Image
MCQ
1204. বয়লারে ইকোনোমাইজার ব্যবহারের কারণ কোনটি?
বাষ্পের চাপ বৃদ্ধি করে
বাষ্পের প্রবাহ বৃদ্ধি করে
জ্বালানি খরচ কমায়
বাষ্পের চাপ কমায়
1205. ফিডওয়াটার পাম্প হিসেবে সাধারণত কী ব্যবহার হয়?
সেন্ট্রিফিউগাল পাম্প
রোটারি পাম্প
রেসিপ্রোকেটিং পাম্প
গিয়ার পাম্প
1209. নিচের কোনটি বয়লার অ্যাক্সেসরিজ?
ইকোনোমাইজার
সুপারহিটার
ক ও খ
কোনোটিই নয়
1211. বয়লারের আবশ্যকীয় সরঞ্জাম, যা ছাড়া বয়লার নিরাপদে ও সুষ্ঠুভাবে কাজ করতে পারে না, সেটি কী?
বয়লার অ্যাক্সেসরিজ
বয়লার মাউন্টিংস
কোনোটিই নয়
দুটিই একসাথে
1212. High refractoriness of a material refers to its--
Slipperyness of the material
Chemical strength towards other material
Strength to withstand at high temperature
Ability to get dissolved in molten metal
1213. বয়লারের মধ্যে স্টিমের অতিরিক্ত চাপকে যে ভালভো সাহায্যে বের করা হয়, তাকে কী বলে?
ফিড চেক ভালভ
সেফটি ভালভ
স্টপ ভালভ
কোনোটিই নয়
1216. এমন কিছু ডিভাইস, যা বয়লারের দক্ষতা বৃদ্ধির জন্য বয়লারের সাথে যুক্ত করা যায়, তাকে কী বলে?
বয়লার অ্যাক্সেসরিজ
বয়লার মাউন্টিংস
দুটিই একসাথে
কোনোটিই নয়
1217. নিচের কোনটি বয়লার মাউন্টিং নয়?
ব্লো অফ কক
ফিড চেক ভালভ
ইকোনোমাইজার
ফিউজিবল প্লাস
1218. তাপবিদ্যুৎ উৎপন্ন করতে কোন জাতীয় বয়লার ব্যবহৃত হয়?
ওয়াটার টিউব বয়লার
ফায়ার টিউব বয়লার
ক ও খ
কোনোটিই নয়
1219. যে-কোনো মুহূর্তে বয়লারের পানির সঠিক লেভেল জানা যায় যে যন্ত্রের সাহায্যে, সেটি হলো-
থার্মোমিটার
ফিড চেক ভালভ
ব্লো অফ কক
কোনোটিই নয়