প্রকৃতি ও প্রত্যয় MCQ
1. 'নয়ন' এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কী?
নে+অনট
নী+অনট
নী+অট
নে+অয়ন
2. 'পাকড়াও' শব্দের সঠিক প্রত্যয় কোনটি?
√পাক্+ড়াও
√পা+কড়াও
√পাকড়+আও
√পাকড়া+ও
3. প্রত্যয় দিয়ে গঠিত হয়েছে কোন শব্দ?
চরম
চতুর্ভুজ
স্বল্প
দোকান
4. 'দাতা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
√দা+তৃচ
√দা+তা
√দাত্+আ
√দাত+আ
5. 'গৌরব' শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি ?
গৌর+অব
গুরু+ঞ্চ
গুরু+অব
গুরু+ষ্ণ
6. সঠিক প্রকৃতি-প্রত্যয় নিষ্পন্ন হয়েছে কোনটিতে?
ভাস+স্বর = ভাস্বর
ভাস+অর = ভাস্বর
ভাস+বর = ভাস্বর
ভাস+সর = ভাস্বর
7. নিচের কোন শব্দটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
দাপট
পেঁটরা
মিতালি
যাচাই
8. 'খোদা+আই' কোন প্রত্যয়?
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
সংস্কৃত কৃৎ প্রত্যয়
বাংলা কৃৎ প্রত্যয়
তদ্ধিত প্রত্যয়
9. 'জ্ঞানবান' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
জ্ঞান+বৎ
জ্ঞান+বদ
জ্ঞান+বত
কোনটিই নয়
10. প্রত্যয় দিয়ে গঠিত শব্দ-
শীতার্ত
লালপেড়ে
ভরপেট
গ্রামীণ
11. 'নন্দন' শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় হলো-
√অন্দ+অন
√নন্দ+অন
√নন্দি+অন
√নন্দো+অন
12. 'প্রাচুর্য' এর প্রকৃতি ও প্রত্যয়-
প্রচু +য
প্রচুর + য
প্রচুর + জ
প্রচুর + জ্য
13. নিচের কোন শব্দটি তদ্ধিত প্রত্যয়েত উদাহরণ?
দাপট
পেঁটরা
যাচাই
মিতালি
14. 'রাঁধুনি' এর প্রকৃতি ও প্রত্যয় কী?
রাঁধ+আনি
রাঁধ্+উনি
রধন+নি
রাঁধ+নি
15. 'মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন' এখানে 'পাঠশালা' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
অপাদানে শূন্য
কর্তৃকারকে শূন্য
করণে শূন্য
কর্মে তৃতীয়া
16. 'ইচ্ছুক' শব্দটিতে কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে?
-অক
-ইক
-উক
-আক
17. গগণে গরজে মেঘ। 'মেঘ' কোন কারক?
কর্মকারক
কর্তৃকারক
করণ কারক
অপাদান কারক
18. 'খোদা+আই' কোন প্রত্যয়?
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
সংস্কৃত কৃৎ প্রত্যয়
বাংলা কৃৎ প্রত্যয়
তদ্ধিত প্রত্যয়
19. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়?
চোরা
চালক
পূজক
সত্যবাদী
20. কোনটি প্রত্যয়-সাধিত শব্দ?
ভাইবোন
রাজপথ
বকলম
ঐকিক