বিজ্ঞান MCQ
261. সাবানের আয়নিক গ্রুপ হলো –
R_3NH+
COO-Na+
R_2NH_2+
SO3-Na+
262. ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভাল পদ্ধতি –
বয়লিং
বেনজিন ওয়াশ
ফরমালিন ওয়াশ
কেমিক্যাল স্টেরিলাইজেশন
263. পরম শূন্য তাপমাত্রা কোনটি?
২৭৩° সেন্টিগ্রেড
০° কেলভিন
০° সেন্টিগ্রেড
-২৭৩° ফারেনহাইট
264. কোনটি নবায়নযোগ্য জ্বালানী নয়?
পরমাণু শক্তি
হাইড্রো
সোলার
গ্যাস
265. শ্রেণীবদ্ধ চারটি সমান রোধের যোগফল ৪৮ ওহম। রোধগুলোর সমান্তরাল সমতুল্য রোধ কত?
৩ ওহম
১২ ওহম
৬ ওহম
১৮ ওহম
266. আদর্শ ভোল্টেজ উতসের অভ্যন্তরীণ রোধ কত?
অসীম
অনেক বড়
অতি ক্ষুদ্র
শূন্য
267. 'ডিজিটাল বাংলাদেশ' ঘোষণা করা হয়-
২৯ ডিসেম্বর, ২০০৯
২১ ডিসেম্বর, ২০০৮
১২ ডিসেম্বর, ২০০৮
১২ ডিসেম্বর, ২০০৯
268. খনিজ লবণের প্রধান উৎস
মাংস, ডিম
দুধ, কলা
সবুজ শাক সবজি
সবগুলি
269. কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?
বায়বীয়
তরল
কঠিন
শূন্য
270. এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন-এর মৌলিক উপাদান –
প্রোটিন
লবণ
ভিটামিন
ক্যালসিয়াম
271. কোন দেশের পাওয়ার সিস্টেমে দুই ধরনের ফ্রিকোয়েন্সীর ব্যবহার আছে?
বাংলাদেশ
জাপান
ভারত
আমেরিকা
272. সবচেয়ে বেশি সুপরিবাহী পদার্থ?
তামা
এ্যালুমিনিয়াম
লোহা
সোনা
273. রেক্টিফায়ার তড়িৎ প্রবাহকে-
বৃদ্ধি করে
হ্রাস করে
একমুখী করে
কোনটিই নয়
274. কোনটি ইনপুট ডিভাইজ নয়?
প্রিন্টার
স্ক্যানার
কী-বোর্ড
মাউস
ব্যাখ্যা: তথ্য: ক্যামেরা, কী-বোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, বিভিন্ন ধরনের সেন্সর, টাচ স্কিন ইত্যাদি হচ্ছে ইনপুট ডিভাইস। আউটপুট হচ্ছে কম্পিউটার অথবা মোবাইল ফোনের পর্দায় যেটা প্রর্দশিত হয় Monitor; Printer; Audio; Speakers; Headphones ইত্যাদি আউটপুট ডিভাইস।
275. ফলিক এসিডের অন্য নাম কোনটি?
ভিটামিন বি ১২
ভিটামিন বি ৯
ভিটামিন বি ১
ভিটামিন বি ৬
276. লোহার ক্ষয়রোধ করতে ব্যবহৃত হয়?
তামা
রুপা
এ্যালুমিনিয়াম
দস্তা
277. মকরক্রান্তি রেখা কোনটি?
২৩° ৩০’ দক্ষিণ অক্ষাংশ
২৩° ৩০’ পশ্চিম দ্রাঘিমাংশ
২৩° ৩০’ পূর্ব দ্রাঘিমাংশ
২৩° ৩০’ উত্তরের অক্ষাংশ
278. ব্যাকটেরিয়ার গতিশীলতার জন্য তার যে গঠন দায়ী তা হলো –
পিল্লি
ফ্ল্যাজেলা
শীথ
ক্যাপসুলস
279. বাংলাদেশের কোন সেক্টরটি কেবলমাত্র নৌ কমান্ডার দ্বারা গঠিত হয়েছিল?
৯ নং
১১ নং
১০ নং
১২ নং
ব্যাখ্যা: তথ্য: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন ১০ নং সেক্টও কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল। এ সেক্টও গঠনের উদ্যোক্তা ছিলেন ফ্রান্সের প্রশিক্ষণ প্রাপ্ত পাকিস্তান নৌ বাহিনীর আটজন বাঙ্গালি নৌ কমান্ডার। এ সেক্টরে কোন কমান্ডার ছিলনা।
280. ‘কেপলার-৪৫২বি’ কী?
একটি মহাকাশযান
পৃথিবীর মতো একটি গ্রহ
সূর্যের মতো একটি নক্ষত্র
এর অত্যাধুনিক টেলিস্কোপ