Image
বানান শুদ্ধিকরণ Questions
41. কোন বানানটি শুদ্ধ?
পুরষ্কার
সময়পোযোগী
আবিষ্কার
স্বত্ব
42. নিচের কোনটি শুদ্ধ বানান নয়?
গীতাঞ্জলি
অতিথি
সমীচীন
কৌতুহল
43. শুদ্ধ বানান কোনটি?
গড্ডালীকা
গড্ডালিকা
গড্ডলীকা
গড্ডলিকা
44. নিচের কোন শব্দটি শুদ্ধ?
বিদ্রুপ
দারিদ্রতা
গড্ডালিকা
সম্ভবপর
45. কোনটি শুদ্ধ বানান?
নতিপত্র
ণথিপত্র
নথিপত্ত
নথিপত্র
46. কোনটি ভুল বানানযুক্ত?
ব্রাহ্মণ
পিণাক
দুর্নীতি
ত্রিনয়ণ
47. কোনটি শুদ্ধ বানান?
বৃৎপত্তি
বূৎপত্তি
বুৎপত্তি
ব্যুৎপত্তি
48. সঠিক বানান নয় কোনটি?
ধরণি
মূর্ছা
গুণ
প্রানী
49. শুদ্ধ শব্দ কোনটি?
ঐক্যমত
খৃষ্টাব্দ
অচিন্ত্যনীয়
লক্ষণীয়
50. কোনটি শুদ্ধ নয়?
সহযোগিতা
শূদ্র
স্বতঃস্ফূর্ত
যন্ত্রনা
51. কোন শব্দটি সঠিক?
স্থায়িত্ত
স্থয়ীত্ব
স্থায়ীত্ব
স্থায়িত্ব
52. কোন বানানটি শুদ্ধ?
মনোকষ্ট
মণকষ্ট
মনকস্ট
মনঃকষ্ট
53. চন্দ্রবিন্দুর ভুল প্রয়োগ ঘটেছে কোনটিতে?
কাঁধ
আঁকাবাঁকা
সাঁকো
সাতাঁর
54. দু'টো বানান শুদ্ধ কোন ক্ষেত্রে?
মূহূর্ত, প্রতিযোগিতা
মুহুর্ত, প্রতিযোগিতা
মুহুত, প্রতিযোগিতা
মুহূর্ত, প্রতিযোগিতা
55. সঠিক বানান চিহ্নিত করুন।
পাবর্ণ
সারনি
কারজ্য
মন্ত্রী
56. ভুল বানান কোনটি?
ভূবন
অন্তঃসার
মুহূর্ত
অদ্ভুত
57. শুদ্ধ বানান নির্ণয় করুন:
তীরস্কার
তিরষ্কার
তীরষ্কার
তিরস্কার
58. শুদ্ধ বানান নয় কোনটি?
গীতাঞ্জলি
অতিথি
সমীচীন
কৌতুহল
59. সঠিক বানান চিহ্নিত করুন।
প্রভোষ্ঠ
প্রভোশট
প্রোভোস্ট
প্রভোস্ট
60. কোনটি সঠিক বানান?
মন্ত্রীসভা
মন্ত্রী সভা
মন্ত্রিসভা
কোনটিই নয়