MCQ
1201. এমন কিছু ডিভাইস, যা বয়লারের দক্ষতা বৃদ্ধির জন্য বয়লারের সাথে যুক্ত করা যায়, তাকে কী বলে?
বয়লার অ্যাক্সেসরিজ
বয়লার মাউন্টিংস
দুটিই একসাথে
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: বয়লার অ্যাক্সেসরিজ (Boiler accessories): যে-সব যন্ত্রাণে বয়লারের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করে, ঐগুলোকে ব্যাল্যা অ্যাক্সেসরিজ বলে।
বয়লার অ্যাক্সেসরিজ-এর নাম নিম্নে উল্লেখ করা হলো-
(ক) ফিড পাম্প (Fred pump)
(খ) সুপারহিটার (Superhডৃtter
(খ) ইকোনোমাইজার (Economizer)
(ঘ) এয়ার প্রি হিটার (Air pre-heater)
(ঙ) ড্রাফট (Draft)
1202. What are the drawbacks of metallic pattern?
Excessive weight
Expensive
Difficult to shape
All of the above
1203. The rotary furnace can have a capacity of 80 tons.
True
False
1204. নিচের কোনটি বয়লার মাউন্টিং নয়?
ব্লো অফ কক
ফিড চেক ভালভ
ইকোনোমাইজার
ফিউজিবল প্লাস
1205. নিচের কোনটি বয়লার অ্যাক্সেসরিজ?
ইকোনোমাইজার
সুপারহিটার
ক ও খ
কোনোটিই নয়
1206. After how many heats, should the refractory lining be renewed?
50-100
200-300
100-200
300-400
1207. ফিডওয়াটার পাম্প হিসেবে সাধারণত কী ব্যবহার হয়?
সেন্ট্রিফিউগাল পাম্প
রোটারি পাম্প
রেসিপ্রোকেটিং পাম্প
গিয়ার পাম্প
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: বয়লারের অক্সিলারিজের মধ্যে ফিড ওয়াটার পাম্প অন্যতম প্রধান এবং বিশেষ প্রয়োজনীয় যন্ত্র, যার চাহিদা অনুযায়ী বয়লার ড্রামে ফিড ওয়াটার সরবরাহ করা হয়। ফিড ওয়াটার সরবরাহ করে বলে তাকে ফিড ওয়াটার পাম্প বলা হয়।
1208. বয়লারে ইকোনোমাইজার ব্যবহারের কারণ কোনটি?
বাষ্পের চাপ বৃদ্ধি করে
বাষ্পের প্রবাহ বৃদ্ধি করে
জ্বালানি খরচ কমায়
বাষ্পের চাপ কমায়
1209. যে-কোনো মুহূর্তে বয়লারের পানির সঠিক লেভেল জানা যায় যে যন্ত্রের সাহায্যে, সেটি হলো-
থার্মোমিটার
ফিড চেক ভালভ
ব্লো অফ কক
কোনোটিই নয়
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: ওয়াটার লেভেল ইন্ডিকেটর (Water level indicator): বয়লারের ভেতরের পানির সেভেল বাইরে থেকে দেখার জন্য ওয়াটায় লেভেল ইন্ডিকেটর ব্যবহার করা হয়। এটি একটি নিরাপত্তামূলক ডিভাইস, যার ওপর বয়লারের সঠিক কার্যক্রম নির্ভর করে। সাধারণত প্রতি বয়লারে দুটি ওয়াটার লেভেল ইন্ডিকেটর থাকে, যাতে একটি নষ্ট হয়ে গেলেও অপরটি দিয়ে সাময়িকভাবে কাজ চলতে পারে।
ফিড চেক ভালত (Feed check valve) : ফিড পাম্প হতে বয়লারে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা এবং বয়লারের চেয়ে পাম্পের প্রেসার কম হলে কিংবা ফিড পাম্প বন্ধ থাকলে বয়লার থেকে পাম্পের দিকে পানির উল্টা প্রবাহ বন্ধ করাই ফিড চেক ভালভের কাজ। ফিড চেক ভালভ একটি নন-রিটার্ন ভালভ হিসেবে কাজ করে।
