MCQ
121. 'চোখের বালি' কোন অর্থে বোঝান হয়?
সতীন
অপছন্দনীয় ব্যক্তি
শত্রু
সৎপুত্র
122. 'গুড়ে বালি' কথাটির অর্থ কী?
আশায় নৈরাশ্য
বাতাসে বালি
ভালোতে খারাপ
গোবরে পদ্মফুল
123. গায়ে ফুঁ দিয়ে বেড়ান' বাগধারাটির অর্থ কী?
আপন মনে বাদশাহী করা
কোন দায়িত্ব গ্রহণ না করা
বোকার মত চলা
দাংগাবাজি করা
124. 'গাছপাথর' বাগধারাটির অর্থ-
ভূমিকা করা
অসম্ভব বস্তু
হিসাব-নিকাশ
বাড়াবাড়ি করা
125. 'চিনির বলদ' বাগধারাটির সঠিক অর্থ কী?
সচেতন করা
নিষ্ফল পরিশ্রম
কাণ্ডজ্ঞানহীন ব্যক্তি
এর কোনোটিই নয়
126. 'গৌরচন্দ্রিকা' বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয় ?
বাড়তি বোঝা
রূপের মোহ
ভূমিকা
ফিটফাট
127. 'ছেঁড়া চুলে খোঁপা বাঁধা' বাগধারাটির অর্থ কী?
পরকে আপন করার চেষ্টা
উপহাস
অসময়ে আবির্ভাব
অকেজো লোক
128. 'গোঁফ-খেজুরে' বাগধারাটির অর্থ-
আরামপ্রিয়
নিতান্ত অলস
উদাসীন
পরমুখাপেক্ষী
129. 'কেউ কেটা' মানে কী?
গণ্যমান্য ব্যক্তি
মান্যবর মাননীয়
জনগণ
গণ্যের মান্য
130. 'গোবর গণেশ' বাগধারাটির অর্থ কী?
অপদার্থ
অত্যন্ত অলস
নিরেট মূর্খ
অপটু
131. 'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ কী?
চক্ষুদান করা
সস্তা দাম
ঠকানো
চুরি করা
132. 'গড্ডলিকা প্রবাহ' এর সঠিক অর্থ কোনটি?
লণ্ড-ভণ্ড হওয়া
স্বেচ্ছায় প্রবাহিত হওয়া
অন্ধ অনুকরণ
কোনোটিই নয়
133. 'কাক নিদ্রা' এর সঠিক অর্থ কোনটি?
কপট চিন্তা
পরের অনিষ্ট চিন্তা
অগভীর নিদ্রা
নিদ্রার ভান করা
134. 'চিনির পুতুল' এর অর্থ কী?
পরিশ্রমী
নিতান্ত অলস
পরিশ্রম কাতর
অকেজো লোক
135. 'চাঁদের হাট' এর অর্থ কী?
বন্ধুদের সমাগম
প্রিয়জন সমাগম
আত্মীয় সমাগম
গণ্যমান্যদের সমাগম
136. 'গায়ে পড়া' শব্দটির বাগধারা কী?
সাংঘাতিক
অযাচিত
অতি মূর্খ
অকেজো
137. 'ছাই চাপা আগুন' কোন অর্থ প্রকাশ করে?
গোপন গুণ
বদমেজাজ
গোপন দোষ
মন্দ ভাগ্য
138. 'কাছা ঢিলা' বাগধারাটির অর্থ কী?
দুর্বল ব্যক্তি
অলস
অসাবধান
মজার বিষয়
139. বাগধারার অর্থ নির্ণয় করুন: 'গোকুলের ষাঁড়'।
দুর্লভ বস্তু
স্বেচ্ছাচারী
দুর্বল ও ব্যক্তিত্বহীন
অপদার্থ
140. 'কল্কে পাওয়া' এর সঠিক উত্তর কোনটি?
পাত্তা পাওয়া
শান্তি পাওয়া
প্রভাবিত হওয়া
সাধু সাজা