Image
বানান শুদ্ধিকরণ Questions
121. নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
অনূর্বর, ঊর্ধ্বগামী, শুদ্ধ্যশুদ্ধি
নিক্কণ, সূচগ্র, অনুর্ধ্ব
ভূরিভূরি, ভূঁড়িওয়ালা, মাতৃম্বসা
রানি, বিকিরণ, দুরতিক্রম্য
122. নিচের কোনটি অশুদ্ধ?
অহিংস-সহিংস
দোষী-নির্দোষী
প্রসন্ন-বিষণ্ণ
নিষ্পাপ-পাপিনী
123. কোন বানানটি শুদ্ধ?
সোন্দর্য
সৌন্দর্য
সোন্দ্যর্য
সৌন্দর্য্য
124. শুদ্ধ বানান গুচ্ছ নির্ণয় করুন-
শষ্য, ভুবন, শ্রদ্ধাঞ্জলি
আকাঙ্ক্ষা, গ্রামীণ, দারিদ্র্য
সমীচীন, সুষ্ঠ, সাক্ষরতা
মুখস্থ, মন্ত্রীসভা, ব্রাহ্মন
125. প্রমিত বানানরূপ-
গলধঃকরণ
গলাধঃকরণ
গলধকরণ
গলাধকরণ
126. কোনটি শুদ্ধ বানান?
অগ্নীবীনা
অগ্নিবীণা
অগ্নীবিণা
অগ্নিবিণা
127. কোন বানানটি শুদ্ধ?
অত্তাধিক
অত্যধিক
অত্যাধিক
অত্বাধিক
128. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
শূণ্য
ত্রিভুজ
পূন্য
ভূবন
129. নিচের কোনটি সঠিক নয়?
পরিষ্কার
হিরন্ময়
নমস্কার
দুষ্কর
130. কোন বানানটি ভুল?
সহযোগিতা
উনিশ
অধ্যায়ন
দ্বন্দ্ব
131. কোন বানানটি শুদ্ধ?
মনমুগ্ধকর
মনোমুগ্ধকর
মনোঃমুগ্ধকর
মনোমুগ্ধঃকর
132. কোন বানানটি শুদ্ধ?
যালাময়ি
জ্বালাময়ী
জ্বালাময়ি
জালাময়ী
133. কোন শব্দটি ভুল?
মরূদ্যান
পরিপক্ক
কটুক্তি
অঞ্জলি
134. কোন ত্রয়ীর বানান শুদ্ধ?
জায়মান, জম্বুবান, ভ্রাম্যমান
বিমর্ষ, মুমূর্ষু, সংঘর্ষ
বিষুণ, বিঘোষণ, বিমদর্ণ
সত্তেও, সাত্ত্বিক, সত্তা
135. কোন বানানটি শুদ্ধ নয়?
দরিদ্রতা
উর্দ্ধ
শ্রদ্ধা
উপযোগিতা
136. শুদ্ধ শব্দ কোনটি?
ব্যাকরণবিদ
বৈয়াকরণ
ব্যাকরণিক
বৈয়াকরণিক
137. শুদ্ধ বানান কোনটি?
সমীচিন
আশির্বাদ
ভবিষ্যৎ
দীর্ঘজীবী
138. শুদ্ধ বানান কোনটি?
দীন্যতা
দীনতা
দৈনতা
দিনতা
139. কোনটি শুদ্ধ বানান?
প্রবাহমান
প্রজ্বলিত
বৈশিষ্ট্যতা
ভূমধ্যাধিকারী
140. শুদ্ধ বানান কোনটি?
অনুশাসন
অনুশাসন
অনুশাসণ
অনুসাশন