
PV=CT
PV = mT
PV=nT
268. আইসোথার্মাল প্রক্রিয়াতে কী ঘটে?
অন্তর্নিহীত শক্তি বাড়ে
অন্তর্নিহীত শক্তি কমে
অন্তর্নিহীত শক্তি অপরিবর্তিত থাকে
অন্তর্নিহীত শক্তি প্রথমে বাড়ে পরে কমে
269. চাপ স্থির পলিট্রপিক সূচক (n)-এর ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
n=0
n = a
n=1
কোনোটিই নয়
270. আয়তন স্থির-এর তাপ সরবরাহ সমান-
mR(T2-T1)
mCv (T2-T1)
mCp (T2-T1)
mCp (T2+T1)
271. অভ্যন্তরীণ শক্তি (∆E) শূন্য হয় কোন প্রক্রিয়ায়?
চাপ স্থির
আয়তন স্থির
তাপমাত্রা স্থির
কোনোটিই নয়
272. যে প্রক্রিয়ায় কোনো গ্যাস বা ভেপারের আয়তন স্থির রেখে এক অবস্থা হতে অন্য অবস্থায় পরিবর্তন হয়, তাকে কী বলে?
স্থির আয়তন বা সমায়তন বা আইসোকোরিক প্রক্রিয়া
স্থির চাপ বা সমচাপ বা আইসোবোরিক প্রক্রিয়া
স্থির তাপমাত্রা বা সমোষ্টি বা আইসোথার্মাল প্রক্রিয়া
কোনোটিই নয়
273. এডিয়াবেটিক প্রসেসে PV" = C সমীকরণ। সমান কী হবে?
I
γ
8
274. কোনটি চাপের একক?
kg-m
N-m²
m/kg
kN/m²
275. আয়তন স্থির পলিট্রপিক সূচক (n)-এর ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক?
n=0
n=ɑ
n=1
কোনোটিই নয়
276. তাপগতি বিজ্ঞানের প্রক্রিয়াসমূহকে অর্থাৎ স্থির আয়তন স্থির চাপ, স্থির তাপমাত্রা, রুদ্ধ 'তাপ ইত্যাদি প্রক্রিয়াগুলোর সম্প্রসারণ ও সংকোচন একটিমাত্র সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়, তাকে কী বলে?
পরিস্রবণ প্রক্রিয়া
আইসোথার্মাল প্রক্রিয়া
প্রত্যবর্তক প্রক্রিয়া
পলিট্রপিক প্রক্রিয়া
277. কোনো বস্তুতে তাপ প্রয়োগ করে এর অবস্থা বা ধর্মের পরিবর্তন ঘটানোকে কী বলে?
থার্মোডাইনামিক্স প্রসেস'
থার্মোডাইনামিক্স সাইকেল
থার্মোডাইনামিক্স সিস্টেম
থার্মোডাইনামিক্স ল।
278. পরম শূন্য তাপমাত্রা হতে যে তাপ পরিমাপ করা হয়, তাকে কী বলে?
সর্বোচ্চ তাপমাত্রা
পরম তাপমাত্রা
সর্বনিম্ন তাপমাত্রা
সবগুলো
279. কোন প্রক্রিয়ায় এনথালপির পরিবর্তন (∆H) শূন্য হয়?
তাপমাত্রা স্থির
চাপ স্থির
আয়তন স্থির
কোনোটিই নয়
280. পলিট্রপিক প্রক্রিয়ায় তাপ প্রবাহের সূত্র কোনটি?
Y-n/Y-1×workdone
Y-n/Y-1×P2.V2-P1.V1/(n-1)
Y-n/Y-1×mR(T2-T1)/(n-1)
সবগুলোই