Image
বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
1. বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কী?
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
পূর্বাচল এক্সপ্রেসওয়ে
বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে
ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে
2. নির্মীয়মান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত?
৩.৪৩ কিমি
৩.৩৪ কিমি
৪.৩৩ কিমি
৪.৪৩ কিমি
3. যমুনা সেতু নির্মাণে বাংলাদেশের কোন অঞ্চলের বালি ব্যবহৃত হয়েছে?
টাঙ্গাইল
রাজশাহী
গোমতী
সিলেট
4. ‘সেকেন্ডারি মার্কেট’ কিসের সাথে সংশ্লিষ্ট?
শ্রম বাজার
চাকুরি বাজার
স্টক মার্কেট
কৃষি বাজার
5. বাংলাদেশের সংবিধান সমবেতভাবে গৃহীত হওয়ার তারিখ-
৪.১১.১৯৭২
১৬.১২.১৯৭১
২৬.৩.১৯৭২
১০.১.১৯৭২
6. ‘ওরাও’ জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে?
রাজশাহী-দিনাজপুর
বরগুনা-পটুয়াখালী
রাঙামাটি-বান্দরবন
সিলেট-হবিগঞ্জ
7. 'তমদ্দুন মজলিশ' কী ধরণের সংগঠন?
রাজনৈতিক
সাংস্কৃতিক
সামাজিক
অর্থনৈতিক
8. বিশ্ব মৃত্তিকা দিবস কত তারিখ পালিত হয়?
৫ই ডিসেম্বর
৬ই ডিসেম্বর
৭ই ডিসেম্বর
৮ই ডিসেম্বর
10. ‘Untranquil Recollections: The Years of Fulfilment’ শীর্ষক গ্রন্থটির লেখক কে?
আনিসুর রহমান
রেহমান সোবহান
নুরুল ইসলাম
রওনক জাহান
11. বাংলাদেশের জন্য পানিতে গ্রহণযোগ্য আর্সেনিকের সর্বোচ্চ মাত্রা কোনটি?
০.৩ পিপিএম
০.০৩ পিপিএম
০.৫ পিপিএম
০.০৫ পিপিএম
12. বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
বাংলাদেশ সরকার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মুক্তিযুদ্ধের বাংলাদেশ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
13. বাকল্যান্ড বাঁধটি কোথায় অবস্থিত?
সিরাজগঞ্জে
চাঁদপুরে
ঢাকা শহরে
মাওয়া ঘাটে
14. বাংলাদেশে কোন সালে বয়স্কভাতা চালু হয়?
১৯৯৫
১৯৯৬
১৯৯৭
১৯৯৮
15. কোন নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশে একমাত্র কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে?
কর্ণফুলী
সাঙ্গু
তিস্তা
মেঘনা
16. ম্যানিলা কোন ফসলের উন্নত জাত?
তুলা
তামাক
পেয়ারা
তরমুজ
17. নিম্নোক্ত কোন সালে কৃষিশুমারি অনুষ্ঠিত হয়নি?
১৯৭৭
২০০৮
২০১৫
২০১৯
18. শেখ মুজিবুর রহমান রচনাবলি ১ম খণ্ড সম্পাদনা করেন-
আনোয়ার সৈয়দ হক
সেলিনা হোসেন
শেখ রেহানা
শেখ হাসিনা
19. কোনটি সাংবিধানিক পদ নয়?
প্রধান নির্বাচন কমিশনার
চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন
চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
কনট্রোলার ও অডিটর জেনারেল
20. ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয় কত তারিখে?
৭ই ডিসেম্বর
১১ই ডিসেম্বর
৮ই ডিসেম্বর
১২ই ডিসেম্বর