বানান শুদ্ধিকরণ MCQ
1. কোনটি শুদ্ধ বানান?
পোষ্ট
বস্তুঃত
অন্তস্থ
বামুন
ব্যাখ্যা: ব্যাখ্যা: শুদ্ধ বানান: পোস্ট, অন্তস্থ, অন্তঃস্থ, বস্তুত। উল্লেখ্য, অন্তস্থ অর্থ প্রান্তস্থিত; অন্তঃস্থ অর্থ অভ্যন্তরস্থ।
2. শুদ্ধ বানান কোনটি?
শ্বাশত
শ্বাশ্বত
শাশত
শাশ্বত
3. শুদ্ধ বানান কোনটি?
সমিকরন
সমীকরন
সমিকরণ
সমীকরণ
4. কোনটি শুদ্ধ বানান?
ব্যকুল
ব্যাকুল
ব্যাকূল
ব্যকূল
5. কোন বানানটি শুদ্ধ?
দিগভ্রান্ত
পুরস্কার
পূর্ণমুদ্রণ
ষ্টেশনারী
6. কোনটি শুদ্ধ বানান?
নিরহংকারী
নিরহংকার
নিরহংকারি
নিঃহংকারী
7. শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?
শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
শিরোশ্ছেদ, দারিদ্র্য, সমীচিন
শিরঃশ্ছেদ, দরিদ্রতা, সমিচীন
শিরচ্ছেদ, দরিদ্রতা, সমীচীন
8. নিম্নের কোন শব্দগুচ্ছের বানান শুদ্ধ?
অঙ্গন, কঙ্কন
উজ্জ্বল, মুমুর্ষু
বাণী, বীণা
স্বান্তনা, আয়ত্ব
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ শুদ্ধ বানান: কঙ্কণ, মুমুর্ষু, সান্তনা, আয়ত্ত।
9. কোন বানানটি শুদ্ধ?
প্রতিযোগিতা
প্রতিযগিতা
প্রতীযোগীতা
প্রতিযোগীতা
10. ভুল বানান কোনটি?
ভূবন
অন্তঃসার
মুহূর্ত
অদ্ভুত
ব্যাখ্যা: সঠিক বানান ভুবন।
11. কোন বানানটি শুদ্ধ?
বুদ্ধিজীবী
বুদ্ধিজিবী
বুদ্ধিজিবি
বুদ্ধীজীবী
12. নিচের কোন বানানটি শুদ্ধ?
স্বাধীকার
বিবাদমান
তরুচ্ছায়া
ভূবন
ব্যাখ্যা: ব্যাখ্যা: শুদ্ধ বানান: স্বাধিকার, বিবদমান, ভুবন।
13. কোন বানানটি শুদ্ধ?
শ্রদ্ধাঞ্জলী
চাকচক্য
মোহনা
যুবতী
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ শুদ্ধ বানান: শ্রদ্ধাঞ্জলি, চাকচিক্য।
14. 'সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।' বাক্যটিতে কয়টি ভুল আছে?
একটি
দুটি
তিনটি
ভুল নেই
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ শুদ্ধ বাক্য: সুনামির তাণ্ডবে অনেকেই সর্বস্বান্ত হয়েছে।
15. নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
বন্দ্যোপাধ্যায়
পক্ক
চট্টোপাধ্যায়
সংশয়
16. সঠিক বানান কোনটি?
প্রতিযোগীতা
মুমুর্ষু
পুরস্কার
সবগুলোই
Job Preparation
Civil MCQ
Himalay Sen Sir
খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর - ২০২২
MOF-2022
BPSC QUESTION
ব্যাখ্যা: শুদ্ধ বানান- প্রতিযোগিতা, মুমূর্ষু।
17. সঠিক বানান কোনটি?
প্রতিযোগিতা
পুরস্কার
মুমূর্ষু
সবগুলোই
18. শুদ্ধ বানান কোনটি?
কাহিনী
কাহীনি
কাহীনী
কাহিনি
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ বাংলা একাডেমি'র 'ব্যবহারিক বাংলা অভিধান' অনুযায়ী, 'কাহিনি' বানানটি ঠিক। তবে 'কাহিনী' ভুল নয়।
19. কোন বানানটি শুদ্ধ?
মুলো
মুলা
ধুলি
ধূলো
20. শুদ্ধ বানান কোনটি?
ভাগীরথী
ভাগীরথি
ভাগিরথী
ভাগীরোগী