MCQ
1241. কোনটি বয়লার মাউন্টিং?
ইকোনোমাইজার
সুপার হিটার
ফিউজিবল প্লাগ
ইনজেক্টর
1242. কোনটি বয়লারের অ্যাক্সেসরিজ?
ওয়াটার লেভেল ইন্ডিকেটর (Water level indicator)
প্রেসার গেজ (Pressure gauge)
ম্যান এবং মাড হোল (Man and mud hole)
সুপারহিটার (Superheater)
1243. গ্রিন স্যান্ড মোল্ডিং-এ কী ধরনের কাজ করা হয়?
ছোট ও মধ্যম
বড়
উভয়
কোনোটিই নয়
1244. কোনটি বয়লারের অ্যাক্সেসরিজ নয়?
ইকোনোমাইজার
সুপারহিটার
বাষ্প ট্র্যাপ
টেস্ট কক
1245. সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন?
ঘনত্ব বাড়ানোর জন্য
দ্রুত জমানো রোধ করার জন্য
দ্রুত জমানো বৃদ্ধি করার জন্য
ওজন বাড়ানোর জন্য
1246. কোন গুণের জন্য বালির দানাগুলো অন্য পদার্থের সাথে লেগে থাকে?
কোহেসিভনেস
অ্যাডহেসিভনেস
পারমিয্যাবিলিটি
পাস্টিসিটি
1247. জিঙ্ক এবং অ্যালুমিনিয়ামের সংকরকে কী বলে?
জামাক মেটাল
ডুরালুমিন
সোডা অ্যাশ
কোনোটিই নয়
1248. ফেসিং স্যান্ড গলিত ধাতুর সঙ্গে আটকে গেলে কী ধরনের ত্রুটি দেখা দেয়?
সোয়েল
শিফট
ফিউশন
সংকোচন
1249. নিচের কোন নিরাপদ যন্ত্রটি (Safety device) ধাতুর তাপীয় প্রসারণ (Thermal expansion) ধর্মের উপর ভিত্তি করে কাজ করে না?
প্রেসার কুকার-এর সেফটি ভালভ
রেলট্র্যাক-এর গ্যাপ
বয়লারের স্টিম পাইপের বাঁক
বড় বড় ব্রিজের জোড়া
1250. কোর ওভেনে শুকানো বা বেকিং তাপমাত্রা কত হয়ে থাকে?
100°C-120°C
50°-80°C
150°C-400°C
10°F-50°F
1251. কোন গুণের জন্য বালির দানাগুলো পরস্পর লেগে থাকে?
কোহেসিভনেস
অ্যাডহেসিভনেস
প্লাস্টিসিটি
পারমিয়্যাবিলিটি
1252. ভিজা বালিকে স্যান্ড বলে--
ড্রাই
লোম
গ্রিন
ফেসিং
1253. গেট কত প্রকার?
৩ প্রকার
৪ প্রকার
৬ প্রকার
২ প্রকার
1254. ছোট ও মাঝারি আকারের ঢালাই বস্তু তৈরিতে কোন স্যান্ড ব্যবহৃত হয়?
গ্রিন স্যান্ড
ড্রাই স্যান্ড
লোম স্যান্ড
ফেসিং স্যান্ড
1255. স্যান্ড মোল্ডিং-এ ব্যবহৃত মোল্ডের নিচের অংশ কোনটি?
কোপ (Cope)
চিক (Cheek)
ড্রাগ (Drag)
কোনোটিই নয়
1256. ঢালাই দ্রব্যে ফাঁপা বা জটিল অংশ রাখার জন্য ব্যবহৃত হয়-
প্যাটার্ন
রাইজার
রানার
কোর
1257. কোরের গ্রিন সামর্থ্য ভিজা অবস্থায় কত থাকে?
100-500gm/cm²
300-500gm/cm²
300-1000gm/cm²
1000-2000gm/cm²
1258. পরিত্যক্ত ফ্লু গ্যাসের তাপকে কাজে লাগানোর জন্য কী ব্যবহার করা হয়?
এয়ার প্রিহিটার
সুপারহিটার
ফিড পাম্প
ইকোনোমাইজার
1259. মোল্ডিং কাজে যে বালি একবার ব্যবহার করে তা আবার ব্যবহার করাকে কী স্যান্ড বলে?
লোম স্যান্ড
গ্রিন স্যান্ড
ব্যাকিং স্যান্ড
ড্রাই স্যান্ড
1260. বড় এবং ভারী আকারের চালাই বস্তু তৈরিতে কোন স্যান্ড ব্যবহৃত হয়?
লোম স্যান্ড
গ্রিন স্যান্ড
ফেসিং স্যান্ড
ড্রাই স্যান্ড