MCQ
981. পিক লোড প্লান্ট হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
স্টিম প্লান্ট
উইন্ডমিল প্লান্ট
ডিজেল প্লান্ট
এম.এইচ.ডি প্লান্ট
982. 'মেটালার্জি' শব্দের অর্থ কী?
ধাতুবিদ্যা
গতিবিদ্যা
কওখ
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
মেটালার্জি mcq
ব্যাখ্যা: 'মেটালার্জি' শব্দের অর্থ হচ্ছে ধাতুবিদ্যা।
983. নিম্নের চারটি ধাতব পদার্থের মধ্যে সর্বাপেক্ষা ভঙ্গুর (Brittle) কোনটি?
কপার (Copper)
ব্রাশ (Brass)
ব্রোঞ্জ (Bronde)
কাস্ট আয়রন (Cast Iron)
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
মেটালার্জি mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: Brittle material-সমুহকে সর্বাপেক্ষা হতে সর্বনিম্ন আকারে সাজানো হলো-
1.White cast iron 2. Gray cast iron 3.Hardened steel 4. Bismuth Manganese 6. Bronze 7. Aluminium 8. Brass 9. Structurak Steel 10. Zinc 11. Munel
12. Tin 13. Copper 14. Iron
984. কোন ধরনের পাওয়ার প্লান্টের জন্য খরস্রোতা নদীর প্রয়োজন?
স্টিম পাওয়ার প্লান্টের জন্য
ডিজেল পাওয়ার প্লান্টের জন্য
উইন্ডমিল পাওয়ার প্লান্টের জন্য
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্লান্টের জন্য
985. ফিজিক্যাল মেটালার্জি পাঠ করলে জানা যায়-
আকরিক উত্তোলন
মেটালের বাহ্যিক গুণাগুণ
সংকর ধাতু প্রস্তুতকরন
মেটালের ব্যবহার
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
মেটালার্জি mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা: ফিজিক্যাল মেটালার্জি (Physical metallurgy) : ধাতুবিদ্যার যে শাখায় ধাতুর আকার আকৃতি পরিবর্তনকালীন এদের গুণাগুণের পরিবর্তন ও মানুষের সেবায় ব্যবহারকালীন বিকশিত বৈশিষ্ট্যসমূহ নিয়ে আলোচনা করা হয়, তাকে ফিজিক্যাল মেটালার্জি বলা হয়। মেটালোগ্রাফি (Metallography), তাপীয় বিশ্লেষণ (Heat analysis) তাপ শোষন প্রক্রিয়া (Heal Treatment এক্স-রে (-) ম্যাটেরিয়ালস টেস্টিং
(Matertuly testing) ইত্যাদি এর আওতাভুক্ত।
986. ধাতু প্রক্রিয়াকরণে ব্যবহৃত বিজ্ঞানকে কী বলে?
মেট্রোলজি
মেকাট্রনিক্স
মেটালার্জি
কোনোটিই নয়
987. ধাতুগুঁড়াকে চাপ ও তাপ দিয়ে আকার-আকৃতি পরিবর্তন করে কার্যোপযোগী করার পদ্ধতি হলো-
প্রসেস মেটালার্জি
এলিমেন্টারি মেটালার্জি
ম্যানুফ্যাকচারিং মেটালার্জি
পাউডার মেটালার্জি
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
মেটালার্জি mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা : পাউডার মেটালার্জি (Powder metallurgy) বিভিন্ন ধাতুর পাউডার তৈরিকরণ, ধাতুর পাউডারসমূহের নির্দিষ্ট অনুপাতে মিশ্রিতকরণ এবং পাউডারসমূহকে না গলিয়ে তাপ ও চাপের মাধ্যমে কাঙ্কিত কার্যবস্তুর তৈরি করার পদ্ধতি নিয়ে ধাতুবিদ্যার যে শাখায় আলোচনা করা হয়, তাকে পাউডার মেটালার্জি বলে।
988. মেটালার্জির কোন ক্ষেত্রে তুলনামূলকভাবে অধিকসংখ্যক জনশক্তি নিয়োজিত হয়?
কেমিক্যাল মেটালার্জি
পাউডার মেটালার্জি
ফিজিক্যাল মেটালার্জি
ফাউন্ড্রি
989. দ্রুত গতিসম্পন্ন পেল্টন টারবাইনের স্পেসিফিক স্পিড মেট্রিক এককে-
10 থেকে 20
15 থেকে 25
20 থেকে 30
28 থেকে 35
990. কাপলান টারবাইনে ব্লেডের সংখ্যা থাকে কতটি?
3-6টি
6-9টি
9-12টি
16-24টি
991. ইদানীং কালে পাউডার মেটালার্জির ব্যবহার ব্যাপক প্রসার লাভ করছে কেন?
