EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

বিজ্ঞান MCQ
21. সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো –
০%
১০-১৫%
৩-৬%
১০০%
22. ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগরপৃষ্ঠের নূন্যতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন?
২৬.৫ ডিগ্রী সে.
৩৫ ডিগ্রী সে.
৩৭.৫ ডিগ্রী সে.
৪০.৫ ডিগ্রী সে.
23. একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?
শূন্য
অসীম
অতিক্ষুদ্র
যে কোনো মান
25. নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?
http
www
URL
HTML
26. বিশুদ্ধ অর্ধ-পরিবাহী পদার্থে ভ্যালেন্স শেলে ইলেক্ট্রনের সংখ্যা কত?
27. হাই-ইনপুট এবং লো-আউটপুট ইম্পিডেন্সের জন্য কোন ধরণের অ্যামপ্লিফায়ার সার্কিট ব্যবহার করা হয়?
কমন-অ্যামিটার
কমন বেস
কমন কালেক্টর
সব কয়টি
28. ১০ মিটার দৈর্ঘ্যের একটি Simiply supported beam- এর ঠিক মধ্যখানে একটি 10KN concentrated load প্রয়োগ করলে সর্বোচ্চ Bending moment কত হবে?
100 KN-m
25 KN-m
50 KN-m
কোনোটিই নয়
ব্যাখ্যা: Bending moment, M= PL/4= 10x10/ 4 = 25 kN-m
30. পানির অণু একটি-
প্যারাচুম্বক
ডায়াচুম্বক
ফেরোচুম্বক
অ্যান্টিফেরোচুম্বক
ব্যাখ্যা: আরও কিছু ডায়াচুম্বক পদার্থ – দস্তা, পারদ, স্বর্ণ, সীসা, টিন ইত্যাদি।
31. কোনো পরমাণুর চতুর্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা-
৯টি
১৮টি
১৬টি
৩২টি
32. একটি সেমিকন্ডাক্টরের ইলেক্ট্রিক্যাল রেজিস্ট্যান্স তাপমাত্রার সাথে-
বৃদ্ধি পায়
স্থির থাকে
হ্রাস পায়
কোনোটিই নয়
33. জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়-
অ্যানোডে
ক্যাথোডে
অ্যানোড ও ক্যাথোড উভয়টিতে
বর্ণেত কোনোটিতেই নয়
35. হৃদযন্ত্রের সংকোচন হওয়াকে বলা হয়-
ডায়াস্টল
সিস্টল
ডায়াসিস্টল
উপরের কোনোটিই নয়
36. ETP বলতে কী বুঝায়?
Energy Transition Plant
Emergency Treatment Plant
Equalization Transfer Plant
Effluent Treatment Plant
ব্যাখ্যা: ইটিপি হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে তরল বর্জ্য পদার্থ পরিশোধন করা হয়।
37. নিচের কোন রোগটি DNA ভাইরাসঘটিত?
ডেঙ্গুজ্বর
স্মলপক্স
কোভিড-১৯
পোলিও
38. ১৭৮ O আইসোটোপের নিউট্রন সংখ্যা কত?
১৭
২৫
39. প্রোটিন তৈরি হয়-
ফ্যাটি এসিড দিয়ে
সাইট্রিক এসিড দিয়ে
অ্যামিনো এসিড দিয়ে
অক্সালিক এসিড দিয়ে
40. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –
হাইড্রোজেন
নাইট্রোজেন
মিথেন
ইথেন