EC
Engineering Classroom
by Himalay Sen

Exams

Prepare for your next test with our collection of exam-based practice sets and question banks designed for effective assessment and revision.

Board Questions

Access past board exam questions organized by year and subject to help you understand patterns, improve preparation, and boost your exam performance.

MCQ
1001. ওভার ফ্লো স্পিল-ওয়ে ব্যাপকভাবে ব্যবহার করা হয় কোথায়?
প্রতিটি বাঁধে
আর্চ বাঁধে
বাট্রেস বাঁধে
সবগুলোতে
ব্যাখ্যা: ওভারফ্লো স্পিলওয়ে (Overflow spillway): এ ধরনের স্পিলওয়েতে বাঁধের কিছু অংশ এমনভাবে ডিজাইন করা হয়, যাতে বন্যা মৌসুমে তার ক্রেস্ট (Crest)) অংশ দিয়ে পানি নির্গত হতে পারে। ওভারফ্লো স্পিলওয়ে ব্যাপকভাবে গ্রাভিটি, আর্চ এবং বাটেস বাঁধে ব্যবহার করা হয়। এই ধরনের স্পিলওয়ের ডিজাইন সাধারণ ধরনের হয়, খরচও কম হয়ে থাকে। কংক্রিট বাঁধের জন্য এটি উপযুক্ত।
1002. পেল্টন টারবাইন ব্যবহার করা হয়-
উচ্চহেড ও লো-ডিসচার্জে
মধ্যম হেড ও লো-ডিসচার্জে
নিম্নহেড ও লো-ডিসচার্জে
উচ্চহেড ও উচ্চ ডিসচার্জে
1003. রোলিং গেট হলো এক ধরনের-
ক্রেস্ট গেট
স্লুইস গেট
ক্রেস্ট নিয়ন্ত্রণ গেট
ড্রাম গেট
1004. ডিজেল শক্তিকেন্দ্রে শক্তির উৎস হিসেবে কী ব্যবহৃত হয়?
ডিজেল
জেনারেটর
ইঞ্জিন
সবক'টি
1005. ডিজেল প্লান্ট কোন দেশের জন্য লাভজনক?
উন্নয়নশীল দেশ
উন্নত দেশ
অনুন্নত দেশ
পেট্রোলিয়ামের উৎপাদন দেশ
1006. নিচের কোনটি ডিজেল প্লান্টের সুবিধা?
স্থানান্তরযোগ্য
জায়গা কম লাগে
আকারে ছোট
উপরের সবক'টি
ব্যাখ্যা: সুবিধাসমূহ (Advantages) ১। ডিজেল প্লান্টের লে-আউট, ডিজাইন ও গঠন সহজ। ২। এটি চালু করতে কম সময়ের প্রয়োজন হয় এবং লোড গ্রহণ করতে সময়ের অপচয় হয় না। ৩ । এতে স্থান ও ইমারত কম লাগে। ৪। এটি আংশিক চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম। ৫। এটি স্থাপন করতে কম সময়ের প্রয়োজন হয়। ৬। এর তাপীয় দক্ষতা বেশি। ৭। একে সরবরাহ কেন্দ্রের অতি সন্নিকটে স্থাপন
1007. ডিফারেনশিয়াল সার্জ ট্যাংকের অভ্যন্তরীণে অতিরিক্ত সংযোজন থাকে কীসের?
রাইজার
রানার
ড্রাফট টিউব
গভর্নর
