MCQ
981. সুপারহিটেড ভেপারের আচরণ অনেকটা কীসের মতো?
পারফেক্ট গ্যাসের
বাতাসের
স্টিমের
সাধারণ গ্যাসের
982. এসএই ইউনিটে ক্ষমতার একক কী?
ওয়াট
ওয়াট-মিটার
জুল
জুল-মিটার
983. একটি আইডিয়াল মেশিন (Ideal machine)- কর্মদক্ষতা কত?
৬০%
৭০%
৫%
১০০%
984. Properties of substances like pressure. Temperature and density, in thermodynamic coordinates are-
Path functions
Point functions
Eyelic functions
Real functions
985. ফুট পাউন্ডালের মান কত?
4.214 × 10 ^5erg
4.214 × 10^4erg
4.214 × 10^3 erg
4.2114 × 10^2 erg
986. ফুট পাউন্ড-এর মান কত?
৩২ ফুট পাউন্ডাল বা ১.৩০×১০^ ৭আর্গ বা ১.৩৫ জুল
৪.২১৪×১০ আর্গ
১৩৮৫×৩০.৪৮ মিটার
উপরের কোনোটিই নয়
987. 200 ডাইনের বল প্রয়োগ করে কোনো বস্তুকে বলের অভিমুখে 300 সেমি সরানো হলে কাজের পরিমাণ কত হবে?
6x10^4 erg
6x10^4 erg
3x10^3 erg
6x10 ^3 erg
988. 1 কিলোগ্রাম বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ 1 মিটার হয়, তাহলে কতটুকু কাজ হবে?
1 kg-m
1 cm.kg
1 kg-m²
kg-m/sec
989. According to Joule's law, the internal energy of a perfect gas is the function of absolute-
Density
Pressure
Temperature
Volume
990. পাউন্ড বল কোনো বস্তুর উপর ক্রিয়া করে যদি 1 ফুট সরণ হয়, তবে তাকে বলা হয়-
1 ফুট-পাউন্ড
1 ফুট-পাউন্ডাল
1 পাউন্ড-ফুট
কোনোটিই নয়
991. A definite are or a space where some thermodynamic process takes place is known as thermodynamic........
System
Cycle
Process
Law
992. নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ 1 মিটার হয়, তাহলে কাজের পরিমাণ-
1 নিউটন-মিটার
1 জুল
0 মিটার-নিউটন
কোনোটিই না
993. জেমস্ ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কত সালে?
১৫৮৭ সালে
১৭৫৮ সালে
১৮৫৭ সালে
১৫৭৮ সালে
994. SI ইউনিটে শক্তির একক কোনটি?
জুল (J)
জুল-মিটার (Jm)
ওয়াট (W)
জুল/মিটার (J/m)
995. এক কিলোওয়াট (kW) সমান-
IN-m/s
1000 N-m/s
100 N-m/s
1x10^6 N-m/s
996. CNG গ্যাসের Octane নাম্বার কত?
90
100
110
120
997. সিএনজি গ্যাসের প্রধান উপাদান কী?
মিথেন
ইথেন
বিউটেন
পেট্রোল
998. 1 জুল-এর মান আগে?
10^7 আর্গ
10^9আগ
10^5 আর্গ
10^8 আর্গ
999. এফপিএস পদ্ধতিতে কাজের নিরপেক্ষ একক কী?
ফুট পাউন্ডাল
আর্গ
ডাইন
ফুট পাউন্ড
1000. একটি সাবস্ট্যান্স (Substance) যার লিকুইড স্টেট সম্পূর্ণরূপে বাষ্পীভূত হয়, তখন তা-
ভেপার
পারফেক্ট গ্যাস
বাতাস
বাষ্প