Image
বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
2381. বব ডিলানের অংশগ্রহণে ১৯৭১ সালের কত তারিখে 'দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়?
১ জুলাই
১ আগষ্ট
৫ আগস্ট
৫ জুলাই
2382. ১৯৭১ সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং এর প্রতিবেদন প্রকাশ করে?
নিউইয়র্ক টাইমস
ডেইলি মেইল
ডেইলি টেলিগ্রাফ
দ্য ইনডিপেন্ডেন্ট
2383. মুক্তিযুদ্ধের সময় নৌ-পথ কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
১০
2384. বাংলাদেশের মুক্তিযুদ্ধে মিত্রবাহিনী কোনটি?
মুক্তিবাহিনী
ভারতীয় সেনাবাহিনী
পাকিস্তানী সেনাবাহিনী
কোনোটিই নয়
2385. বিখ্যাত গায়ক জন লেনন কোন ব্যান্ডের গায়ক ছিলেন?
ইগলস
অ্যারো স্মিথ
বিটলস
ডিপ পারপল
2386. মুক্তিযুদ্ধে কুষ্টিয়া কত নম্বর সেক্টরের অধীন ছিল?
১০
2387. কত সালে বব ডিলানের আত্মজীবনী 'ক্রনিকলস: ভলিয়ম ওয়ান' প্রকাশিত হয়?
২০০৪
২০০৭
২০১১
২০০৬
2388. বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ফাদার মারিও ভেরেনজি ছিলেন--
অস্ট্রেলিয়ার নাগরিক
ফ্রান্সের নাগরিক
ব্রিটিশ নাগরিক
ইতালির নাগরিক
2389. মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর জেলা কত নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
১০
2390. মুক্তিযুদ্ধের সময় বরিশাল কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
১০
2391. কোন বিদেশি সাংবাদিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা উভয়েরই সাক্ষাৎকার নিয়েছিলেন?
সেন্ট পিটারবার্গ
ডেভিড ফ্রষ্ট
ক্যারি বার্নস্টেইন
ক্রিস্টিন আমান
2392. মুক্তিযুদ্ধকালে কখন বাংলাদেশ-ভারত যৌথ বাহিনী গঠিত হয়?
২১ নভেম্বর, ১৯৭১
২২ নভেম্বর, ১৯৭১
২৩ নভেম্বর, ১৯৭১
২৪ নভেম্বর, ১৯৭১
2393. মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টর নিয়ে নৌকমান্ড বা নৌবাহিনী গঠিত হয়?/ নৌ-সেক্টর কোনটি?
৩ নং
৭ নং
১০ নং
১১ নং
2394. নিচের কোন মার্কিন সঙ্গীতশিল্পী কনসার্ট ফর বাংলাদেশে উপস্থিত ছিলেন না?
লিওন রাসেল
বিলি প্রেস্টন
ব্রুস স্প্রিংস্টিন
বব ডিলান
2395. মুক্তিযুদ্ধের সময় বিশ্বের কাছে বাংলাদেশকে কে তুলে ধরেন?
জর্জ হ্যারিসন
সায়মন ড্রিং
পণ্ডিত রবিসংকর
উপরের সবাই
2396. নিচের কোন শিল্পী কনসার্ট ফর বাংলাদেশে সক্রিয় অংশগ্রহণ করেন?
জিমি হেনড্রিক্স
ডেভিড গিলমোর
ম্যারিলিন মনরো
এরিক ক্ল্যাপটন
2397. বাংলাদেশের মুক্তি-যুদ্ধের সময় ভারত-বাংলাদেশ যৌথ বাহিনীর অধিনায়ক কে ছিলেন?
আতাউল গণি ওসমানী
জেনারেল স্যাম মানেকশ
জগজিৎ সিং অরোরা
জেনারেল জ্যাকব
2398. ছড়া কোন বিদেশি সাংবাদিক ১৯৭১ সালে পূর্ব পাকিস্তানে পাকিস্তানি বর্বরতার খবর সর্বপ্রথম বহির্বিশ্বে প্রকাশ করেন?
হেজেল হাস্ব
মার্ক টালি
সাইমন ড্রিং
অ্যান্তনি মাসকারেনহাস
2399. ডেভিড ফ্রষ্ট ছিলেন ---
একজন মুক্তিযোদ্ধা
একজন চিকিৎসক
একজন সাংবাদিক
একজন রাজনীতিবিদ
2400. কোন ধরনের রচনার জন্য বব ডিলান ২০১৬ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন?
উপন্যাস
নাটক
সঙ্গীত
গল্প