MCQ
221. কাকভূষণ্ডী’ বিশিষ্টার্থক বাক্যাংশের অর্থ চিহ্নিত করুন।
দীর্ঘজীবী ব্যক্তি
অশিষ্ট ব্যক্তি
স্বল্পজীবী লোক
ভণ্ডলোক
222. বাগধারা অতীতকালের কোন ঘটনার স্মারক?
সামাজিক-অর্থনৈতিক
সামাজিক-রাজনৈতিক
সামাজিক-মানসিক
সামাজিক-সাংস্কৃতিক
223. 'অজগর বৃত্তি' বাগধারাটির অর্থ কী?
লোভী
আলসেমি
অপদার্থ
প্রচণ্ড গরম
224. গায়ে ফুঁ দিয়ে বেড়ান’ বাগধারাটির অর্থ কি?
দাংগাবাজি করা
কোন দায়িত্ব গ্রহণ না করা
বেকার মত চলা
আপন মনে বাদশাহী করা
225. বাগধারার অর্থ নির্ণয় করুন: 'অক্কা পাওয়া'-
দুর্লভ বস্তু
স্বার্থপর
বেহায়া
মরা
226. 'অমাবস্যার চাঁদ' বাগধারাটির অর্থ কী?
সহজলভ্য
দুর্লভ বস্তু
লুকিয়ে থাকা
অমাবস্যার রাতে চাঁদ
227. চাঁদের হাট’-অর্থ কি?
বন্ধুদের সমাগম
আত্মীয় সমগম
প্রিয়জন সমাগম
বন্ধুদের সমাগম
228. 'অকাল কুষ্মাণ্ড' বাগধারাটির অর্থ কোনটি?
অকর্মা
কর্মবিমুখ
বোকা
মূর্খ
229. 'অনুরোধে ঢেঁকি গেলা' বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
অনুরোধে পড়ে অসাধ্য সাধন করা
অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা
চাপে পড়ে অন্যায় কাজ করে ফেলা
অনুরোধে ঢেঁকি গিলে ফেলা
230. নেই আকড়া' কি অর্থ প্রকাশ করে?
কুটিল
একগুয়ে
দলপতি
সামান্য
231. 'অন্ধকার দেখা' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
দুর্লভ বস্তু
হতবুদ্ধি
দৃষ্টি শক্তিহীন
স্বার্থে আঘাত লাগা
232. একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?
আনন্দের বিষয়
মজা পাওয়া
সৌভাগ্যের বিষয়
আশার কথা
233. সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে থাকে তাকে বলে-
বাগবিধি
সমার্থক শব্দ
ভিন্নার্থক শব্দ
বিপরীতার্থক শব্দ
234. ভিক্ষার চাল কাঁড়া আর আঁকাড়া’-এর মানে হল-
যাতে প্রচুর ফল লাভ হয়
বিনা পয়সার পাওয়া জিনিসের গুণাগুণ বিচার করা যায় না
ভিক্ষুকের চাল কাঁড়া থাকে না
মূল্যবান দ্রব্য ফলান উচিত নয়
235. কোনটি ‘সোনায় সোহাগার’র সমার্থক
এলাহি কাণ্ড
চাঁদের হাট
একাদশে বৃহস্পতি
মণিকাঞ্চন যোগ
236. ইঁদুর কপালে’- এর বিপরীত বাগধারা কোনটি?
একাদশে বৃহস্পতি
অন্ধকার
কেউকেটা
অদৃষ্টের পরিহাস
237. 'অগস্ত্য যাত্রা' বাগধারাটির অর্থ কী?
শুরু করা
বিশ্রাম করা
তাড়াতাড়ি শেষ করা
শেষ বিদায়
238. অর্ধচন্দ্র' এর অর্থ-
গলাধাক্কা দেয়া
অমাবস্যা
দ্বিতীয়ত
কাস্তে
239. 'অকালে বাদলা' বাগধারার অর্থ কী?
অপ্রত্যাশিত বাধা
যা সচরাচর ঘটে না
পৌষ-মাঘ মাসের বৃষ্টি
নিত্যনৈমিত্তিক বিষয়
240. অরণ্যে রোদন' কথাটির অর্থ কী?
ছিদকাঁদুনে
না জেনে কিছু করা
বারংবার চেষ্টা করা
বৃথা চেষ্টা