Image
বিজ্ঞান MCQ
41. কোন নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক ভর সবচেয়ে কম --
হিলিয়াম
আর্গন
নিয়ন
জেনন
42. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
গলন
বাষ্পীভবন
প্রস্বেদন
সালোকসংশ্লেষণ
43. কোনটিকে চুম্বকে পরিণত করা যায়?
তামা
ইস্পাত
পিতল
সোনা
44. করোনা ভাইরাস রোগের প্রাদুর্ভাবে দ্বিতীয় সর্বোচ্চ - মৃত্যুবরণ করেছে কোন দেশে?
ব্রাজিলে
মার্কিন যুক্তরাষ্ট্র
ভারত
রাশিয়া
45. মানবদেহে তাপ ও শক্তি উৎপাদন করে কোনটি?
ভিটামিন
পানি
স্নেহ পদার্থ
খনিজ লবন
46. গোয়েন্দা বিভাগে কোন রশ্মি ব্যবহৃত হয়?
বেকেরেল রশ্মি
এক্স রশি
বিটা রশ্মি
গামা রশ্মি
47. কোন মাধ্যমের তাপমাত্রা বাড়ালে ঐ মাধ্যমে শব্দের গতি--
কমে
অপরিবর্তিত থাকে
বাড়ে
অনিয়মিত হয়
48. ভিতরের দিকে কন্টুর মান বেশি হয় তবে MKS পদ্ধতিতে বলের একক-
dyne
newton
kilograme
watt
49. যে বিজ্ঞান জীবাশ্ম সম্বন্ধে আলোচনা করে-
ফসিওলজি
মারফোলজি
প্যালিয়েন্টোলজি
ফাইটোজেনি
50. সর্বোচ্চ গলনাংক বিশিষ্ট ধাতু হল-
টাংস্টেন
প্লাটিনাম
জারকানিয়াম
টাইটানিয়াম
51. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ---
রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
বন্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
53. রেফ্রিজারেটরের কম্প্রেসারের মধ্যে যে তরল পদার্থ ব্যবহার করা হয় তার নাম-
নিয়ন
ফ্রেয়ন
অক্সিজেন
হাইড্রোজেন
54. টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়-
তড়িৎ শক্তি
শব্দ শক্তি
চৌম্বক শক্তি
আলোক শক্তি
55. সাধারণ ড্রাইসেল ব্যাটারিতে ইলেকট্রোড হিসাবে থাকে-
তামার দন্ড ও দস্তার দন্ড
তামার পাত ও দস্তার পাত
কার্বন দন্ড ও দস্তার কৌটা
তামার দন্ড ও দস্তার কৌটা
57. দুগ্ধদানকারী মায়ের জন্য কোন মিনারেল অত্যন্ত জরুরী?
জিংক
আয়োডিন
ক্যালসিয়াম
আয়রন
58. কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা হলেন-
নিউটন
ম্যাক্সপ্ল্যাঙ্ক
হাইগেন
ম্যাক্সওয়েল
59. নিম্নের কোনটি আগ্নেয় শিলা?
মার্বেল
গ্রানাইট
কয়লা
নিস
60. পারমাণবিক চুক্তিতে চাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
সোডিয়াম
পটাসিয়াম
ম্যাগনেসিয়াম
কোনটিই নয়