বিজ্ঞান MCQ
61. ভূমিকম্পে সৃষ্ঠ তরঙ্গ কি ধরণের-
আড় তরঙ্গ
লাম্বিক তরঙ্গ
আড় ও লাম্বিক তরঙ্গ
স্থির তরঙ্গ
62. বল ও সরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হলে কাজের মান শূন্য হবে?
০
৯০
৬০
১৮০
63. কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম?
ভূ-পৃষ্ঠে
মেরু অঞ্চলে
নিরক্ষীয় অঞ্চলে
পৃথিবীর কেন্দ্রে
64. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস্য?
তেল
গ্যাস
কয়লা
সমুদ্রের ঢেউ
65. পরম শূন্য তাপমাত্রা কোনটি?
273 C
-273 C
0.C
0.k
66. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
পিত্তথলি
লিভার
অগ্ন্যাশয়
পিটুইটারী গ্রন্থি
67. স্ট্রিট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম?
টিটেনাস
রেবিস
হাম
যক্ষ্মা
68. কাস্ট আয়রণ- প্রতিক্রিয়ায় আহরিত হয়
বেইজমার
সিমেন্টেশন
ক্রসিবল
ফার্নেস
69. ঘড়ির কাঁটার গতি কি ধরনের গতি?
রৈখিক গতি
পর্যায়বৃত্ত গতি
স্পন্দন গতি
উপবৃত্তাকার গতি
70. কোন ধর্মেও কারণে বৃষ্টির ফোটা গোলাকার হয়-
সংশক্তি
সংযুক্তি
সান্দ্রতা
তলটান
71. গাছ থেকে আমটি মাটিতে পড়ল। এটি কোন ধরনের বলের উদাহরণ?
চৌম্বক বল
তড়িৎ চৌম্বক বল
নিউক্লীয় বল
মহাকর্ষ বল
72. আধুনিক জেন্ট বিমান কোন সূত্র ব্যবহার করে চালানো হয়?
অভিকর্ষ সূত্র
নিউটনের গতি সূত্র
ফ্যারেডের সূত্র
ভরবেগের নিত্যতা সূত্র
73. খাদ্যশক্তি কিসের মাধ্যমে পরিমাপ করা হয়?
জুল
কিলো জুল
ক্যালরি
কিলো ক্যালরি
74. রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার জন্য দায়ী কোনটি?
হেপারিন
হিস্টোমিন
হিমোগ্লোবিন
লিম্ফোসাইট
75. ইয়ং এর গুণাঙ্ক কার সবথেকে বেশি
রাবার
তামা
স্বর্ণ
ইস্পাত
76. ব্যাকটেরিয়া কী?
জড় বস্তু
উদ্ভিদ
প্রাণী
অণুজীব
77. অতি বেগুনি রশ্মি কোথা থেকে আসে?
চন্দ্র
তারকা
সূর্য
ব্ল্যাক হোল
78. একটি মুদ্রা ২ বার নিক্ষেপ করলে অন্তত ১ বার Head পড়ার সম্ভাবনা কত?
১/২
২/৩
৩/৪
১
79. কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি?
শূন্য
কঠিন মাধ্যম
তরল মাধ্যম
বায়বীয় মাধ্যম
80. গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘণ্টা আগে?
৬ ঘণ্টা
৫ ঘন্টা
৪ ঘণ্টা
৩ ঘণ্টা