Image
MCQ
981. আধুনিক প্রযুক্তির যুগে মেটালার্জিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
৫ভাগে
৩ ভাগে
২ ভাগে
৪ ভাগে
982. কোন ধরনের পাওয়ার প্লান্টের জন্য খরস্রোতা নদীর প্রয়োজন?
স্টিম পাওয়ার প্লান্টের জন্য
ডিজেল পাওয়ার প্লান্টের জন্য
উইন্ডমিল পাওয়ার প্লান্টের জন্য
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্লান্টের জন্য
983. ধাতু প্রক্রিয়াকরণে ব্যবহৃত বিজ্ঞানকে কী বলে?
মেট্রোলজি
মেকাট্রনিক্স
মেটালার্জি
কোনোটিই নয়
984. নিম্নের কোন কার্যক্রম কেমিক্যাল মেটালার্জি বিষয়ের অন্তর্ভুক্ত?
তাপ প্রক্রিয়া
ধাতু বিগলন ও পরিশোধন
ধাতু গুঁড়াকরণ
ধাতু সংকরিতকরণ
985. ধাতুগুঁড়াকে চাপ ও তাপ দিয়ে আকার-আকৃতি পরিবর্তন করে কার্যোপযোগী করার পদ্ধতি হলো-
প্রসেস মেটালার্জি
এলিমেন্টারি মেটালার্জি
ম্যানুফ্যাকচারিং মেটালার্জি
পাউডার মেটালার্জি
986. কোনটির স্থান নির্বাচনে বৃষ্টি-বাদলের অবস্থা জানার জন্য জরিপের প্রয়োজন?
স্টিম পাওয়ার প্লান্ট
উইন্ডমিল পাওয়ার প্লান্ট
হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্লান্ট
পারমাণবিক পাওয়ার প্লান্ট
987. নিম্নের কোনটি ফিজিক্যাল মেটালার্জি বিষয়ের আওতাভুক্ত?
মেটালের ভৌত ও রাসায়নিক ধর্ম
মেটালের আকার-আকৃতি পরিবর্তনের কারণে গুণাবলির পরিবর্তন
যান্ত্রিক ধর্ম ও যান্ত্রিক গুণাবলি
উপরের সবগুলোই
988. 'মেটালার্জি' শব্দের অর্থ কী?
ধাতুবিদ্যা
গতিবিদ্যা
কওখ
কোনোটিই নয়
990. নিম্নের চারটি ধাতব পদার্থের মধ্যে সর্বাপেক্ষা ভঙ্গুর (Brittle) কোনটি?
কপার (Copper)
ব্রাশ (Brass)
ব্রোঞ্জ (Bronde)
কাস্ট আয়রন (Cast Iron)
991. ফিজিক্যাল মেটালার্জি পাঠ করলে জানা যায়-
আকরিক উত্তোলন
মেটালের বাহ্যিক গুণাগুণ
সংকর ধাতু প্রস্তুতকরন
মেটালের ব্যবহার
993. ইদানীং কালে পাউডার মেটালার্জির ব্যবহার ব্যাপক প্রসার লাভ করছে কেন?
উন্নতমানের যন্ত্রাংশ তৈরি হয়
উৎপাদনের ব্যয় কম
উন্নত স্কিলের প্রয়োজন হয় না
সহজে প্রস্তুত করা যায়
994. মেটালার্জির কোন ক্ষেত্রে তুলনামূলকভাবে অধিকসংখ্যক জনশক্তি নিয়োজিত হয়?
কেমিক্যাল মেটালার্জি
পাউডার মেটালার্জি
ফিজিক্যাল মেটালার্জি
ফাউন্ড্রি
995. যে টারবাইনকে পাম্প হিসেবে ব্যবহার করা যায়, তার নাম কী?
কাপলান টারবাইন
পেল্টন টারবাইন
ফ্রান্সিস টারবাইন
ইম্পালস টারবাইন
996. পিক লোড প্লান্ট হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
স্টিম প্লান্ট
উইন্ডমিল প্লান্ট
ডিজেল প্লান্ট
এম.এইচ.ডি প্লান্ট
997. নিচের কোনটি প্রসেস মেটালার্জি হিসেবে পরিচিত?
ফিজিক্যাল মেটালার্জি
পাউডার এলিমেন্টারি মেটালার্জি
কেমিক্যাল মেটালার্জি
এলিমেন্টারি মেটালার্জি
998. দ্রুত গতিসম্পন্ন পেল্টন টারবাইনের স্পেসিফিক স্পিড মেট্রিক এককে-
10 থেকে 20
15 থেকে 25
20 থেকে 30
28 থেকে 35
999. কোনটির ক্ষমতা বেশি হওয়া উচিত?
ডিজেল পাওয়ার প্লান্ট
স্টিম পাওয়ায় প্লান্ট
হাইড্রো-ইলেকট্রিক পাওয়ার প্লান্ট
সোলার পাওয়ার প্লান্ট
1000. মেটালার্জি বিষয় পাঠ করলে জানা যায়-
নানাবিধ যাতু ও তাদের আকরিক উত্তোলন, ধাতু নিষ্কাশন ও পরিশোধন
ধাতুর ভৌত এবং যান্ত্রিক ধর্মের পরিবর্তন ও পরিবর্ধন
ধাতুর আকার-আকৃতি পরিবর্তন ও পরিবর্ধনসহ নানাবিধ দ্রব্যাদি নির্মাণ ও মেরামত
উপরের সবগুলোই