Image
বানান শুদ্ধিকরণ Questions
161. কোন বানানগুচ্ছ শুদ্ধ?
অত্যাধিক, ব্যাতিক্রম
সখ্যতা, মৌন
নাবণ্য, পন্য
ঘনিষ্ঠ, তিরস্কার
162. কোনটি শুদ্ধ বানান?
জাজ্বল্যমান
জাজ্বল্যমাণ
জাজ্জল্যমান
জাজ্বল্যমান
163. 'উৎকর্ষতা' কি কারণে অশুদ্ধ?
সন্ধিজনিত
প্রত্যয়জনিত
উপসর্গজনিত
বিভক্তিজনিত
164. শুদ্ধ বানান কোনটি?
দুরবস্থা
দুরাবস্থা
দূরবস্তা
দুরাবস্তা
165. নিচের কোন বানানটি শুদ্ধ?
শসাংক
শসাঙ্ক
শশাঙ্ক
শষাঙ্ক
166. কোন বানানটি শুদ্ধ?
অধীণ
অধীন
অধিন
অধিণ
167. কোনটি শুদ্ধ শব্দ?
স্বতর
শশুর
শ্বসুর
শ্বশুর
168. নিচের কোন বানানটি শুদ্ধ?
শ্রদ্ধঞ্জলি
শ্রদ্ধাঞ্জলি
শ্রদ্ধাঞ্জলী
শ্রদ্ধেয়াঞ্জলী
169. প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?
উৎকর্ষতা
উৎকর্ষ
উৎকৃষ্ট
উৎকৃষ্টতা
170. সঠিক বানান কোনটি?
শ্বাসুড়ি
শ্বাশুড়ী
শাশুড়ি
শাশুড়ী
171. কোন বানানটি সঠিক?
ধাঁধাঁ
ধাধাঁ
ধাধা
ধাঁধা
172. কোন বানানটি শুদ্ধ?
পিপিলিকা
পিপীলিকা
পীপিলিকা
পিপিলীকা
173. কোনটি শুদ্ধ?
উপরেউক্ত
উপরোক্ত
উপর্যুক্ত
উপরুক্ত
174. নিচের কোন বানানটি শুদ্ধ?
ক্ষুৎপীড়িত
ক্ষুৎপিড়িত
ক্ষুৎপিড়ীত
ক্ষুতপীড়িত
175. . 'টাকা উপার্জনের লক্ষ নিয়ে একদা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিলাম, অর্থই যে সকল অনর্থের মূল তখনও তা জানতাম না' বাক্যটিতে কয়টি বানান ভুল আছে?
২ টি
৩টি
৪টি
১টি
176. কোন বানানটি সঠিক?
স্বরসতি
সরস্বতী
স্বরসতী
সরসতী
177. কোনটি শুদ্ধ বানান?
উৎশৃঙ্খল
উৎশৃংঙ্খল
উচ্ছৃঙ্খল
উচ্ছৃংঙ্খল
178. শুদ্ধ বানান লিখিত শব্দগুচ্ছ দেখান?
সমিচিন, হরিতকি, বাল্মিকী
সমীচিন, হরিতকি, বাল্মিকি
সমীচীন, হরীতকী, বাল্মীকি
সমিচীন, হরীতকি, বালিকি
179. কোন বানানটি শুদ্ধ?
প্রতিযোগিতা
বৈশিষ্ট্যতা
সহযোগীতা
শ্রদ্ধাঞ্জলী
180. কোনটি শুদ্ধ?
শ্বাস্বত
শাশ্বত
শ্বাশদ
স্বাসত