Image
Questions
61. কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
আমি ভাত খাচ্ছি
আমি ভাত খেয়ে স্কুলে যাব
আমি দুপুরে ভাত খাই
তাড়াতাড়ি ভাত খেয়ে উঠ
62. কোন বাক্যটি প্রযোজক ক্রিয়া দ্বারা গঠিত?
মাথা ঝিম ঝিম করছে
তোমার পরিশ্রমের ফল ফলেছে
সাইরেন বেজে উঠলো
মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে
63. কোন বাক্যে যৌগিক ক্রিয়ার উদাহরণ নেই?
এখন যেতে পার
শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে
মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছে
64. 'তাকেও আসতে বলেছি।' এই বাক্যের 'ও' অব্যয় পদটি কি অর্থে ব্যবহৃত হয়?
নির্দেশ অর্থে
স্বীকৃতি জ্ঞাপনে
বিকল্প প্রকাশে
অনুরোধে
65. 'যত গর্জে তত বর্ষে না' বাক্যটিতে 'যত তত' অব্যয়ের ব্যবহার কোন অর্থে?
পরিণাম
তুলনা
বৈপরীত্য
নিশ্চিত
66. বাক্যে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার নেই?
তাকে বলতে দাও
তুমি বল, আমি শুনি
আমরা বাঁচতে চাই
সে দেখতে লাগলো
67. 'তুই কি কাজ করবি, না মার খাবি? এই বাক্যে 'কি' অব্যয়ের ব্যবহার হয়েছে-
প্রশ্ন জিজ্ঞাসা
বিরক্তি প্রকাশে
শাসন করায়
ক্রোধ প্রকাশে
68. উৎপত্তির দিক থেকে ক্রিয়াপদ কোন দুভাগে বিভক্ত?
অকর্মক ও সকর্মক
ধাতু ও তদ্ধিত
প্রত্যয়হীন ও প্রত্যয়ান্ত
মৌলিক ও কৃদন্ত
69. 'আকাশ শুধু নীল আর নীল' এই বাক্যে 'আর' হচ্ছে-
ঘন
অনেক
অব্যয়
ক্রিয়া
70. 'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ'।
ভয়
বিরক্তি
রাগ
বিপদ
71. 'তুমি না সেদিন আবৃত্তি করেছিলে?' এখানে 'না' কোন অর্থে ব্যবহৃত?
সন্দেহ
অনুমান
বিস্ময়
নিশ্চয়তা
72. ক্রিয়াপদ-
আসলে বিশেষণ থেকে অভিন্ন
কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
সবসময়ে বাক্যে থাকবে
শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়।
73. 'কী আপদ লোকটা যে পিছু ছাড়ে না।' বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?
বিরক্তি
যন্ত্রণা
ঘৃণা
কষ্ট
74. বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে কোনপদ ছাড়া বাক্য গঠন করা যায় না/ বাক্যের অপরিহার্য পদ কোনটি?
নামপদ
কর্তৃপদ
কর্মপদ
ক্রিয়াপদ
75. 'বাবা বাড়ি নেই। এ বাক্যে 'নেই' কোন পদ?
বিশেষ্য
সর্বনাম
বিশেষণ
ক্রিয়া
76. 'হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখতো সে।' বাক্যটিতে 'দিয়ে' হলো:
অব্যয়
প্রত্যয়
অনুসর্গ
উপসর্গ
77. 'আ মরি বাংলা ভাষা' এ চরণে 'আ' দ্বারা কী প্রকাশ পেয়েছে?
আশাবাদ
আনন্দ
আবেগ
আনুগত্য
78. 'কে জানে দেশে সুদিন আবার আসবে কিনা।' এ বাক্যটি কী প্রকাশ করে?
হতাশা
সম্ভাবনা
সন্দেহ
অনিশ্চয়তা
79. 'সে নাকি আসবে না।' এখানে 'না' অব্যয় কি অর্থে প্রযুক্ত হয়েছে?
অনুমান অর্থে
বিস্ময় অর্থে
সম্ভাবনা অর্থে
বিরক্তি অর্থে
80. অসমাপিকা ক্রিয়া দ্বারা গঠিত বাক্যে কয় প্রকার কর্তা দেখা যায়?
এক প্রকার
তিন প্রকার
দুপ্রকার
চার প্রকার