Image
MCQ
301. SI এককে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট-এর মান কত?
8.314 J/kg molek
83.14 J/kg molek
831.4 J/kg molek
8314 J/kg molek
302. তাপগতিবিদ্যার প্রথম সূত্র (1st law of thermodynamics) হচ্ছে-
শক্তির নিত্যতার সূত্র
ভরের নিত্যতার সূত্র
ভরবেগের নিত্যতার সূত্র
তাপের নিত্যতার সূত্র
304. ক্লোজড (Closed) সিস্টেমে -
শক্তি ও ভর এটির সীমান্ত অতিক্রম করতে পারে
শুধুমাত্র ভর এটির সীমান্ত অতিক্রম করতে পারে
শুধুমাত্র শক্তি এটির সীমান্ত অতিক্রম করতে পারে
শক্তি ও ভর কোনোটিই সীমান্ত অতিক্রম করতে পারে না
306. স্থির চাপে আঃতাপ (Cp) এবং স্থির আয়তনে আঃতাপ (C.) এর অনুপাতের মান কী হবে?
এক এর সমান
এক এর কম
এক এর বেশি
কোনোটিই নয়
307. গতির প্রথম সূত্র থেকে আমরা কী পাই?
ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান
কোনো বস্তুর ভর এবং ত্বরণের গুণফল এটির উপর প্রযুক্ত লব্ধি বলের সমান
বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুর অবস্থার কোনো পরিবর্তন হয় না
স্থিতিস্থাপক বস্তু তার Deformation-এর মাধ্যমে energy absorb করতে পারে
309. কোনো নির্দিষ্ট এলাকা বা জায়গা যেখানে থার্মোডাইনামিক প্রক্রিয়া সংঘটিত হয় থাকে, তাকে কী বলে?
থার্মোডাইনামিক সিস্টেম
থার্মোডাইনামিক সাইকেল
থার্মোডাইনামিক প্রসেস
থার্মোডাইনামিক ল
313. থার্মোডাইনামিক Extensive প্রোপার্টি কোনটি?
চাপ (Pressure)
আয়তন (Volume)
তাপমাত্রা (Temperature)
ঘনত্ব (Density)
314. থার্মোডাইনামিক ইন্টেনসিভ (Intensive) প্রোপার্টি কোনটি?
মোট আয়তন
মোট অন্তঃস্থ শক্তি
মোট এনট্রপি
চাপ
316. স্থির চাপে এবং স্থির আয়তনে কোনো গ্যাসের আপেক্ষিক তাপের অনুপাত-
সর্বদাই স্থির থাকে
সর্বদাই চাপ বৃদ্ধির সমানুপাতিক
সর্বদাই তাপমাত্রার সমানুপাতিক
উপরের কোনোটিই সঠিক নয়
317. স্বাভাবিক তাপমাত্রা ও চাপে 2kg বায়ুর আয়তন 1.56m² হলে গ্যাস ধ্রুবক R-এর মান কত?
0.39 kJ/kgK
0.289 kJ/kgK
0.45 kJ/kgK
0.22 kJ/kgK
318. কোন সিস্টেমে বাইরে থেকে কোনো তাপ প্রবেশও করে না এবং বেরও হয় না?
ক্লোজড সিস্টেম
আইসোলেটেড সিস্টেম
ওপেন সিস্টেম
কোনোটিই নয়
319. যে সিস্টেমে তাপ, কাজ ও ভর ইত্যাদি সীমানা অতিক্রম করতে পারে, তাকে কী বলে?
ওপেন সিস্টেম
ক্লোজড সিস্টেম
আইসোলেটেড সিস্টেম
কোনোটিই নয়
320. গ্যাস ধ্রুবক-
আপেক্ষিক তাপদ্বয়ের যোগফলের সমান
আপেক্ষিক তাপদ্বয়ের বিয়োগফলের সমান
আপেক্ষিক তাপদ্বয়ের ভাগফলের সমান।
আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাতের সমান