ব্যাখ্যা: ডিফারেনসিয়াল সার্জ ট্যাংক (Differential surge tank): সাধারণ এবং রেস্ট্রিকটেড অরিফিস্ উভয়ের মাঝে তুলনা হিসাবে এ ধরনের ট্যাংক সৃষ্টি করা হয়েছে। চিত্রে একটি ডিফারেনশিয়াল সার্জ ট্যাংক দেখানো হলো- এটি সাধারণ ট্যাংকের মতোই, শুধু ব্যতিক্রম হিসেবে। অভ্যন্তরীণ অতিরিক্ত রাইজার সংযুক্ত থাকে। সংযুক্ত পাইপের ব্যাসের তুলনায় অভ্যন্তরীণ রাইজারের ব্যাস কম থাকে। রাইজারের তলায় অ্যানুলার (Annular) পোর্ট আছে। ট্যাংকের কার্যপ্রণালি পোর্টের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এই ধরনের ট্যাংকের সাইজ ছোট আকারে তৈরি করা সম্ভব এবং যে-কোনো অবস্থায় সার্জ বৃদ্ধি প্রতিরোধ করে।
1008. রেডিয়াল গেট হলো এক ধরনের-
ক্রেস্ট নিয়ন্ত্রণ গেট
ক্রেস্ট গেট
প্লু ইস গেট
ড্রাম গেট
1009. ডিজেল পাওয়ার প্লান্টে ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হয় কী হিসেবে?
প্রাইম মুভার হিসেবে
ইঞ্জিন হিসেবে
তাপীয় ইঞ্জিন হিসেবে
ভেহিকল হিসেবে
ব্যাখ্যা: "ডিজেল পাওয়ার প্লান্টে ডিজেল ইঞ্জিন একটি উত্তম প্রাইম মুভার" এর স্বপক্ষে যুক্তিগুলো নিম্নরূপ- ১। বিদ্যুৎ উৎপাদনে এটা বেস প্লেস প্লান্ট হিসেবে কাজ করে। ২। হঠাৎ বিদ্যুৎ চলে গেলে জরুরি অবস্থায় বিদ্যুতের চাহিদা পূরণের জন্য ছোট প্লান্ট হিসেবে কাজ করে। ৩। এর তাপীয় দক্ষতা বেশি।
1010. রক-ফিল বাঁধ হলো একপ্রকার-
গ্রাভিটি বাঁধ
আর্চ বাঁধ
বাট্রেস বাঁধ
মাটির বাঁধ
ব্যাখ্যা: রকফিল বাধ (Rockfill dam) :এ ধরনের বাধকে গ্রাভিটি বাং এবং মাটির বাধ এই দু'-এর মাঝামাঝি পর্যায়ের বৈশিষ্ট্য হিসাবে দেখানো হয়। যে-সব ক্ষেত্রে ধানবাহন খরচ, সিমেন্ট, লোহা ম্যাশনরি ইত্যাদির খরচ খুব বেশি, কিন্তু বাধ এলাকায় প্রচুর পরিমাণে পাথর থাকে, সেক্ষেত্রে এ ধরনের বাধ তৈরি উপযোগী। এ ধরনের বাঁধের নমনীয়তার জন্য ভূমিকম্পেও ক্ষতিগ্রস্ত হয় না। এ বাধের সবচেয়ে বড় অসুবিধা হলো এর উপাদানে মাঝে মাঝে ফাটলের সৃষ্টি হয়।
1011. ফ্রান্সিস টারবাইন ব্যবহার করা হয়-
মধ্যম হেড ও লো-ডিসচার্জে
মধ্যম হেড ও মধ্যম ডিসচার্জে
মধ্যম হেড ও হাই-ডিসচার্জে
লো-হেড ও মধ্যম ডিসচার্জে
ব্যাখ্যা: ফ্রান্সিস টারবাইন রিঅ্যাকশন ধরনের টারবাইন। মধ্যম উচ্চ থেকে নিম্ন হেড এবং মধ্যম অল্প থেকে মধ্যম অধিক পরিমাণ নির্গমনের ক্ষেত্রে ফ্রান্সিস টারবাইন ব্যবহৃত হয়।
1012. কাপলান টারবাইন ব্যবহার করা হয়-
নিম্নহেড ও নিম্ন ডিসচার্জে
নিম্নহেড ও মধ্যম ডিসচার্জে
নিম্নহেড ও উচ্চ ডিসচার্জে
মধ্যম হেড ও উচ্চ ডিসচার্জে
ব্যাখ্যা: কাপলান টারবাইন রিঅ্যাকশন ধরনের টারবাইন। কম হেড অধিক পরিমাণ পানি প্রবাহের ক্ষেত্রে কাপলান টারবাইন ব্যবহৃত হয়।
