Image
MCQ
161. চের কোনটি গুণবাচক বিশেষ্য?
বহর
মধুরতা
সাহসী
দর্শন
162. কোনটি গুণবাচক বিশেষ্য?
কিশোর
তারুণ্য
রোগা
পাথুরে
163. বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে কি বলে?
কারক
বর্ণ
পদ
ধ্বনি
164. নিচের কোনটি ভাববাচক বিশেষ্য?
মাটি
সৌরভ
হিমালয়
দর্শন
165. 'নিশীথ রাতে বাজে বাঁশি' বাক্যে 'নিশীথ' কোন পদ?
বিশেষণের বিশেষণ
বিশেষ্যের বিশেষণ
বিশেষ্য
বিশেষণ
166. চাউল, চিনি, কাঠ- এগুলো কি বাচক বিশেষ্য?
বস্তুবাচক
সমষ্টিবাচক
ব্যক্তিবাচক
জাতিবাচক
167. কোনটি ভাববাচক বিশেষ্য নয়?
চলন্ত
সৌন্দর্য
দর্শন
করবে
168. বিশেষ্য পদ নয় কোনটি?
হিমালয়
স্বয়ং
গীতাঞ্জলি
পর্বত
169. শব্দে বিভক্তি যুক্ত হলে তাকে কি বলে?
বাক্য
লিঙ্গ
পদ
বচন
170. 'পদ' কত প্রকার / বাংলা ব্যাকরণ অনুযারী পদ কত প্রকার?
171. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-
সমাজ
পানি
মিছিল
নদী
172. নিচের বাক্যে 'সুন্দর' শব্দটি কোন পদ? 'সুন্দরের একটি নিজস্ব আকর্ষণ শক্তি আছে।'-
বিশেষণ
ক্রিয়া বিশেষণ
বিশেষ্য
সর্বনাম
173. শয়ন (শোয়ার কাজ), গমন (যাওয়ার কাজ) কি বাচক বিশেষ্য?
গুণবাচক
ভাববাচক
দ্রব্যবাচক
সংখ্যাবাচক
174. যে পদ সর্বনাম ও বিশেষ্য পদকে বিশেষিত করে তাকে কি বলে?
নাম বিশেষণ
বিশেষ্য পদ
ভাব বিশেষণ
বিশেষণ
175. যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে বলা হয়-
ক্রিয়াবাচক বিশেষ্য
ক্রিয়া বিশেষ্যজাত
ক্রিয়া বিশেষণ
ক্রিয়াবিভক্তি
176. কোনটি গুণবাচক বিশেষ্য?
দর্শন
সৌন্দর্য
লবণ
ভোজন
177. 'দুঃখ' কোন প্রকার বিশেষ্য পদ?
সংজ্ঞাবাচক
ভাববাচক
গুণবাচক
জাতিবাচক
178. 'এ যে আমাদের চেনা লোক' বাক্যে 'চেনা' কোন পদ?
বিশেষ্য
ক্রিয়া
অব্যয়
বিশেষণ
179. নিম্নোক্ত শব্দগুচ্ছের মধ্যে কোনটি বিশেষ্য?
বিস্ময়
মধুর
ভগ্ন
রেশমী
180. . 'তিনটি বছর' এখানে 'তিনটি' কোন পদ?
বিশেষণ
অব্যয়
বিশেষ্য
ক্রিয়া