Image
MCQ
761. কত তাপমাত্রায় হাই-কার্বন স্টিলের হার্ডনেস ঠিক থাকে ?
200°C
100°C
150°C
300°C
763. ০.১৫% স্টিলকে বলে-
ডেড মাইল্ড স্টিল
মিডিয়াম কার্বন
স্টিল অ্যালয়
মাইন্ড স্টিল
764. পিগ আয়রনে কোন প্রকার অপদ্রব্য বেশি থাকলে বেসিক বেসিমার পদ্ধতি ব্যবহার করা হয়?
সিলিকন (Si) ও ম্যাঙ্গানিজ (Mn)
ফসফরাস (P) ও সালফার (S)
ম্যাঙ্গানিজ (Mn) ও সালফার (S)
সিলিকন (Si) ও ফসফরাস (P)
765. কত তাপমাত্রা পর্যন্ত মাইন্ড স্টিলের হার্ডনেস ঠিক থাকে?
300°C
600°C
400°C
700°C
766. রট আয়রন বা পেটালৌহে মিশ্রিত থাকে--
অধিক কার্বন
অধিক কার্বন ও অধিক ধাতুমল
অধিক লৌহ ও ধাতুমল
অধিক লৌহ
767. নিচের কোনটির অভ্যন্তরীণ গঠন আঁশযুক্ত হয়?
রট আয়রন
সংকর ইস্পাত
ইস্পাত
ঢালাইলোহা
768. কীসের পরিমাণ বৃদ্ধি করেও কেস হার্ডেনিং করা হয়?
অক্সিজেন (O₂)
নাইট্রোজেন (N₂)
সোডিয়াম (Na)
হিলিয়াম (He)
769. লৌহের কোন অপদ্রব্যটি ব্লো-হোলজাতীয় ত্রুটি সৃষ্টিতে বাধাদান করে?
সালফার
ম্যাঙ্গানিজ
ফসফরাস
সিলিকন
770. নিচের কোন প্রকার পদ্ধতির মাধ্যমে রট আয়রন উৎপাদন করা হয়?
পাউলিং পদ্ধতি
ক্রসিবল পদ্ধতি
বেসিমার পদ্ধতি
ওপেন হার্থ পদ্ধতি
771. ভঙ্গুরতা কমিয়ে টাফনেস বাড়ানোর জন্য কী করা হয়?
কুয়েঞ্চিং
টেম্পারিং
অ্যানেলিং
নরমালাইজিং
773. কোন প্রকার কাস্ট আয়রন ভঙ্গুর অথচ মেশিনিং করা যায়?
ম্যালিয়েবল কাস্ট আয়রন
চিলড কাস্ট আয়রন
হোয়াইট কাস্ট আয়রন
গ্রে-কাস্ট আয়রন
774. বেসিমার পদ্ধতিতে কোন প্রকার চার্জ ব্যবহার করা হয়?
পিগ আয়রন ও চুনাপাথর
পিগ আয়রন, কোক ও চুনাপাথর
গলিত পিগ আয়রন
আকরিক লৌহ ও লিগ আয়রন
775. কোনটিতে মরিচা পড়ে না?
ঢালাইলোহা
রট আয়রন
স্টেইনলেস স্টিল
কোনোটিই নয়
776. এস্টোন বা বায়ার পদ্ধতিতে রট আয়রন উৎপাদনে প্রথমে ব্যবহার করতে হয়-
কিউপোলা চুল্লি
বেসিমার
ওপেন হার্থ
রিভারবেরেটরি
777. কুয়েঞ্চিং করার পর কী করা হয়?
অ্যানেলিং
টেম্পারিং
নরমালাইজিং
হার্ডেনিং
778. কুয়েঞ্চিং পদ্ধতিতে ঠান্ডা করার জন্য কী ব্যবহার করা হয়?
পানি
বাতাস
তেল
সবগুলো
779. ওপেন হার্থ পদ্ধতিতে স্টিল উৎপাদনে কোন প্রকার পিগ আয়রনে লাইমস্টোন মিশ্রিত করা যায় না?
সিলিকন প্রধান
সালফার প্রধান
ফসফরাস প্রধান
ম্যাঙ্গানিজ প্রধান
780. পিগ আয়রনে কোন প্রকার অপদ্রব্য বেশি থাকলে অ্যাসিড বেসিমার পদ্ধতি ব্যবহার করা হয়?
সিলিকন ও ম্যাঙ্গানিজ
ফসফরাস ও সালফার
ম্যাঙ্গানিজ ও সালফার
সিলিকন ও ফসফরাস