উন্নতমানের যন্ত্রাংশ তৈরি হয়
উৎপাদনের ব্যয় কম
উন্নত স্কিলের প্রয়োজন হয় না
সহজে প্রস্তুত করা যায়
992. আধুনিক প্রযুক্তির যুগে মেটালার্জিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
৫ভাগে
৩ ভাগে
২ ভাগে
৪ ভাগে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
মেটালার্জি mcq
ব্যাখ্যা: ধাতুবিদ্যার পরিধি অনেক ব্যাপক। উৎপাদনের বিভিন্ন কৌশল ও দিক বিবেচনা করে ধাতুবিদ্যাকে ৪ (চার) শ্রেণিতে ভাগ করা হয়,
যথা-
১। ফিজিক্যাল মেটালার্জি (Physical metallurgy)
২। মেকানিক্যাল মেটালার্জি (Mechanical metallurgy)
৩। পাউডার মেটালার্জি (Powder metallurgy)
৪। প্রসেস বা কেমিক্যাল মেটালার্জি (Proces or Chemical)
প্রসেস বা কেমিক্যাল মেটালার্জিকে আবার (তিন) ভাগে ভাগ
করা হয়, যথা-
(ক) পাইরো-মেটালার্জি (Pyro-metallurgy)
(খ) হাইড্রো-মেটালার্জি (Hydro-metallurgy)
(গ) ইলেকট্রো-মেটালার্জি (Electro-metallurgy)
993. যে টারবাইনকে পাম্প হিসেবে ব্যবহার করা যায়, তার নাম কী?
কাপলান টারবাইন
পেল্টন টারবাইন
ফ্রান্সিস টারবাইন
ইম্পালস টারবাইন
994. কোনটির ক্ষমতা বেশি হওয়া উচিত?
ডিজেল পাওয়ার প্লান্ট
স্টিম পাওয়ায় প্লান্ট
হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট
সোলার পাওয়ার প্লান্ট
995. কোনটির স্থান নির্বাচনে বৃষ্টি-বাদলের অবস্থা জানার জন্য জরিপের প্রয়োজন?
স্টিম পাওয়ার প্লান্ট
উইন্ডমিল পাওয়ার প্লান্ট
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্লান্ট
পারমাণবিক পাওয়ার প্লান্ট
996. নিচের কোনটি ধাতু?
আয়োডিন
ক্লোরিন
পারদ
ওজোন
997. মেটালার্জি বিষয় পাঠ করলে জানা যায়-
নানাবিধ যাতু ও তাদের আকরিক উত্তোলন, ধাতু নিষ্কাশন ও পরিশোধন
ধাতুর ভৌত এবং যান্ত্রিক ধর্মের পরিবর্তন ও পরিবর্ধন
ধাতুর আকার-আকৃতি পরিবর্তন ও পরিবর্ধনসহ নানাবিধ দ্রব্যাদি নির্মাণ ও মেরামত
উপরের সবগুলোই
998. নিম্নের কোন কার্যক্রম কেমিক্যাল মেটালার্জি বিষয়ের অন্তর্ভুক্ত?
তাপ প্রক্রিয়া
ধাতু বিগলন ও পরিশোধন
ধাতু গুঁড়াকরণ
ধাতু সংকরিতকরণ
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
মেটালার্জি mcq
ব্যাখ্যা: ব্যাখ্যা : প্রসেস বা কেমিক্যাল মেটালার্জি (Process or Chemical metallurgy): ধাতু নিষ্কাশন (Mrial cxtraction), বিগান (Sorting) পরিশোধন (Refining) সরণীকরণ (Alloying প্রভৃতি বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়াসমূহ এবং ধাতু ও ধাতু সংকরের রাসায়নিক বৈশিষ্ট্য নিয়ে ধাতুবিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়, তাকে প্রসেস বা কেমিক্যাল মেটালার্জি বলে। মনীকরণ, তাপজারণ, ভস্মীকরণ, প্যতন ইত্যাদিও এর আওতাভুক্ত।
999. নিম্নের কোনটি ফিজিক্যাল মেটালার্জি বিষয়ের আওতাভুক্ত?
মেটালের ভৌত ও রাসায়নিক ধর্ম
মেটালের আকার-আকৃতি পরিবর্তনের কারণে গুণাবলির পরিবর্তন
যান্ত্রিক ধর্ম ও যান্ত্রিক গুণাবলি
উপরের সবগুলোই
1000. নিচের কোনটি প্রসেস মেটালার্জি হিসেবে পরিচিত?
ফিজিক্যাল মেটালার্জি
পাউডার এলিমেন্টারি মেটালার্জি
কেমিক্যাল মেটালার্জি
এলিমেন্টারি মেটালার্জি