Image
MCQ
741. নিচের কোন উপাদানটি স্টিলে থাকলে কাঠিন্য ও ভঙ্গুরতা বৃদ্ধি পায় এবং স্টিলকে দুর্বল করে?
সালফার
ম্যাঙ্গানিজ
ফসফরাস
সিলিকন
742. ইস্পাতের মধ্যে কোনগুলো ক্ষতিকারক অপদ্রব্য নয়?
সিলিকন ও ম্যাঙ্গানিজ
সালফার ও ফসফরাস
সিলিকন ও সালফার
ম্যাঙ্গানিজ ও সালফার
743. কোনটি দ্বারা খুব সহজে তার তৈরি করা যায়?
কাস্ট আয়রন
জিঙ্ক
টিন
কপার
744. কোন ধরনের ধাতু কাটার সময় অবিচ্ছিন্ন চিপ (Continuous chip) তৈরি হয়?
ভঙ্গুর (Brittle)
কঠিন (Hard)
নমনীয় (Ductile)
সবকয়টি
745. চিজেল সাধারণত তৈরি করা হয় --স্টিল দ্বারা।
হাই-কার্বন
মাইল্ড
মিডিয়াম কার্বন
ডেড মাইল্ড
746. ম্যাগনেট স্টিলে সবচেয়ে বেশি থাকে কোনটি?
আলুমিনিয়াম
টাংস্টেন
জিঙ্ক
কপার
747. রট আয়রনের নিম্নোক্ত কোন গুণটি এর ব্যবহারের ক্ষেত্রে বিশেষভাবে বিবেচ্য?
এটি কঠিন
এটি শক্তিশালী
এটি করোশন প্রতিরোধে উপযোগী
কোনোটিই নয়
748. কোন প্রকার আয়রনে কার্বনের পরিমাণ বেশি থাকে?
পিগ আয়রন
কাস্ট আয়বন
নড়ুলার আয়রন
রট আয়রন
749. নিম্নের কোন ধরনের পাইপের করোশন প্রতিরোধী ক্ষমতা সর্বনিম্ন?
পিতল
মাইন্ড স্টিল
কাস্ট আয়রন
রট আয়রন
750. সিরামিক কাটিং টুলস কী দ্বারা তৈরি করা হয়?
টাংস্টেন কার্বাইড
সিলিকন অক্সাইড
অক্সিজেন ও অ্যালুমিনিয়াম মিশ্রণ
কোনোটিই নয়
751. জিআই শিটকে আমাদের দেশে কী নামে অভিহিত করা হয়?
প্লেইন শিট
মেটাল প্লেট
টিন শিট
কোনোটিই নয়
752. ঢালাই কার্যে হোয়াইট কাস্ট আয়রনের ব্যবহার সীমিত হওয়ার কারণ, এর-
রঙ রুপালি সাদা
ড‍্যাম্পিং প্রপার্টি কম
অত্যন্ত শক্ত ও ভঙ্গুর গুণাবলি আছে বলে
ক্ষয় প্রতিরোধক ক্ষমতা আছে বলে
753. সিলিকন স্টিল সবচেয়ে বেশি কোথায় ব্যবহার করা হয়?
কেমিক্যাল কারখানায়
ইলেকট্রিক্যাল কারখানায়
পোশাক কারখানায়
সবকয়টি
754. কোনটি তৈরিতে নাইট্রোজেন ব্যবহৃত হয়?
ইউরিয়া
বিস্ফোরক
গান পাউডার
সবগুলো
755. তাপীয় উপাদানসমূহ কী দ্বারা তৈরি করা হয়?
গান মেটাল
কার্বন
জার্মান সিলভার
নাইক্রোম
757. নিচের কোনোটি সবচেয়ে বেশি নমনীয়তা মৌল?
অ্যালুমিনিয়াম
লেড
কপার
রট আয়রন
758. ব্রিনেল নাম্বার দ্বারা কোনটি পরিমাপ করা হয়?
পদার্থের উপর কী পরিমাণ ইলেকট্রোপ্লেটিং করা আছে
পদার্থ কী পরিমাণ শক্ত বা নরম
কোন পদার্থের উপর কী পরিমাণ গ্যালভানাইজড করা আছে
কোন পদার্থে কী পরিমাণ পরমাণু রয়েছে
759. স্লিপ গেজ সাধারণত কী দ্বারা তৈরি করা হয়?
অ্যালয় স্টিল
কাস্ট আয়রন
পিতল
কোনোটিই নয়
760. নিচের কোনটি সবচেয়ে বেশি হালকা?
অ্যাটম
নিউট্রন
প্রোটন
ইলেকট্রন