MCQ
161. কোনো একটি জবের নির্দিষ্ট একটি হোলকে পিন, বাটন, লোকেট করার প্রক্রিয়াকে বলে-
ট্রেসার
পিন হোল
প্যান্টোমিল
হোল লোকেশন
162. The difference between the upper limit and lower limit of a dimension is called-
nominal size
basic size
actual size
tolerance
163. কোন ওয়েল্ডিং পদ্ধতিতে পোলারিটি দরকার হয় না?
মিগ ওয়েল্ডিং
টিগ ওয়েল্ডিং
ক ও খ
কোনোটিই নয়
164. নিষ্ক্রিয় গ্যাস ব্যবহৃত হয় কোন ওয়েল্ডিং- এ?
টিগ
গ্যাস ওয়েন্ডিং
থামিট
রেজিস্ট্যান্স
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: আর্ক ওয়েল্ডিং-এর যে পদ্ধতিতে টিগ, বিগ, হিলিয়াম, আর্গন, নিরন প্রকৃতি নিষ্ক্রিয় গ্যাসের অবিরাম প্রবাহের ভিতর ইলেকট্রোড ও কাজের মধ্যে আর্ক তৈরি করে ওয়েল্ডিং করা হয়, তাহাই নিষ্ক্রিয় গ্যাস আর্ক ওয়েল্ডিং নামে পরিচিত।
165. What is the permissible gauge error for Grade 0? (1 is length of slip gauge in mm) --
±(0.1+0.0021)µm
± (0.2-0.0021)µm
± (0.1+0.021)µm
± (0.1+0.0051) µm
166. আধুনিক জিগ বোরিং মেশিনে কেমন সুক্ষ্মতা পাওয়া যায়?
0.01 ইঞ্চি পর্যন্ত
0.0001 ইঞ্চি পর্যন্ত
0.001 ইঞ্চি পর্যন্ত
0.00001 ইঞ্চি পর্যন্ত
167. অক্সিজেন সিলিন্ডারে সাধারণত কী রং দেওয়া থাকে?
সাদা
হলুদ
কালো
খয়েরি লাল
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: ১। USA-তে অক্সিজেন সিলিন্ডার-এর কালার গ্রিন হয়।।
২। আন্তর্জাতিক ক্ষেত্রে অক্সিজেন সিলিভারের রং সাদা হয়।
৩। বাংলাদেশের ফেরে অক্সিজেন সিলিন্ডারের রং কালো হয়।
168. টিগ ওয়েল্ডিং-এ কোন ইলেকট্রোড ব্যবহৃত হয়?
ক্ষয়িষ্ণু
অক্ষয়িষ্ণু
ক ও খ
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: টিগ ওয়েল্ডিং-এর বৈশিষ্ট্য।
১। অক্ষয়ীষ্ণু দিংস্টেন ইলেকট্রোড ব্যবহার করা হয়। উচরজানা
২। আর্গন হিলিয়াম নাইট্রোজেন ইত্যাদি নিষ্ক্রীয় গ্যাস অবিরাম প্রবাহে ওয়েন্ডিং করা হয়।
৩। ফিলার রড ব্যবহার করা হয়।
৪। টর্চ ঠান্ডার লক্ষ্যে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়।
৫। তুলনামূলকভাবে সহজে ওয়েন্ডিং করা যায়।
169. In absence of parallelism, what is the size of slip gauge?
Distance between two measuring faces
Distance between the centre of the exposed face to the surface of a body
Distance between the top edge of the exposed surface and same edge of a body
Distance between contacting part of gauge and body
170. টিগ ওয়েল্ডিং টর্চ কী দ্বারা ঠান্ডা করার ব্যবস্থা থাকে?
বাতাস ও পানি
পারদ
কেরসিন
ডিজেল
171. নিচের কোন পদ্ধতিতে অক্ষয়িষ্ণু টাংস্টেন ইলেকট্রোড ব্যবহৃত হয়?
মিগ (MIG)
টিগ (TIG)
ক ও খ
কোনোটিই, নয়
172. ইঞ্জিনিয়ারিং-এর যে অংশ বিভিন্ন ধরনের টুলস-এর ডিজাইন, গঠন, তৈরি পদ্ধতি, ম্যাটেরিয়ালস, কার্যপদ্ধতি, ত্রুটিবিচ্যুতি, সুবিধা-অসুবিধা ইত্যাদি নিয়ে আলোচনা করে, তাকে বলে-
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
ডিজাইন ইঞ্জিনিয়ারিং
টুলস ইঞ্জিনিয়ারিং
কোনোটিই নয়
173. In a unilateral system of tolerance, the tolerance is allowed on-
one side of the actual size
one side of the nominal size
both sides of the actual size
both sides of the nominal size
174. কার্টুরাইজিং শিখায় উৎপন্ন তাপমাত্রা-
5850°F
5600° F
5700°F
5700°C
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
advanced welding
ব্যাখ্যা: কার্টুরাইজিং শিখা: যে শিখায় অক্সিজেন এর চাইতে অ্যাসিটিলিনের পরিমাণ বেশি থাকে তাকে কাবুরাইজিং শিখা বলে। একে রিডিউসিং শিখাও (Reducing flame) বলা হয়। এই শিখাতে অক্সিজেন ও আঅ্যাসিটিলিন গ্যাসের অনুপাত থাকে। ০.৯:১। অভ্যন্তরীণ কোথ (Inner cone) এবং বাহ্যিক এমডেলগ (Outer envelope)-এর মধ্যবর্তী লম্বা পালক আকৃতি দেখে এর শিখা চেনা যায়। কার্বন-এর পরিমাণ বেশি থাকে বলে এই শিখা প্রধানত ধাতুর উপরিভাগ শক্ত করার কাজে (Hand surfacing) ব্যবহৃত হয়। কার্তুরাইজিং শিখার নিকটতম তাপমাত্রা ৫৭০০° ফার।
175. ফেন্ট বন্ডে পলিশিং কম্পাউন্ড হিসাবে কী ব্যবহৃত হয়?
লোহা
চামড়া
সিমেন্ট
প্লাস্টিক
176. The instrument which has all the features of try-square, bevel protector, rule and scriber is –
outside micromere
vernier caliper
combination set
none of the above
177. চিপসহ দ্রব্য উৎপাদনকারী মেশিন টুলস কোনটি?
শিয়ারিং মেশিন
মিলিং মেশিন
প্রেস মেশিন
রোলিং মেশিন
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: চিপসহ উৎপাদনকারী মেশিনসমূহ:
১। লেদ মেশিন
২। ড্রিল মেশিন
৩। মিলিং মেশিন
৪। শেখার মেশিন
৫। প্লেনার মেশিন
178. চিপবিহীন উৎপাদনকারী মেশিন কোনটি?
লেদ
শেপার মেশিন
মিলিং মেশিন
শিয়ারিং মেশিন
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
metrology mcq
ব্যাখ্যা: চিপবিহীন মেশিনসমূহ:
(ক) শিয়ারি। মেশিন, (খ) প্রেস মেশিন, (গ) রোলিং মিল ইত্যাদি।
179. নিরপেক্ষ শিখা দ্বারা একটি মাইন্ড স্টিল-এ কার্যবস্তু ওয়েন্ড করতে 10 Litre অ্যাসিটিলিন লাগলে কতটুকু অক্সিজেন লাগবে?
5 Littre
15 Littre
10 Littre
20 Littre
180. Why ceramic slip gauges is better than steel dip gauges?
Due to its wringing capability
Due to its resistance to impact
Due to its resistance to wear
Due to its thergual expansion