MCQ
1041. কয়লার বিনাশকারী পাতনের বাই-প্রোডাক্ট হিসেবে পাওয়া যায় কোনটি?
কোল গ্যাস
তৈরি গ্যাস
প্রডিউসার গ্যাস
ওয়াটার গ্যাস
1042. বিদ্যুৎ উৎপাদনে ম্যাগনেটো-হাইড্রোডাইনামিক- এ পরিবাহী হিসেবে ব্যবহৃত হয় কী?
কঠিন পদার্থ
তরল পরিবাহী পদার্থ
গ্যাসীয় পদার্থ
তরল অপরিবাহী পদার্থ
1043. নিচের কোন কুলিং সিস্টেম ডিজেল ইঞ্জিনে ব্যবহার করা হয় না?
এয়ার
রেডিয়েটর
টাওয়ার
বাষ্পীয়
1044. অনাবৃত ফুয়েল ট্যাংকের অপর নাম কী?
ট্যাংক
ডি-ট্যাংক
ফুয়েল ট্যাংক
সবক'টি
1045. কোনটি নবায়নযোগ্য জ্বালানি?
প্রাকৃতিক গ্যাস
কয়লা
ইউরেনিয়াম
বায়ু
1046. কোনটি সলিড ফুয়েল?
কেরোসিন
পেট্রোল
ওয়াটার গ্যাস
কোনোটিই নয়
1047. ইঞ্জিনের তাপীয় দক্ষতা হলো-
আদর্শকৃত কাজ/সরবরাহকৃত তাপ প্র
ইন্ডিকেটেডকৃত কাজ/সরবরাহকৃত তাপ
কৃত কৃত কাজ/সরবরাহকৃত তাপ
কোনোটিই নয়
1048. LNG-এর পূর্ণরূপ কী?
Liquefied Natural Gas
Liquid Natural Gas
Liquid National Gas
কোনোটিই নয়
1049. জ্বালানি (Fuel)-এর প্রধান উপাদান কোনটি?
সালফার ও অক্সিজেন
হাইড্রোজেন ও অক্সিজেন
কার্বন ও হাইড্রোজেন
অক্সিজেন ও কার্বন
1050. গ্যাসীয় জ্বালানিতে দাহ্য পদার্থ কোনটি?
CH 4
CO ₂
N ₂
H ₂O
1051. নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
সূর্য
গ্যাস
খনিজ তেল
কয়লা
1052. বিদ্যুৎ উৎপাদন জ্বালানি সেলে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় কী?
প্রাকৃতিক গ্যাস
ন্যাপথা
কোল গ্যাস
সবগুলোই
1053. কয়লা জ্বালানি হিসাবে ভালো নয়, কারণ-
এটি প্রচুর কার্বন ডাই-অক্সাইড তৈরি করে
এটি প্রচুর পরিমাণে নাইট্রোজেনের অক্সাইড তৈরি করে
এটির মধ্যে সালফার থাকে
এতে ছাইয়ের পরিমাণ খুব বেশি
1054. কোন জ্বালানিতে ছাই - এর পরিমাণ সর্বনিম্ন?
বিটুমিনাস কয়লা
প্রাকৃতিক গ্যাস
ডিজেল
পিট কয়লা
1055. নিচের কোনটি ইঞ্জিন চালুকরণ পদ্ধতি নয়?
সিস্টেমগুলো চেক
গভর্নর চেক
জেনারেটর সংযোগ
সবক'টি
1056. নিম্নোক্ত কোন জ্বালানির (Fuel) দহন মান (Calorific value) সর্বোচ্চ?
পিট (Peat) কয়লা
লিগনাইট (Lignite) কয়লা
বিটুমিনাস কয়লা
কাঠ
1057. সুপারচার্জার ব্যবহার করায় ইঞ্জিনের-
দক্ষতা বৃদ্ধি পায়
চার্জ বৃদ্ধি পায়
নয়েজ কমে যায়
ধোঁয়া বেড়ে যায়
1058. কন্ডেন্সার ব্যবহার করায় বয়লারের জ্বালানি খরচ কত কম হয়?
25% প্রায়
30% প্রায়
35% প্রায়
40% প্রায়
1059. স্পার্ক ইগানিশন ইঞ্জিনে সঠিক ফায়ারিং অর্ডারের জন্য প্রয়োজন কোনটি?
ডিস্ট্রিবিউটর (Distributor)
কার্বুরেটর (Carburettor)
ইগনিশন কয়েল (Ignition coil)
উপরের কোনোটিই নয়
1060. কুলিং সিস্টেমে কুল্যান্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
বাতাস
পানি
অয়েল
সবক'টি