EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Courses

Discover our wide range of online courses designed to help you learn new skills, master complex topics, and achieve your academic or career goals.

সালের প্রশ্ন

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
181. অক্সিডাইজিং শিখায় অক্সিজেন (O₂) এবং অ্যাসিটিলিন (C₂H₂)-এর অনুপাত?
0.9:1
1:0.9
1.5:1
1.5:2
ব্যাখ্যা: অক্সিডাইজিং শিখা: যে শিখার অ্যাসিটিলিনের চাইতে অক্সিজেন গ্যাসের পরিমাণ বেশি থাকে তাকে অক্সিডাইয়িং শিখা বলে। এতে অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের অনুপাত ১.৫:১।
183. কোন শিখায় অক্সিজেন ও অ্যাসিটিলিনের পরিমাণ সমান থাকে?
নিউট্রাল শিখা
কার্টুরাইজিং
অক্সিডাইজিং শিখা
কোনোটিই নয়
ব্যাখ্যা: নিরপেক্ষ শিখাঃ যে শিখার অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের পরিমাণ সমান থাকে (অনুপাত ১:১) তাকে নিরপেক্ষ (Neutral) শিখা বলে। সমপরিমাণ অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের সমন্বয়ে গঠিত এই নিরপেক্ষ শিখার ব্যবহারই সর্বাধিক।
184. অ্যাসিটিলিন সিলিন্ডারে সাধারণত কী রং দেওয়া থাকে?
সাদা (White)
হলুদ (Yellow)
কালো (Black)
খয়েরি লাল (Maroon)
185. Which of the following is not the most important feature of slip gauge?
Length between measuring surface
Flatness
Surface conditions of measuring surface
Adhereness efficiency
186. Which of the option is correct for given statements about slip gauge form? Statement 1: Grade 2 is the workshop grade. Statement 2: Square slip gauge is more expensive and adhere better to each other when wrong.
Only statement 1 is true
Only statement 2 is true
Both the statements are true
Both the statements are not true
187. গ্যাস ওয়েন্ডিং-এর সময় টর্চের টিপে উচ্চ শব্দ করে শিখা সাময়িকভাবে নিভে আবার জ্বলাকে…… বলে।
ফ্লাশ ব্যাক
অক্সিডাইজেশন
ফিউশন
ব্যাকফায়ার
ব্যাখ্যা: ব্যাক ফায়ার : ব্যাক ফায়ার গ্যাস ওয়ান্ডিং করার সময় টর্চের টিপে শব্দ করে শিখা সাময়িকভাবে নিতে আবার জ্বলে একেই ব্যাক ফায়ার বলে। ফ্লাশ ব্যাক: চাশ ব্যাক গ্যাস ওয়েল্ডিং করার সময় ওয়েল্ডিং উর্চ টিপ অথবা হোজ পাইপের ভিতরে শিনার অন্তর্মুখী প্রজ্বলনকে ফ্লাশ ব্যাক বলা হয়।
188. হোজপাইপের ভিতর শিখার অন্তর্মুখী প্রজ্বলনকে….. বলে।
ব্যাকফায়ার
কাটিং টর্চ
ফ্লাশ ব্যাক
ওয়েল্ডিং টর্চ
ব্যাখ্যা: ব্যাক ফায়ার: ব্যাক ফায়ার গ্যাস ওয়ান্ডিং করার সময় টর্চের টিপে শব্দ করে শিখা সাময়িকভাবে ক নিভে আবার জ্বলে একেই ব্যাক ফায়ার বলে। ফ্লাশ ব্যাক: ফ্লাশ ব্যাক গ্যাস ওয়েল্ডিং করার সময় ওয়েন্ডিং টির্চ টিপ অথবা হোজ গাইপের ভিতরে শিখার অন্তর্মুখী প্রমূলনকে ক্লাশ ব্যাক বলা হয়।
190. শিখার কোথায় সর্বোচ্চ তাপমাত্রা থাকে?
বাহির কোণে
ভিতরের কোণে
টর্চ টিপে
মধ‌্য কোনে
192. অ্যাসিটিলিন গ্যাস সিলিন্ডারে থাকে- অবস্থায়।
কঠিন
গ্যাসীয়
তরল
তরল বা কঠিন
193. অ্যাসিটিলিন সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার অপেক্ষা লম্বায়…. হয়।
বড়
ছোট
বড় ও ছোট যে-কোনো একটি
কোনোটিই নয়
194. কার্বুরাইজিং শিখায় অক্সিজেন (O₂) ও অ্যাসিটিলিন (C₂H₂)-এর অনুপাত?
0.9:1
1.3
1:1.5
1.5:1
ব্যাখ্যা: কার্টুরাইজিং শিখা: যে শিখায় অক্সিজেনের চাইতে অ্যাসিটিলিনের পরিমাণ বেশি থাকে (অনুপাত ০.৯:১) তাকে কার্টুরাইজিং শিখা বলে। নিরপেক্ষ শিখা: যে শিখার অক্সিজেন ও আসিটিলিন গ্যাসের পরিমাণ সমান থাকে (অনুপাত ১:১) তাকে নিরপেক্ষ (Neutral) শিখা বলে। সমপরিমান অক্সিজেন ও আঅ্যাসিটিলিন গ্যাসের সমন্বয়ে গঠিত এই নিরপেক্ষ শিখার ব্যবহারই সর্বাধিক। অক্সিডাইজিং শিখা: যে শিখায় অ্যাসিটিলিনের চাইতে অক্সিজেন গ্যাসের পরিমাণ বেশি থাকে তাকে অক্সিডাইজিং শিখা বলে। এতে অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের অনুপাত ১.৫:১।
195. দাহ্য গ্যাস হিসেবে অ্যাসিটিলিন ছাড়া কী কী ব্যবহার হয়?
হাইড্রোজেন (H₂)
প্রোপেন (C₃H8)
মিথেন (CH4)
উপরের সবগুলো
198. নিরপেক্ষ শিখা ব্যবহৃত হয়…. ওয়েল্ডিং-এ।
স্টিল
কাস্ট আয়রন
কপার
সবগুলো
200. অক্সি-অ্যাসিটিলিন গ্যাস শিখা কয় প্রকার?
2 প্রকার
3 প্রকার
4 প্রকার
6 প্রকার
ব্যাখ্যা: গ্যাস ওয়েল্ডিং-এ অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণকে জ্বালানোর কলে যে শিখার উৎপত্তি হয় তাকে অক্সি- অ্যাসিটিলিন শিখা বলে। অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসকে টর্চের মাধ্যমে প্রয়োজনীয় অনুপাতে মিশিয়ে এই শিখা তৈরি করা হয় । অক্সি-অ্যাসিটিলিন শিখা তিন প্রকার, যথা- ১। কার্বুরাইজিং বা কাইনাইজিং শিখা (Carbarizing or carbonizing flame): ২। নিরপেক্ষ শিখা ( Neutral flame): ৩। অক্সিডাইজিং শিখা (Oxydizing flame)