Image
MCQ
981. সুপারহিটেড ভেপারের আচরণ অনেকটা কীসের মতো?
পারফেক্ট গ্যাসের
বাতাসের
স্টিমের
সাধারণ গ্যাসের
986. ফুট পাউন্ড-এর মান কত?
৩২ ফুট পাউন্ডাল বা ১.৩০×১০^ ৭আর্গ বা ১.৩৫ জুল
৪.২১৪×১০ আর্গ
১৩৮৫×৩০.৪৮ মিটার
উপরের কোনোটিই নয়
987. 200 ডাইনের বল প্রয়োগ করে কোনো বস্তুকে বলের অভিমুখে 300 সেমি সরানো হলে কাজের পরিমাণ কত হবে?
6x10^4 erg
6x10^4 erg
3x10^3 erg
6x10 ^3 erg
988. 1 কিলোগ্রাম বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ 1 মিটার হয়, তাহলে কতটুকু কাজ হবে?
1 kg-m
1 cm.kg
1 kg-m²
kg-m/sec
990. পাউন্ড বল কোনো বস্তুর উপর ক্রিয়া করে যদি 1 ফুট সরণ হয়, তবে তাকে বলা হয়-
1 ফুট-পাউন্ড
1 ফুট-পাউন্ডাল
1 পাউন্ড-ফুট
কোনোটিই নয়
992. নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ 1 মিটার হয়, তাহলে কাজের পরিমাণ-
1 নিউটন-মিটার
1 জুল
0 মিটার-নিউটন
কোনোটিই না
993. জেমস্ ওয়াট বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কত সালে?
১৫৮৭ সালে
১৭৫৮ সালে
১৮৫৭ সালে
১৫৭৮ সালে
999. এফপিএস পদ্ধতিতে কাজের নিরপেক্ষ একক কী?
ফুট পাউন্ডাল
আর্গ
ডাইন
ফুট পাউন্ড
1000. একটি সাবস্ট্যান্স (Substance) যার লিকুইড স্টেট সম্পূর্ণরূপে বাষ্পীভূত হয়, তখন তা-
ভেপার
পারফেক্ট গ্যাস
বাতাস
বাষ্প