Image
MCQ
241. কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? ১৩তম বিসিএস
আমি ভাত খাচ্ছি
আমি ভাত খেয়ে স্কুলে যাব
আমি দুপুরে ভাত খাই
তাড়াতাড়ি ভাত খেয়ে উঠ
242. 'মা শিশুটিকে খাওয়াচ্ছেন' বাক্যটিতে 'খাওয়াচ্ছেন' কোন ক্রিয়াপদের উদাহরণ? (পিএরি'র সহকারী পরিচালক: ১৬
ণিজন্ত
যৌগিক
দ্বিকর্মক
ধ্বন্যাত্মক
243. 'যত্ন করলে রত্ন মিলে' এখানে 'করলে' কোন ক্রিয়ার উদাহরণ? (প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (দানিয়ুব)। ১৩
অনুক্ত
অসমাপিকা
দ্বিকর্মক
সমাপিকা
244. 'শুধু শুধু তিনি রেগে ওঠেন।' বাক্যটিতে কোন ভাব প্রকাশ করা হয়েছে? বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার। ১১।
ক্রমশ
ব্যাপ্তি
অভ্যাস
আকস্মিকতা
245. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার নেই? (সঞ্চয় পরিদপ্তরের সহকারী পরিচালক: ০৭
তাকে বলতে দাও
তুমি বল, আমি শুনি
আমরা বাঁচতে চাই
সে দেখতে লাগলো
246. কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ নেই? সংস্থাপন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ০৭/
এখন যেতে পার
মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে
শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে
মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
247. উৎপত্তির দিক থেকে ক্রিয়াপদ কোন দুভাগে বিভক্ত? পরর মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা। ০১
অকর্মক ও সকর্মক
মৌলিক ও কৃদন্ত
ধাতু ও তদ্ধিত
প্রত্যয়হীন ও প্রত্যয়ান্ত
248. 'আকাশ শুধু নীল আর নীল' এই বাক্যে 'আর' হচ্ছে- প্রবাসী কল্যাণ ব্যাংক লি. সিনিয়র অফিসার। ১৪)
ঘন
ক্রিয়া
অব্যয়
অনেক
249. 'তুই কি কাজ করবি, না মার খাবি? এই বাক্যে 'কি' অব্যয়ের ব্যবহার হয়েছে- পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্টনে প্রশাসনিক কর্মকর্তা ০১
প্রশ্ন জিজ্ঞাসা
ক্রোধ প্রকাশে
শাসন করায়
বিরক্তি প্রকাশে
250. অসমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যে কয় প্রকার কর্তা দেখা যায়? মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে গবেষণা কর্মকর্তা। ৯৮
এক প্রকার
চার প্রকার
দুপ্রকার
তিন প্রকার
251. 'ছেলেটি গোল্লায় গেছে' এই বাক্যে ক্রিয়াপদটি কোন ধরনের? সমন্বিত ৯ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার। ২৩/ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক। ৯৯
যৌগিক ক্রিয়া
মিশ্র ক্রিয়া
দ্বিকর্মক ক্রিয়া
প্রযোজক ক্রিয়া
252. কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত? (শ্রম ও কর্মসংস্থাপন মন্ত্রণালয়ে উপ-সহকারী পরিচালক (শ্রম): ০১
মাথা ঝিম ঝিম করছে
তোমার পরিশ্রমের ফল ফলেছে
সাইরেন বেজে উঠলো
মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে
253. 'মা শিশুকে খাওয়াচ্ছেন।' এখানে 'শিশু' কে? সহকারি উপজেলা / থানা শিক্ষা অফিসার। ১২)
মুখ্য কর্ম
প্রযোজ্য কর্তা
প্রযোজক ক্রিয়া
প্রযোজক কর্তা
254. 'আ মরি বাংলা ভাষা' এ চরণে 'আ' দ্বারা কী প্রকাশ পেয়েছে? (বিআরডিবি'র উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা। ২২
আশাবাদ
আনুগত্য
আবেগ
আনন্দ
255. 'হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখতো সে।' বাক্যটিতে 'দিয়ে' হলো: জনতা ব্যাংক লি. এক্সিকিউটিভ অফিসার। ১৫
অব্যয়
উপসর্গ
অনুসর্গ
প্রত্যয়
256. 'যত গর্জে তত বর্ষে না'- বাক্যটিতে 'যত তত' অব্যয়ের ব্যবহার কোন অর্থে? (জনতা ব্যাংক লি. সিনিয়র (আইটি)। ১৬
পরিণাম
নিশ্চিত
বৈপরীত্য
তুলনা
257. বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোনপদ ছাড়া বাক্য গঠন করা যায় না/ বাক্যের অপরিহার্য পদ কোনটি? উপজেলা পরী উন্নয়ন কর্মকার্তী। ১৩/সহকারী উপজেলাখানা শিক্ষা অফিসার ০৯/
নামপদ
ক্রিয়াপদ
কর্মপদ
কর্তৃপদ
258. ক্রিয়াপদ----২১তম বিসিএস
সবসময়ে বাক্যে থাকবে
শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়
আসলে বিশেষণ থেকে অভিন্ন
কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
259. 'কে জানে দেশে সুদিন আবার আসবে কিনা।' এ বাক্যটি কী প্রকাশ করে? বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক: ০৬
হতাশা
অনিশ্চয়তা
সন্দেহ
সম্ভাবনা
260. 'বাবা বাড়ি নেই। এ বাক্যে 'নেই' কোন পদ? সহকারী থানা শিক্ষা অফিসার। ০
বিশেষ্য
ক্রিয়া
বিশেষণ
সর্বনাম