বিজ্ঞান MCQ
141. মানুষের দেহকোষে ক্রোমোজমের সংখ্যা-
৪২টি
৪৪টি
৪৬টি
৪৮টি
ব্যাখ্যা: ব্যাখ্যা মানুষের দেহকোষে ক্রোমোজোম ২৩ জোড়া বা ৪৬টি। এদের মধ্যে ২২ জোড়া অটোজোম, যা সব পুরুষ ও স্ত্রীলোকের মধ্যে একই। বাকি ১ জোড়া হলো সেক্স বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম, যা স্ত্রী ও পুরুষ দেহে ভিন্ন ভিন্ন।
142. অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড কোনটি?
গ্লাইসিন (Glycine)
সেরিন (Serine)
সিস্টিন (Cistine)
ভ্যালিন (Valine)
143. জেমস্ ওয়েব টেলিস্কোপ কোন ধরনের রেডিয়েশন ব্যবহার করে?
Ultra-violet
Infrared
Visible
X-ray
144. এন্টিবডি তৈরি করে নিচের কোনটি?
Red blood corpscle
Thrombocyte
B Lymphocyte
Monocyte
145. কোন অর্গানেলটি পর্দা দ্বারা আবেষ্টিত থাকে না?
রাইবোসোম
ক্লোরোপ্লাস্ট
মাইটোকন্ড্রিয়া
পারোক্সিসোম
146. নিচের কোনটি গ্রীনহাউজ গ্যাস নয়?
জলীয় বাষ্প (H₂O)
কার্বন ডাইঅক্সাইড (CO₂)
মিথেন (CH4)
নাইট্রিক অক্সাইড (NO)
147. প্রাকৃতিক ইউরেনিয়ামে শতকরা কতভাগ 2.38U আইসোটোপ থাকে?
50%
99.3%
0%
69.3%
148. আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?
৩৩
৩৮
৩৬
88
ব্যাখ্যা: ব্যখ্যা কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বলা হয়। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা ৩৩।
149. অণুজীব বিজ্ঞানের জনক কে?
রবার্ট কক্
এডওয়ার্ড জেনার
লুইস পাস্তুর
এন্টনি ভন লিউয়েন হুক।
150. প্রকৃতিতে মৌলিক বল কয়টি?
২টি
৩টি
৪টি
৫টি
151. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী?
ট্যাকোমিটার
অ্যালটিমিটার
ওডোমিটার
অডিওমিটার
ব্যাখ্যা: ব্যাখ্যা উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম ট্যাকোমিটার। উচ্চতা নির্ণায়ক যন্ত্র অলটিমিটার, মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র ওডোমিটার এবং শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র অডিওমিটার।
152. বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হল-
অক্সিজেন
নাইট্রোজেন
কার্বন ডাই-অক্সাইড
হাইড্রোজেন
153. মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি?
চারটি
পাঁচটি
তিনটি
দুইটি
ব্যাখ্যা: ব্যাখ্যা বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার ১৯০০ সালে মানুষের রক্তের গ্রুপ আবিষ্কার করেন। অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতির ওপর ভিত্তি করে মানবদেহের রক্তকে চারটি গ্রুপে ভাগ করা হয়। যথা- A, B, AB O'O' রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা এবং 'AB' গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়।
154. সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত?
৪:১:১
৪:২:৩
৪:২:২
৪:৩:২
155. গমের মোজাইক ভাইরাস কীভাবে ছড়ায়?
ইদুরের মাধ্যমে
মাইটের মাধ্যমে
বাতাসের মাধ্যমে
পাখির মাধ্যমে
156. বাতাস একটি--
ডায়াচুম্বকীয় পদার্থ
প্যারাচুম্বকীয় পদার্থ
ফেরেচুম্বকীয় পদার্থ
অ্যান্টিফেরেচুম্বকীয় পদার্থ
ব্যাখ্যা: ব্যাখ্যা বাতাস বা বায়ু যে উপাদানগুলো নিয়ে গঠিত তার মধ্যে অক্সিজেন প্যারাচুম্বকীয় পদার্থ এবং নাইট্রোজেন, আর্গন, কার্বন ডাই-অক্সাইড হলো ডায়াচুম্বকীয় পদার্থ। অক্সিজেনের প্যারাচুম্বকীয় বৈশিষ্ট্য অন্যান্য গ্যাসগুলোর ডায়াচুম্বকীয় বৈশিষ্ট্যের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তাই সামগ্রিকভাবে বায়ুকে প্যারাচুম্বকীয় পদার্থ হিসেবে বিবেচনা করা হয়।
157. জীববিজ্ঞানে কী ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়?
বায়োইনফরমেটিক্স
বায়োমেট্রিক্স
বায়োকেমিস্ট্রি
কোনোটিই নয়
158. টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহৃত হয়-
রেডিও ওয়েভ
অবলোহিত রশ্মি
আল্ট্রা ভায়োলেট
দৃশ্যমান রশ্মি
ব্যাখ্যা: ব্যাখ্যা তড়িৎচৌম্বক বিকিরণের তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা 10-m থেকে 5 x 10m হলে সেটি বেতার তরঙ্গ বা রেডিও ওয়েভ। বেতার তরঙ্গের কয়েকটি উপবিভাগ হলো মাইক্রোওয়েভ বা মাইক্রো তরঙ্গ, রাডার তরঙ্গ এবং টেলিভিশন তরঙ্গ। দূরবর্তী স্থানে শব্দ বা ছবি প্রেরণের জন্য বেতার তরঙ্গ ব্যবহার করা হয়। সুতরাং টেলিভিশনে রেডিও ওয়েভ তরঙ্গ ব্যবহৃত হয়।
159. জলীয় দ্রবণে PH এর সর্বোচ্চ মান কোনটি?
৭
১০
১৪
২০
160. কোনটি আলোর প্রাথমিক রং হিসাবে বিবেচনা করা হয় না?
সবুজ
নীল
লাল
হলুদ