বানান শুদ্ধিকরণ MCQ
61. নিচের কোনটি সঠিক বানান?
বাম্পিয়
বাস্পিয়
বাষ্পীয়
বাস্পীয়
62. শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?
মহত্ত, মহিয়সী, পরু
মরুদ্যান, ভস্ম, উচ্ছাস
সমীচীন, সংশ্রব, সত্তা
অপরাহ্ন, সস্ত্রীক, পূণ্য
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ শুদ্ধ বানান: মহত্ত্ব, মহীয়সী, মরূদ্যান, ভস্ম, উচ্ছ্বাস, অপরাহ
63. নিচের যে গুচ্ছে অপ্রমিত বানান রয়েছে-
পিপীলিকা, ধস্ত
ঝঞ্ঝা, অবাঞ্ছিত
উপর্যুক্ত, উর্ধ্ব
স্বত্ত্ব, কনকাঞ্জলী
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ প্রমিত বানান: স্বত্ব, কনকাঞ্জলি।
64. কোন বানানটি শুদ্ধ?
সজ্ঞা
সংগা
সংজ্ঞা
সংঙ্গা
65. একটি মাত্র শব্দ শুদ্ধভাবে লেখা কোনটি?
আকাঙ্খা
সৌজন্যতা
কল্যাণীয়ামু
কারণ
ব্যাখ্যা: ব্যাখ্যা: শুদ্ধ বানান: সৌজন্য, আকাঙ্ক্ষা, কল্যাণীয়াসু, কল্যাণীয়েসু।
66. কোন বানানটি সঠিক?
বিভূতিভূষণ
বিভূতিভূষণ
বিভূতিভূষণ
বিভূতিভূষন
67. বাংলাদেশে প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান?।
এশিয়াটিক সোসাইটি
ঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলা একাডেমি
শিল্পকলা একাডেমি
68. শুদ্ধ শব্দ কোনটি?
ঐক্যমত
খৃষ্টাব্দ
অচিন্ত্যনীয়
লক্ষণীয়
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ শুদ্ধ শব্দঃ ঐকমত্য, খ্রিষ্টাব্দ, অচিন্তনীয়।
69. কোন বানানটি শুদ্ধ?
ততকালিণ
তথকালীণ
তৎকালীন
ততকালীণ
70. কোন বানানটি সঠিক?।
নশট
ওষ্ঠ
কৃশক
কণ্টক
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ ওষ্ঠ ও ওষ্ঠ্য: দুটি বানানই সঠিক।
71. কোনটি শুদ্ধ?
গবেসণা
গবেষনা
গবেষণা
গবেশণা
72. কোন বানানটি শুদ্ধ?
ইতিপূর্বে
এতাপূর্বে
ইতঃপূর্বে
ইতপূর্বে
73. শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?
মহত্ত, মহিয়সী, পরু
মরুদ্যান, ভস্ম, উচ্ছাস
সমীচীন, সংশ্রব, সত্তা
অপরাহ্ন, সস্ত্রীক, পূণ্য
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ শুদ্ধ বানান: মহত্ত্ব, মহীয়সী, মরূদ্যান, ভস্ম, উচ্ছ্বাস, অপরাহ
74. শুদ্ধ বানান কোনটি?
গীতাঞ্জলী
গিতাঞ্জলী
গীতাঞ্জলি
গিতাঞ্জলি
75. কোন বানানটি শুদ্ধ?
ঔষধ
অষুধ
ঔষুধ
ওষুধ
76. কোন বানানটি অশুদ্ধ?
সমীচীন
জিগীষা
কৃষিজীবী
দন্ড
ব্যাখ্যা: ব্যাখ্যা: শুদ্ধ বানান: দণ্ড।
77. নিচের কোন শব্দটি শুদ্ধ?
উর্ধ্ব
অত্যান্ত
উচিৎ
কোনোটিই নয়
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ শুদ্ধ বানান: উর্ধ্ব, অত্যন্ত, উচিত।
78. কোনটি শুদ্ধ?
নিরপরাধী
নিরোপরাধী
নিরপরাধি
নিরপরাধ
79. নিচের কোন বানানগুচ্ছ শুদ্ধ?
স্বায়ত্বশাসন, সমীচিন
দূর্বার, মুমুর্ষু
দুর্গা, পণ্য
স্বান্তনা, শরীরি
ব্যাখ্যা: ব্যাখ্যাঃ শুদ্ধ বানানগুলো-স্বায়ত্তশাসন, সমীচীন, দুর্বার, সান্তনা, শরীরী।
80. নিচের কোন বানানটি শুদ্ধ?
বিভূতিভূষন
পরিষেবা
যান্মাসিক
ইতিমধ্যে
ব্যাখ্যা: ব্যাখ্যা: শুদ্ধ বানান: বিভূতিভূষণ, ইতোমধ্যে।