1013. পাওয়ার প্লান্টে ইঞ্জিন চালুর জন্য নিম্নের কোন সিস্টেম ব্যবহৃত হয়?
হর্সচালিত
মোটরচালিত
সংকোচিত এয়ার
কার্টিজ
ব্যাখ্যা: বড় ডিজেল ইঞ্জিন চালু করার জন্য প্রধানত তিনটি পদ্ধতি ব্যবহৃত হয়, যথা- (ক) কম্পোসড এয়ার স্টার্টিং (Compressed air starting) (খ) বৈদ্যুতিক মোটর স্টার্টিং (Electric motor starting) (গ) অক্সিলারি ইঞ্জিন স্টার্টিং (Auxilary engine starting)
1014. নিচের কোন ইঞ্জিনটি পাওয়ার প্লান্টে ব্যবহৃত হয় না?
ডিজেল ইঞ্জিন
পেট্রোল ইঞ্জিন
গ্যাস ইঞ্জিন
স্টিম ইঞ্জিন
1015. গ্রাভিটি বাঁধ হলো একপ্রকার-
আর্চ বাঁধ
রক-ফিল বাঁধ
মাটির বাঁধ
ম্যাসনরি বাঁধ
ব্যাখ্যা: গ্রাভিটি বাধ (Gravity dam) : এ ধরনের বাধ পানির ওজনের চাপকে বাধা প্রদান করে থাকে। এ জাতীয় বাধ তৈরি করতে। কঠিন ম্যাশনরি (Solid Masonary) অথবা কংক্রিটের (Concrete) প্রয়োজন হয়।
1016. পেল্টন টারবাইন হলো এক ধরনের-
রিয়্যাকশন টারবাইন
ইম্পালস্ টারবাইন
ফ্রান্সিস টারবাইন
কাপলান টারবাইন
ব্যাখ্যা: শেল্টন টারবাইন (Pelton turbine) : এটি একপ্রকার ইম্পালস্ টারবাইন। আবিষ্কারকের নাম অনুযায়ী পেল্টন টারবাইন বলা হয়। এটি সাধারণত উচ্চ ধরনের হেড ও পানির কম সরবরাহবিশিষ্ট প্লান্টে ব্যবহার হয়। আবার এটি কোনো সময় স্বল্প ক্যাপাসিটির মধ্যম ধরনের প্লান্টেও ব্যবহৃত হয়ে থাকে।
1017. রিয়্যাকশন টারবাইনের অন্তর্গত কোনটি?
পেল্টন টারবাইন
ফ্রান্সিস টারবাইন
কাপলান টারবাইন
ফ্রান্সিস ও কাপনাল টারবাইন
ব্যাখ্যা: রিয়্যাকশন টারবাইন (Reaction turbine) : যখন পানির মোট চাপ এবং এর বেগ একত্রিত হয়ে টারবাইনের রানারকে ঘূর্ণনগতি প্রদান করে, তখন এ ধরনের টারবাইনকে রিয়্যাকশন টারবাইন বলে। ফ্র্যান্সিস (Francis) এবং কাপলান (Kaplan) টারবাইন রিয়্যাকশন টারবাইনের অন্তর্গত।
1018. সু ইস গেটের উদাহরণ হলো কোনটি?
ড্রাম গেট
রোলিং গেট
রেডিয়াল গেট
লিক গেট
1019. যে গেটে ফ্লাশবোর্ড ব্যবহার করে পানির হেডের উচ্চতা ১০ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখা যায়, তার নাম কী?
রেডিয়াল গেট
রোলিং গেট
ক্রেস্ট নিয়ন্ত্রণ গেট
সুইস গেট
1020. সার্জ ট্যাংক টারবাইনের কাছে যার সঙ্গে লাগানো, তার নাম কী?
ড্রাফট টিউব
রানার
পেনস্টোক
হেড রেস
ব্যাখ্যা: সার্জ ট্যাংক টারবাইন এবং মুক্ত পানির তলের মধ্যে দূরত্ব কমিয়ে পেনস্টোকে ওয়াটার হ্যামারিং ইফেক্ট কমায়। তা ছাড়া এটি টানেলে প্রবাহমান উচ্চ পানির চাপকে প্রতিহত করে থাকে।