বাংলাদেশ বিষয়ে MCQ MCQ
2401. ১৯৭১ সালে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশে রবিশঙ্কর ও ভারতীয় শিল্পীদের পরিবেশিত সঙ্গীতের নাম কী ছিল?
বাংলা ধুন
মাই সুইট লর্ড
বাংলাদেশের গান
অপেরা
2402. 'কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনকারী জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক?
যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্য
রাশিয়া
অস্ট্রেলিয়া
2403. বাংলাদেশ সরকার 'বাংলা ভাষা প্রচলন আইন' পাস করে / সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাশ হয়?
১৯৭২ সালে
১৯৭৫ সালে
১৯৮৭ সালে
১৯৯৯ সালে
2404. কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে? / কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে?
রুয়ান্ডা
সিয়েরালিয়ন
সুদান
লাইবেরিয়া
2405. নিউইয়র্ক ম্যাডিসন স্কয়ার গার্ডেনের কনসার্টের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছিলেন—
সিনেটর কেনেডি
জর্জ নিকোলাস
জর্জ হ্যারিসন
ওডারম্যান
2406. বাংলাকে কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে? / বাংলা কোন দেশের দ্বিতীয় সরকারি ভাষা?
কঙ্গো
ঘানা
সিয়েরালিয়ন
মোজাম্বিক
2407. বাংলাদেশের বাইরে বিশ্বের প্রথম মাতৃভাষা স্মৃতিসৌধটি নির্মিত হয় কোথায়?
ব্রিজবেন, অস্ট্রেলিয়া
পার্থ, অস্ট্রেলিয়া
সিডনি, অস্ট্রেলিয়া
মেলবোর্ন, অস্ট্রেলিয়া
2408. কখন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নিমার্ণ কাজের উদ্বোধন হয়?
১৫ মার্চ, ১৯৯৯
১৫ মার্চ, ২০০০
১৫ মার্চ, ২০০১
২১ মার্চ, ২০০২
2409. ১৯৭১ সালের ১ আগষ্ট 'কনসার্ট ফর বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল।/ বাংলাদেশ কনসার্টের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান কোথায় আয়োজন করা হয়?
লন্ডন, যুক্তরাজ্য
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
লিভারপুর, যুক্তরাজ্য
2410. ১৯৭১ সালে বাংলাদেশের জন্য কনসার্ট খ্যাত জর্জ হ্যারিসন কোন বাদক দলের সদস্য?
বিটলস
বি-লিস
পিঙ্ক ফ্লয়েড
ডিপ পারপল
2411. ১৯৭১ সালে জর্জ হ্যারিসন কার আহ্বানে বাংলাদেশ কনসার্টে যোগ দেন?
পিটার সোর
ডিপি ধর
রবি শঙ্কর
জর্জ নিকোলাস
2412. মুক্তিযুদ্ধের পক্ষে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কোন পাশ্চাত্য শিল্পী বিশেষ ভূমিকা রেখেছিলেন?
জর্জ হ্যারিসন
জন লেলন
সিনেটর কেনেডি
জর্জ নিকোলাস
2413. মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর উপ-কমান্ডার কে ছিলেন? মুক্তিযুদ্ধের সময় উপ-সেনাপ্রধান কে কে ছিলেন?
জিয়াউর রহমান
এ. কে. খন্দকার
আবদুর রব
খালেদ মোশাররফ
2414. রবি শঙ্কর একজন বিখ্যাত---
সেতার বাদক
গায়ক
স্বরোদবাদক
বেহালা বাদক
2415. আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
সেগুনবাগিচা, ঢাকা
বেইজিং, চীন
প্যারিস, ফ্রান্স
জাতিসংঘ ভবন, নিউইয়র্ক
2416. ওসমানী স্মৃতি জাদুঘর রয়েছে-
ঢাকা
সিলেট
চট্টগ্রাম
কুষ্টিয়ায়
2417. কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউট প্রতিষ্ঠিত হয়?
১৯৯৮ সালে
১৯৯৯ সালে
২০০০ সালে
২০০১ সালে
2418. ভারতের কোন রাজ্যে বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে?
আসাম
মিজোরাম
ত্রিপুরা
ঝাড়খন্ড
2419. ১৯৭১ সালের 'কনসার্ট ফর বাংলাদেশ এর প্রধান শিল্পী কে?
মার্ক আধুনি
জর্জ হ্যারিসন
রুনা লায়লা
বাপ্পি লাহিড়ি
2420. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কে চিফ অব স্টাফের দায়িত্ব সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? মুক্তিযুদ্ধে কে চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেন?
জেনারেল ওসমানী
এ. কে. খন্দকার
এম. এ. রব
তাজউদ্দীন আহমদ