Image
MCQ
701. In which of the following processes, material is neither added nor removed but is deformed into desired shape?
Surface finishing process
Metal forming process
Casting
Machining
702. স্টেইনলেস স্টিলের প্রধানতম উপাদান কী কী?
ক্রোমিয়াম ও ভ্যানাডিয়াম
নিকেল ও মলিবডেনাম
নিকেল ও ফসফরাস
ক্রোমিয়াম ও নিকেল
703. পিতল কোন প্রকার চুল্লির সাহায্যে তৈরি করা হয়?
বেসিমার
ইলেকট্রিক ফার্নেস
অয়েল ফার্নেস
কিউপোলা
704. বিয়ারিং-এর বল ও রোলার, আর্মার প্লেট ইত্যাদিতে ব্যবহৃত হয়-
নিকেল স্টিল
ক্রোমিয়াম স্টিল
টাংস্টেন স্টিল
স্ট্যালয়
705. কোন প্রকার লৌহ মারুত চুল্লি হতে পাওয়া যায়?
কাস্ট আয়রন
রট আয়রন
পিগ আয়রন
ম্যালিয়েবল আয়রন
706. স্টেইনলেস স্টিল সাধারণত কোন প্রকার চুল্লির সাহায্যে উৎপাদন করা হয়?
বেলিমার
ওপেন হার্থ
বৈদ্যুতিক
পিট
708. Which is false statement about properties of aluminium--
creep strength limits its use
modulus of elasticity is fairly low to fairly low temperatures
wear resistance is very good
fatigue strength is not high
709. কাস্ট আয়রন তৈরি করা হয়-
রাস্ট ফার্নেস-এ
কিউপোলা ফার্নেস-এ
ওপেন হার্থ ফার্নেস-এ
বেসমার কনভার্টার-এ
713. মারুত চুল্লির উচ্চতা মিটারে প্রায়-
(২০-৩০) মিটার
(৪০-৫০) মিটার
(৩০-৪০) মিটার
(১০-২০) মিটার
716. নিচের কোন প্রকার স্টেইনলেস স্টিল অধিক প্রচলিত, বহুল ব্যবহৃত এবং জনপ্রিয়?
হাইক্রোমিয়াম নিকেল স্টিল (১৮% ক্রোমিয়াম ও ২% নিকেল)
ফেরাইটিক স্টেইনলেস স্টিল (২৮% ক্রোমিয়াম ও ০.১২% কার্বন)
অস্টেনাইটিক স্টেইনলেস স্টিল (১৮% ক্রোমিয়াম ৩.৮% নিকেল)
ক্রোমিয়াম' প্রধান স্টেইনলেস স্টিল (১৩% ক্রোমিয়াম ও ০.২-০.৪% কার্বন)
717. Some tableware plates commonly known as melamine is made of-
Thermoplastics material
Thermoset plastic material
Glass reinforced plastics material
PVC plasties material
718. স্টোরেজ ব্যাটারি, জার্নাল বিয়ারিং, ক্যাবলের আয়রন হিসেবে নিচের কোন ধাতুটি বেশি ব্যবহার হয়?
রৌপ্য
দস্তা
টিন
সিসা
719. বল রিয়ারিং সাধারণত কী দ্বারা তৈরি করা হয়?
কার্বন সিস্টল
কার্বন ক্রোম স্টিল
স্টেইনলেস স্টিল
গ্রে কাস্ট আয়রন
720. বল-বিয়ারিং (Ball-bearing) তৈরি করা হয় সাধারণত-
মিডিয়াম কার্বন স্টিল
হাই-কার্বন স্টিল
হাই-স্পিড স্টিল
ক্রোম স্টিল