Image
MCQ
81. 'না' কোন জাতীয় শব্দ?
অব্যয়
ক্রিয়া
সর্বনাম
মহাকাব্য
82. 'হু হু করে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে।' বাক্যটিতে 'হুহু' কোন অর্থে প্রযুক্ত?
দ্বিরুক্তি
বিশিষ্টার্থক
ধ্বন্যাত্মক
রূপকার্থক
83. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর' এখানে 'টাপুর টুপুর' কোন পদ?
বিশেষ্য
ক্রিয়া
অব্যয়
সর্বনাম
84. বিশেষ্য থেকে বিশেষণ পদে পরিবর্তিত কোন শব্দজোড় শুদ্ধ নয়?
সৌন্দর্য-সুন্দর
সংবাদ-সাংবাদিক
আকুলতা-আকুতি
পরমাণু-পারমাণবিক
85. 'এক' এর বিশেষ্যরূপ কোনটি?
একাধিক
একতা
বহু
একক
86. 'প্রস্তুত' কোন পদ?
বিশেষ্য
সর্বনাম
বিশেষণ
অব্যয়
87. 'অভিধান' শব্দটির বিশেষণ পদ কোনটি?
আভিধানিক
অভিধান
অভিধানি
অভিধানিক
88. 'সুকুমার' শব্দের বিশেষ্য রূপ কোনটি?
সৌকুমার্য
সোকৌমার্য
সুকুমার্য
সৌকুমার্য
89. 'পলাশ দেখতে সুন্দর বটে কিন্তু গন্ধহীন' এখানে 'কিন্তু' কোন ধরনের অব্যয়?
সংযোজক
সংকোচক
বিয়োজক
পদান্বয়ী
90. 'শ্যামল' পদের বিশেষ্য কোনটি?
শ্যামালিকা
শ্যামালিমা
শ্যাম
শ্যামলী
91. দ্বারা, দিয়া, হইতে, থেকে, এগুলিকে বলে-
অব্যয়
অনুসর্গ অব্যয়
উপসর্গ
অনন্বয়ী অব্যয়
92. সভয়ে লোকটি বলল, বাষ আসছে। এখানে 'সভরে' পদটি কোন বিশেষণের উদাহরণ?
বিশেষ্যের বিশেষণ
বিশেষণের বিশেষণ
ক্রিয়া বিশেষণ
নাম বিশেষণ
93. 'নীল আকাশ' কি বাচক নাম বিশেষণ?
রূপবাচক
ভাববাচক
গুণবাচক
অবস্থাবাচক
94. 'লোকটি দরিদ্র কিন্তু সৎ' এই বাক্যে 'কিন্তু' হলো-
বিয়োজক অব্যয়
সংকোচক অব্যয়
সংযোজক অব্যয়
বিস্ময়াদিসূচক অব্যয়
95. 'অলস' এর বিশেষ্য পদ কোনটি?
অলসতা
আলসে
আলস্য
আলসেমী
96. 'কড়কড়' কোন অব্যয়?
অনুকার
সমুচ্চয়ী
অনুসর্গ
অনন্বয়ী
97. .'এবং' কোন পদ?
সর্বনাম
বিশেষ্য
বিশেষণ
অব্যয়
98. 'তুমি না বলেছিলে আগামীকাল আসবে?' এখানে 'না' এর ব্যবহার কি অর্থে?
না-বাচক
প্রশ্নবোধক
হ্যাঁ-বাচক
বিস্ময়সূচক
99. ছেলেটি দ্রুত দৌড়ায়। 'দ্রুত' কোন পদের উদাহরণ?
বিশেষণ
ক্রিয়া বিশেষণ
ক্রিয়া
বিশেষ্য
100. 'মরি মরি। কি সুন্দর প্রভাতের রূপ' বাক্যে 'মরি মরি' কোন শ্রেণির অব্যয়?
সমন্বয়ী
পদান্বয়ী
অনন্বয়ী
অনুকার