Image
MCQ
141. জবকে ধরে রাখে এবং কাটিং টুলকে সঠিক পথে নিয়ন্ত্রণ করে কোনটি?
জিগ
ফিক্সচার
হোল্ডার
টুল
142. টুলের দুইটি পর্যায়ক্রমিক গ্রাইন্ডিং-এর মধ্যে যে সময় অতিবাহিত হয়, তাকে বলে-
টুল জিওমেট্রি
টুল লাইফ
টুল অ্যাঙ্গেল
কোনোটিই নয়
143. কার্যবস্তুর সঠিক অবস্থান নির্দেশ করার একটি ডিভাইস হলো-
ক্ল্যাপ
লোকেটর
হোল্ডার
ফিক্সচার
144. চিপ থিকনেস রেশিও-এর মান সাধারণত কত হয়?
এককের থেকে বড়
এককের থেকে ছোট
নির্দিষ্ট মান নেই
কোনোটিই নয়
145. শুধুমাত্র জবকে ধরে রাখে কিন্তু কাটিং টুলকে নিয়ন্ত্রণ করে না কোনটি?
জিগ
ফিক্সার
হোল্ডার
টুল
146. শিট থেকে নির্দিষ্ট আকৃতির ফ্লাট এরিয়া কেটে নেয়ার একটি প্রক্রিয়া হলো--
পিয়ার্সিং
পাঞ্চিং
ট্রিমিং
স্লিটিং (ব্ল‍্যাংকিং)
148. টুল ফেস এবং কাটিং পয়েন্টে মেশিনিংকৃত সারফেসের সাথে স্পর্শক রেখার মধ্যবর্তী কোণকে --বলে।
নোজ রেডিয়াস
কাটিং অ্যাঙ্গেল
লিপ অ্যাঙ্গেল
ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল
149. মেটাল কাটিং প্রক্রিয়ায় ওয়ার্কপিসের সাপেক্ষে টুলের বেগকে বলে-
শিয়ার বেগ
কাটিং বেগ
টুল বেগ
বেন্ডিং
150. কোনো একটি কার্যবস্তু মুক্ত অবস্থায় যে-সকল দিকে চলাচল বা নড়াচড়া করতে পারে বলে অনুমান করা যায়, সে-সকল দিককে ঐ বস্তুর চলাচলের-- বলে।
টুয়েলড ডিগ্রিস অব ফ্রিডম
ডিগ্রিস অব ফ্রিডম
ডিগ্রিস অব রোটেশন
ডিগ্রিস অব মুভমেন্ট
151. টুলের ফেসের সাথে টুলের বেসের সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে, তাকে বলে-
লিপ অ্যাঙ্গেল
ব্যাক র‍্যাক অ্যাঙ্গেল
ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল
কাটিং অ্যাঙ্গেল
152. মেটাল কাটিং প্রক্রিয়ায় ওয়ার্কপিসের সাপেক্ষে চিপের বেগকে বলে-
শিয়ার বেগ
কাটিং বেগ
টুল বেগ
কাটিং স্পিড
153. ড্রয়িং অপারেশন কোনটি?
রিভেটিং
ল্যান্সিং
এম্বোসিং
ব্ল‍্যাংকিং
154. কন্টিনিউয়াস চিপ উৎপন্নের শর্ত নয় কোনটি?
কম পুরুত্বের কাট
উচ্চ কাটিং স্পিড
অপেক্ষাকৃত বেশি র‍্যাক অ্যাঙ্গেল
বেশি পুরুত্বের কাট
156. কার্যবস্তুর মধ্য থেকে শুধুমাত্র গোলাকার অপ্রয়োজনীয় মেটাল পাঞ্চ করে কেটে পৃথক করার প্রক্রিয়াকে বলে-
পিয়ার্সিং
পাঞ্চিং
ট্রিমিং
স্লিটিং
157. কার্টের গভীরতা (t) এবং চিপের পুরুত্ব (tc) এর অনুপাতকেই --বলে
চিপ ব্রেখ রেশিও
চিপ থিকনেস রেশিও
চিপ অ্যাঙ্গেল রেশিও
চিপ রিমুভার
159. টুল ডিজাইনে EDM-এর অর্থ কী?
Electronic Discharge Machining
Electro Discharge Machining
Electra Discharge Machining
Electrical Discharge Machining
160. কাটিং, টুলের ব্যাক ব‍্যাক অ্যাঙ্গেল কমবেশি হলে কী হয়?
জবের কাটিং সারফেস মসৃণ হয়
জবের কাটিং সারফেস অমসৃণ হয়
চিপ গঠন সুন্দর হয়
কোনোটিই হয় না