Image
Questions
221. বাক্যে সমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক। ১০
শেষে
অব্যয় পদের পরে
কর্মের আগে
প্রথমে
222. 'এ বয়সে তবু নতুন কিছু তো করো'- এখানে 'তবু' হচ্ছে- দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অফিস সহায়ক। ১৯
বিশেষ্য
অব্যয়
সর্বনাম
বিশেষণ
223. কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ? সরকারি মাধ্যমিক শিক্ষক। ০৬
আমি চোখে দেখি না
আমি রাতে ভাত খাব না
ছেলেটা কথা শোনে
আকাশে চাঁদ দেখি না
224. 'এতক্ষণ গাছের ছায়ায় বসা মানুষটি কোথায় গেল?' বাক্যের 'এতক্ষণ গাছের ছায়ায় বসা' অংশটি-জনতা ব্যাংক লি.আসিস্টান্ট এক্সিকিউটিভ অফিসার: ১৫
সর্বনাম স্থানীয়
ক্রিয়া স্থানীয়
বিশেষ্য স্থানীয়
বিশেষণ স্থানীয়
225. তিনি বিদ্বান, অথচ সৎ ব্যক্তি নন। বাক্যে 'অথচ' কি অর্থে ব্যবহৃত হয়েছে? সোনালী ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার। ১৮
সংযোজক
সংকোচক
অনন্বয়ী
বিয়োজক
226. 'শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে' বাক্যটিতে কোন অর্থ প্রকাশ পেয়েছে? সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৯
নিরন্তরতা অর্থ
অনুমোদন
কার্য সমাপ্তি অর্থ
অভ্যস্ততা অর্থ
227. . 'তুমি তো ভারি সুন্দর ছবি আঁকা'- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? ৪৫তম ও ৩৯তম বিসিএস
অনুকার অব্যয়
পদান্বয়ী অব্যয়
অনুসর্গ অব্যয়
অনন্বয়ী অব্যয়
228. 'সূর্য উঠলে আঁধার দূরীভূত হয়'- 'উঠলে' কোন ক্রিয়াপদ? মাউশি'র হিসাব সহকারী। ২৩/ প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯
সমাপিকা
প্রযোজ্য
অসমাপিকা
প্রযোজক
229. কোন বাক্যে সমধাতুজ কর্ম আছে? জেলা দুর্নীতি দমন অফিসার। ১৪
সে চট্টগ্রাম গিয়েছে
সে পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম হয়েছে
সে খুব আরামে ঘুম ঘুমিয়েছে
সে বিজ্ঞানের একটি সমস্যা নিয়ে ভাবছে
230. সংযোগজ্ঞাপক সর্বনাম কোনটি? প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ। ১৮
স্বয়ং
কিছু
তাবৎ
যে
231. 'ছেলেটি এমন আঁকাই এঁকেছে।' বাক্যে যে ধরনের কর্মপদ ব্যবহৃত হয়েছে- সোনালী ব্যাংক লি. সিনিয়র অফিসার: ১৮
মুখ্যকর্ম
প্রযোজক কর্ম
ধাতুর্থক কর্ম
গৌণকর্ম
232. 'আমি', 'আমরা' এগুলো কোন সর্বনাম পদ? প্রাথমিক সহকারী সহকারী শিক্ষক। ১৯
অস্তিবাচক
সাকুল্যবাচক
ব্যক্তিবাচক
ব্যতিহারিক
233. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না? জীবন বীমা কর্পোরেশনের উচ্চমান সহকারী: ২১/ বাংলাদেশ ব্যাংক অফিসার: ০১/
বচনভেদে
বর্ণনাভেদে
প্রয়োগভেদে
অর্থভেদে
234. কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে? (১৫তম বিসিএস)
সে বই পড়ছে
সে ঘুমিয়ে আছে
সে গভীর চিন্তায় মগ্ন।
সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না
235. 'মা খোকাকে চাঁদ দেখাচ্ছে'-এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া? (প্রাথমিক সহকারী শিক্ষক: ১৯
অসমাপিকা
প্রযোজক
সমাপিকা
দ্বিকর্মক
236. 'ছেলে তো নয় যেন ননীর পুতুল' এখানে 'যেন'- নিরাপদ খাদ্য অধিদপ্তর। ১৯/ সোনালী ব্যাংক লিমিটেড অফিসার। ১৮
অব্যয়
সর্বনাম
বিশেষ্য
বিশেষণ
237. 'এখন গোল্লায় যাও'- এটি কোন ক্রিয়ার উদাহরণ? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট: ২২/ সমন্বিত চার ব্যাংকের অফিসার। ১৯
মিশ্র ক্রিয়া
নামধাতুর ক্রিয়া
যৌগিক ক্রিয়া
ণিজন্ত ক্রিয়া
238. 'বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি'- এ বাক্যে 'গিয়ে' কোন ক্রিয়া? (বেসামরিক বিমান চলাচলের সিনিয়র অফিসার: ২১
সমাপিকা
প্রযোজক
দ্বিকর্মক
অসমাপিকা
239. 'সাইরেন বেজে উঠলো' বাক্যটিতে 'বেজে উঠলো' কী ধরনের ক্রিয়াপদ?/পল্লী সঞ্চয় ব্যাংকের ক্যাশ সহকারী। ১৮
মিশ্র
সমধাতুজ
যৌগিক
প্রযোজক
240. 'বেশ এক ঘুম ঘুমিয়েছি'- এ বাক্যের নিম্নরেখ শব্দটি কোন পদ? (সিজিডিএফ এর অডিটর। ১৯
প্রযোজক ক্রিয়া
সমধাতুজ কর্ম
অনুক্ত কর্ম
যৌগিক ক্রিয়া