Image
বিজ্ঞান MCQ
121. প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
সাগর
হ্রদ
বৃষ্টি
নদী
122. কাঁদুনে গ্যাসের অপর নাম-
ইথেন
মিথেন
নাইট্রোজেন
ক্লোরোপিক্রিন
123. রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় ভিটামিনটি হল-
Vitamin K
Vitamin A
Vitamin B
Vitamin C
124. ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট তৈরি করা হয়-
টাংস্টেন
আয়রণ
কার্বন
লেড
125. সৌর শক্তির উৎস হলো-
ফিউশন বিক্রিয়া
চেইন বিক্রিয়া
ফিশন বিক্রয়া
রাসায়নিক বিক্রিয়া
126. ফোটন শক্তি 'E' এর সমীকরণটি হল-
h/c
hc/
c/h
cha
127. AC প্রবাহ কে DC প্রবাহে রূপান্তর করতে কোন ডিভাইসটি ব্যবহার করা হয়?
ডায়োড
জেনারেটর
ট্রানজিস্টার
অ্যামপ্লিফায়ার
128. নিচের কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল ও বায়বীয় তিন অবস্থাতেই পাওয়া যায়?
পারদ
কপূর
পানি
লবণ
129. আপেক্ষিক তত্ত্ব অনুসারে নিচের কোনটি ধ্রুব?
দৈর্ঘ্য
ভর
সময়
আলোর দ্রুতি
130. মোটর গাড়ীতে ব্যবহৃত ব্যটারীতে কোন এসিড থাকে?
নাইট্রিক এসিড
হাইড্রোক্লোরিক এসিড
সালফিউরিক এসিড
এসিটিক এসিড
131. কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল। একই পাঠ দেখায়?
160°C
-40°C
160°C 40°C
-160°C
132. যে ডিভাইস এক ধরনের শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর করতে পারে তাকে কি বলে?
ডায়োড
ক্লিপার
ট্রান্সডিউসার
অ্যামপ্লিফায়ার
133. ডেঙ্গুজ্বর নিচের কোন ধরনের 'মশার' মাধ্যমে ছড়াই?
পুরুষ এডিশ মশা
পুরুষ অ্যানোফিলিস মশা
স্ত্রী কিউলেক্স মশা
স্ত্রী এডিস মশা
134. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
গ্লিসারিন
ফিটকিরি
ক্যালসিয়াম কার্বনেট
সোডিয়াম ক্লোরাইড
135. ধাতব কার্বোনেটের সাথে এসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়-
লবণ
পানি
কার্বন ডাইঅক্সাইড
সবগুলো
136. নিচের কোন উপাদানটি বায়ুতে সবচেয়ে বেশি রয়েছে?
কার্বন ডাইঅক্সাইড
অক্সিজেন
নাইট্রোজেন
জলীয় বাষ্প
137. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে কী ব্যবহৃত হয়?
প্লুটোনিয়াম
ইউরোনিয়াম
ডিউটেরিয়াম
পলোনিয়াম
138. দ্বিপদ নামকরণে দ্বিতীয় নামটি নির্দেশ করে-
প্রজাতি
বর্গ
রাজ্য
শ্রেণি
139. পাওয়ার ট্রান্সমিশন কেন High Voltage এ করা হয়?
বেশি কারেন্ট পাবার জন্য
দূরবর্তী স্থানে ট্রান্সমিশন করার জন্য
ট্রান্সমিশন লাইনের খরচ কমানোর জন্য
উপারের সবকটি
140. একটি বৈদ্যুতিক বাতির গায়ে 100W-220V লেখা আছে। বাতিটির রোধ কত?
200 Ω
400 Ω
300 Ω
220 Ω