বানান শুদ্ধিকরণ MCQ
21. কোনটি অশুদ্ধ বানান?
বাল্মীকি
সূচ্যগ্র
স্বত্ত্ব
সঙ্গ
22. কোন বানানটি শুদ্ধ?
স্বায়ত্ত্বশাসন
দারিদ্রতা
শ্রদ্ধাজলী
উপর্যুক্ত
23. শুদ্ধ বানান কোনটি?
ভাষন
ভাষণ
ভাসন
ভাসণ
24. নিচের কোন বানানটি শুদ্ধ?
অশরীরি
অশরিরি
অশরিরী
অশরীরী
25. নিচের কোন বানানটি সঠিক?
জিগিষা
জীগীষা
জিগীষা
জীগিষা
26. কোনটি শুদ্ধ বানান?
সর্বাঙ্গীণ
সর্বাঙ্গীন
সর্ব্বাঙ্গীন
সর্বাঙ্গিন
27. কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়?
শ্বশান
প্রজ্বল
আকাঙ্ক্ষা
আষাঢ়
28. শুদ্ধ বানানগুচ্ছ-
পরিস্কার, পুরষ্কার
বিকৃত, বিক্রীত
স্বিকার, শীকার
ধরণ, ধারণা
29. কোনটি শুদ্ধ বানান?
তুহায়ন
ত্রিহায়ন
ত্রিহায়ণ
তৃহায়ণ
30. নিচের কোন বানানটি অশুদ্ধ?
বাণী
শূণ্য
অরণ্য
লবণ
31. ভুল বানান কোনটি?
সায়ত্ত্বশাসন
মুমূর্ষু
সর্বস্বান্ত
শুশ্রূযা
32. কোনটি শুদ্ধ বানান?
সান্তনা
ইতিমধ্যে
সমিচীন
সান্ত্বনা
33. নিচের কোনটি শুদ্ধ বানান?।
কঙ্কন
টানাপোড়েন
দুর্নিরীক্ষ
ম্রিয়মান
34. নিচের যে বানানটি অশুদ্ধ-
ভগ্নস্তূপ
ভূমিধ্বস
ভৌগোলিক
ভষ্মীভূত
35. শুদ্ধ বানান কোনটি?
শারিরীক
নিশিথ
মনীসা
গীতাঞ্জলি
36. নিচের কোন বানানটি শুদ্ধ?
চুর্ণবিচূর্ণ
চূর্ণবিচুর্ণ
চুর্ণবিচুর্ণ
চূর্ণবিচূর্ণ
37. কোন শব্দগুচ্ছের বানান শুদ্ধ?
রুগ্ন, শিহরণ, বাল্মীকি
অদ্যাবধি, তিরস্কার, ধরণ
দারুন, দৈন্যতা, বৈচিত্র
জাত্যাভিমান, ব্রহ্মপুত্র, প্রবেশক
38. নিচের কোন বানানটি সঠিক?
পরিষ্কার
পরিশকার
পরিস্কার
পরিস্কার
39. নিচের কোনটি অশুদ্ধ বানান?
ধৈর্য
উল্লিখিত
দারিদ্র
ব্যাপ্তি
40. অশুদ্ধ বানান-জোড় কোনটি?
পুরস্কার, পরিষ্কার
অত্যধিক, আকাঙ্ক্ষা
লবন, স্থানু
ওজোন, অস্ত্রোপচার