MCQ
41. 'নথ নাড়া' বাগধারাটির অর্থ-
ক্ষোভ প্রকাশ
তুষ্ট করা
নিন্দা করা
অহংকার প্রকাশ
42. 'দিবাস্বপ্ন' বাগধারার অর্থ কোনটি?
অলীক কল্পনা
জেগে জেগে স্বপ্ন দেখা
ভালুক জর
অসম্ভব কল্পনা
43. 'মিছরির ছুরি' বাগধারাটির অর্থ কী?
মুখে মধু অন্তরে বিষ
ভঙ্গুর
অবাস্তব
দুই দিকে ধার
44. 'পেটের ভাত চাল হওয়া' বাগধারাটির অর্থ-
অতিরিক্ত দুর্ভাবনায় পড়া
বেশি ভয় পাওয়া
মোটেও হজম না হওয়া
তীব্র ক্ষুধায় কাতর হওয়া
45. 'নেই আঁকড়া' এর সঠিক অর্থ কোনটি?
দ্বন্দ্ব
একগুঁয়ে
সখ্যতা
রগচটা
46. 'মেধাবী ছেলেকে তামার বিষে ধরায় সে এবার পরীক্ষায় ফেল করেছে'- এ বাক্যে 'তামার বিষ' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
অহংকার
অসৎ সঙ্গ
অর্থের কু প্রভাব
খারাপ অভ্যাস
47. 'পায়ের তলায় সর্ষে' বাগধারার অর্থ কী?
অলুক্ষণে
অস্থির
আসন্ন বিপদ
অকর্মণ্য
48. 'বিড়ালের আড়াই পা' বাগধারাটির অর্থ কী?
লাফালাফি
বেহায়াপনা
লক্ষঝাপ
লজ্জা
49. 'ধামাধরা' বাগধারাটির অর্থ কী?
মগের মুল্লুক
বালির বাঁধ
যথেচ্ছাচারী
তোষামোদকারী
50. 'পটল তোলা' এর সমার্থক বাগধারা কোনটি?
অক্কা পাওয়া
তালকানা
ভুল মারা
ভরাডুবি
51. 'মনিকাঞ্চনযোগ' এর সমার্থক বাগধারা কোনটি?
দহরম-মহররম
সোনায় সোহাগা
কেতাদুরস্ত
শিরে সংক্রান্তি
52. 'ত্রিশঙ্কু অবস্থা' বাগধারার অর্থ-
উভয়সংকট
অর্থের অভাব
দুরবস্থা
দুঃসময়
53. 'গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতোই'- এ বাক্যে 'মাছের মায়ের পুত্রশোক' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
শোকে পাথর
মিথ্যা শোক
নিষ্ঠুর
মমত্ববোধ
54. কোন বাগধারাটির অর্থ 'কপটচারী'?
ভূষণ্ডির কাক
মেনিমুখো
অলীক কল্পনা
ভিজে বিড়াল
55. 'ম্যাও ধরা' শব্দে 'ধরা' শব্দটি কোন বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে?
পছন্দ হওয়া
দায়িত্ব নেওয়া
অনুরোধ করা
একগুঁয়েমি দেখানো
56. 'পত্রপাঠ' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
সুসজ্জিত
তৎক্ষণাৎ
সুপাঠ্য
পড়ুয়া
57. কথার তুবড়ি অর্থ কি?
অকাট্য যুক্তি
মিথ্যা কথা
অনর্গল কথা
অন্তরে জটিলতা
58. 'মান্ধাতার আমল'- এখানে 'মান্ধাতা' হলো-
প্রাচীনকাল
বহু পুরোনো কিছু
অন্ধাকারময় অবস্থা
এক রাজার নাম
59. 'পুঁটিমাছের প্রাণ' বাগধারাটির অর্থ কি?
অসম্ভব কিপটে
ক্ষীণজীবী
সামান্য ত্রুটি
কোনোটিই নয়
60. 'মেনিমুখো' বলতে বোঝায়-
ভীতু
লাজুক
বিড়ালমুখো
মুখরা