‡eøv অফ কক বা ‡eøv ডাউন ভালভ (Blow off cock or Blow down valve) : এটি বয়লারের এমন একপ্রকার নিষ্কাশন ভালভ, বা নির্দিষ্ট সময়ান্তরে খুলে বয়লার ড্রামের অভর্দেশে সুজিত পানির তলানি বা কাদামাটি (Selimoni) অপসারণ করা হয়। এ কাদামাটির তলানি বয়লারের পক্ষে মারাত্মক ক্ষতিকর, যেহেতু তা বয়লারে জমা হয়ে পুরু আস্তরণ বা স্কেল উৎপন্ন করে পানির ধারণক্ষমতা কমায়া।
স্টিম স্টপ ভালভ (Steam stop valve): যে ভালভ টারবাইন বা দুই পাইপের মাঝে স্থাপন করে টিমের প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়, তখন একে সিম স্টপ ভালভ বলা হয়।
1210. তাপবিদ্যুৎ উৎপন্ন করতে কোন জাতীয় বয়লার ব্যবহৃত হয়?
ওয়াটার টিউব বয়লার
ফায়ার টিউব বয়লার
ক ও খ
কোনোটিই নয়
1211. বয়লারের আবশ্যকীয় সরঞ্জাম, যা ছাড়া বয়লার নিরাপদে ও সুষ্ঠুভাবে কাজ করতে পারে না, সেটি কী?
বয়লার অ্যাক্সেসরিজ
বয়লার মাউন্টিংস
কোনোটিই নয়
দুটিই একসাথে
Himalay Sen Sir
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং MCQ
mechanical mcq
মেকানিক্যাল বিগত সালের প্রশ্ন সমাধান
power plant engineering
ব্যাখ্যা: বয়লার মাউন্টিংস (Boiler mounting): যে-সব যন্ত্রাংশ বয়লার শেলে সংযুক্ত, অবস্থায় বয়লারের নিরাপত্তা বিধান করে, ঐ সকল যন্ত্রাংশকে বয়লার মাউন্টিং বলে।
বয়লার মাউন্টিং-এর পাঁচটি নাম নিম্নে উল্লেল্লখ করা হলো-
(ক) ওয়াটার লেভেল ইন্ডিকেটর (Water level indleurmet,
(খ) প্রেসার গেজ (Pressure gaugel,
(M) সেফটি ভালভস (Safety vabier)
(ঘ) স্টপ ভালভস (Stop vulvet)
(ঙ) ফিড চেক ভালভ (Feed check wolves)
1212. বয়লারের মধ্যে স্টিমের অতিরিক্ত চাপকে যে ভালভো সাহায্যে বের করা হয়, তাকে কী বলে?
ফিড চেক ভালভ
সেফটি ভালভ
স্টপ ভালভ
কোনোটিই নয়
1213. Which of the following carries the mould cavity where the metal is to be poured?
Casting
Sand
Pattern
Core
1214. What is the speed of rotation of melting furnace?
0.5 rpm
2 rpm
1 rpm
3.rpm
1215. High refractoriness of a material refers to its--
Slipperyness of the material
Chemical strength towards other material
Strength to withstand at high temperature
Ability to get dissolved in molten metal
1216. A mallet comes under which type of tool?
Drilling tool
Clamoing tool l
Other pattern maker’s tool
Sawing too
1217. Which of the following is not a drilling or boring tool?
Brace
Counter sink bit
Auger bit
Hand vice
1218. Which of the following has the lowest melting point?
Cast Iron
White Metal
Steel
Brass
1219. Which of the following is not a wood planing tool?
Block plane
Scrub plane
Spokeshave
Centre bit
1220. In a three piece pattern moulding arrangement, what keeps the alignment between the two parts of the pattern?
Cope
Dowel pins
Drilling tool
Clamping tool